
চিঠিখানা দেখে সমস্ত শরীরের রক্ত চাপলো মস্তিষ্কে। চিঠিটা কপি করে দিলো। সাথে সাথে এটাও লিখে দিলো,,,,
সমুদ্র: গেলেন তবে? ভালো থাকবেন।
আদৃতা বুঝলো আবহাওয়া সুবিধার নয়। মাথা ঠান্ডা করে মিষ্টি মিষ্টি রিপ্লাই।
আদৃতা: কোথায় যাবো তোমাকে ছাড়া। তোমার ঐ বুকটাই আমার আশ্রয়স্থল। তুমিই আমার শেষ ঠিকানা। যদি যেতেই হয়ে ওখানেই যাবো। কে আর আছে আমার বলো তুমি ছাড়া?
আবার কপি পেস্ট,,,,,,
সমুদ্র: আর কি? আর কি প্রয়োজন?
আদৃতা: আমার প্রয়োজন তুমি।
এরপর থেকে একটা পর একটা টেক্সট। কিন্তু কোনো রেসপন্স নেই। পুরো তিন ঘন্টা একটানা চললো একপক্ষের কথন। না কিছুতেই কিছু হচ্ছে না। কোনো মতেই আর তার রাগ ভাঙাতে পারছে না আদৃতা। নিরুপায় আদৃতা বললো
আদৃতা: আচ্ছা সরি। আর এমন কিছু লিখবো না। এবারের মতো ক্ষমা করে দাও না প্লীজ। কি গো কথা বলো
না এবারেও কোনো কথা বলছে না দেখে আদৃতা রেগে গিয়ে বললো।
আদৃতা: চলে যাবেন ঠিক আছে যান। বলে যেতে পারতেন। এভাবে যাওয়ার কি দরকার? এমনিই সারাদিন একবারও খোঁজ নিতে আসেন না। আর এখন এসেই অভিযোগ। ভালো থাকবেন।
এবার রাগ উগড়ে দিলো সমুদ্র।
সমুদ্র: মেজাজ খারাপ করে দিয়ে এখন আবার জিদ দেখাও। ভুলে যেতে চাও আমাকে ঠিক আছে যাও।
আদৃতা: আরে বাবা তোমাকে ভুলে যাবো কেনো?
ওটা প্রেম শব্দটাকে ডেডিকেটেড করে লেখা। প্রেমিককে নয়। তবুও কিন্তু সরি বলেছি। এতো হার্টলেস মানুষ আপনি? আপনাকে সামালো আমার সাধ্য নয়। আমি যোগ্য নই আপনার।
সমুদ্র: এখনো আপনি? এখনো ঝগড়া করবে? ওকে আল্লাহ হাফেজ।
আদৃতা: ভালো থাকবেন।
প্রায় একঘণ্টা
সমুদ্র: কি গো, কি হলো? আসো
আসো না জান। সরি আমার ভুল হয়ে গেছে।
কি গো কই তুমি? আসো প্লীজ।
আদৃতা: হুম
সমুদ্র: আর রাগ করে থেকো না। আজ সারাদিন মেজাজ তিরিক্ষি হয়ে ছিলো। আবার তোমার এমন লেখা।
আদৃতা: বাইরে ঝামেলা হবে আর তার রাগ ঝাড়বে ঘরে এসে বউ এর উপর?
সমুদ্র: বললাম তো সরি। তা তুমিই বা এমন লিখলে কেনো বলো? এমন লেখা দেখে মাথা ঠিক থাকে?
আদৃতা: আজ অকারণে অনেক কষ্ট দিয়েছো আমায়।
সমুদ্র: সরি।
আদৃতা: থাক আর সরি বলতে হবে না। এমন করে কথা বলা বন্ধ করে দিয়ে অনেক শাস্তি দিয়েছো। যা হয়ে যাক আর কখনো কথা বলা বন্ধ করে দিও না প্লীজ। আমি সইতে পারি না। নিঃশ্বাস নিতে পারি না। খুব কষ্ট হয়। কোনো কারণে রাগ হলে আমাকে বলো। আমাকেও কথা বলার সুযোগ দিও।
সমুদ্র: জান চলো ঘুমাই এবার ।
২৪টি মন্তব্য
নুরহোসেন
২বার পড়লাম চমৎকার লিখেছেন।
আফসোস কয়েকদিনে আপনার অনেক লেখা এড়িয়ে গেছি।
সুরাইয়া পারভীন
সময় পেলে পড়ে নিয়েন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
প্রেমময় যুগলকে অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
এমন মান অভিমান না থাকলে ভালোবাসা তো পাংসে হয়ে যাবে। এটা থাকা দরকার, তবে নতুন কাপলদেরই এসব হয়ে থাকে বেশী। আমাদের তো কাধে সংসারের বিশাল জোয়াল থাকায় এমন খুনসুটির সময়টা পাই খুবই কম।
সুরাইয়া পারভীন
ইচ্ছে থাকলে শত কাজের মধ্যেও করা যায় এমন খুনসুটি। কাজের দোহাই দেন বলেই তো সম্পর্ক গুলো সত্যি ই অনুভূতি হীন হয়ে পড়ে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ঠিক আছে আপু, তাহলে খুনসুটি চালিয়ে যাবো
সুরাইয়া পারভীন
হা হা হা,,,,জ্বী সেটাই করুন। ধন্যবাদ
বন্যা লিপি
আপনি-তুমিতে রোমান্টিক খুনসুটির অভিযোগনামা! এরকমটা যদি সত্যিই চলতো জীবন চাকা! কি ভালোই না হতো।
সুরাইয়া পারভীন
সত্যিই তাই আপু। অনেক সুন্দর আর সুখের হতো সংসার।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
রোমান্টিক জুটি
ঝগড়া দাও ছুটি।
শুভ কামনা আপু।
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
প্রেমে-ট্রেমে এমন একটু থাকে, লাগেও।
সুন্দর স্টাইল উপস্থাপনের।
সুরাইয়া পারভীন
হুম সেটাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
রেহানা বীথি
টক মিষ্টি প্রেম,
দারুণ লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
এত আন্তরিকতায় হালকা ঝগড়া ঝাটি মধুরই লাগে।
শুভ কামনা সমুদ্র আর আদ্রিতার জন্য।
লেখা ভালো লেগেছে ছোট আপু।
সুরাইয়া পারভীন
ভাইয়া ওটাই আদৃতা
অনেক খোঁজাখুঁজি পর পাওয়া কি না
আদৃতা- মানে অনুসন্ধানের ফলাফল
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
এমন মান অভিমান না থাকলে ভালোবাসা তো পাংসে হয়ে যাবে।
পড়ে বেশ ভালো লাগলো দিদি, শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
মান অভিমানের পালা শেষে প্রেম ভাল জমে-এখানেও তাই।সুন্দর সাবলিল লেখা।খুব ভাল লাগল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
অনুপম ভাবনা
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সবসময়