
তুমি ও গেলে চলে না ফেরার দেশে
নীরবে নিভৃতে রেখছ স্বাক্ষর
বিজয়ী বীর বাঙালীর গহীন কোণে
আপোষহীন ক্ষনজন্মা মৃত্যুন্জয়ী বীরের বেশে।
তুমি এসেছিলে ঘর আলো করে
শ্যামল মৃত্তিকায় ঘেরা পল্লী বাংলার নিভৃত কোণে
ঘাতকের নির্মম বুলেট এতিম করে যৌবনের প্রথম প্রহরে
চারনের বেশে সুখ খুজেঁছিলে লাখ শহীদের বাংলার ঘরে ঘরে।
তোমার শান্ত সৌম্য চোখে দেখেছিলাম দ্রোহের আগুন
সন্ত্রাসীদের তান্ডবে যখন ক্ষত বিক্ষত হয় বাংলার প্রাণ
নাগিনীর বিষাক্ত ছোবলে জ্বলে ঢাকার ব্যাংক পাড়া
গর্জে উঠে বলেছিলে , “নাগিনী তুই বাংলা ছাড় “।
তোমার শান্ত হৃদয় ছটপট করে
যখন আহত পাখি ডানা জাপটে মরে
আগুন সন্ত্রাসে বলীদান হয়ে
হুন্কার ছেড়ে বলেছিলে, “ডাইনি তুই নিরালায় ফিরে যা “।
তুমি ছিলে নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ
মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়
নিজেকে রেখেছ তুমি স্বচ্ছ আয়নায়
স্হান নিয়েছ তুমি মানুষের হৃদয় আঙিনায়।
তুমি নেই তাই বাংলার আকাশ শোকের মাতমে ভাসে
ফিরে আস আবার বিজয়ী বীর বাঙালীর দেশে
তুমি রবে বিজয়ী বীর বেশে বেদনা বিদূরতম
তুমি রবে নীরবে হৃদয়ে অন্তমম !!!
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ওপারে ভালো থাকুন। দাদা আপনাকে ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার প্রতি
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ , শুভেচ্ছা দিদি।
নিচের জবাবটা আপনার জন্য ছিল।
সুপায়ন বড়ুয়া
আমরা একজন নির্লোভ,
নি:সার্থ ও স্বচ্ছ মানুষ হারালাম।
নেতৃত্ব থেকে বঞ্চিত হলো জাতি।
যা দেশ মাতৃকার অফুরনীয় ক্ষতি।
তার আত্মার সদগতি কামনা করি।
শুভ কামনা দিদি।
জিসান শা ইকরাম
তিনি অত্যন্ত সৎ, নির্লোভ মানুষ ছিলেন
দেশে এমন রাজনীতিবিদ আর আসবেন কিনা সন্দেহ আছে।
ভালো লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত,
ধন্যবাদ , শুভেচ্ছা ভাইজান
প্রেরনাদায়ী মন্তব্যের জন্য।
লেখাটি ভাঙল কেন বুঝলাম না ?
“তিনি ছিলেন নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ
মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়
নিজেকে রেখেছে তিনি স্বচ্ছ আয়নায়
স্হান নিয়েছ তিনি মানুষের হৃদয় আঙিনায়।”
সুরাইয়া পারভীন
ভালো থাকুন ওপারে।উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
চমৎকার উপস্থাপন
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপা আপনার
প্রেরনাদায়ী মন্তব্যের জন্য।
শুভ কামনা , ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
তিনি বিরলপ্রজ,
আমন পাওয়ার আশা রাখি না, এ সময়ে।
ভাল থাকুন তিনি যেখানে থাকুন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান, সাথে থাকার জন্য
তিনি স্বর্গবাসি হোন !
শুভ কামনা সবসময়।
কামাল উদ্দিন
এমন নির্লোভ রাজনীতিক বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে……তিন ভালো থাকুক সব সময় সেই কামনা করছি।
সুপায়ন বড়ুয়া
সহমত,
ধন্যবাদ , শুভেচ্ছা ভাইজান,
নেতার প্রয়ান দিবসে আমার সেদিনের শ্রদ্ধান্জলী
সোনেলার ব্লগে নিবেদন করলাম !
শুভ কামনা সবসময়।
“তিনি ছিলেন নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ
মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়
নিজেকে রেখেছে তিনি স্বচ্ছ আয়নায়
স্হান নিয়েছ তিনি মানুষের হৃদয় আঙিনায়।”
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।
আরজু মুক্তা
ভালো থাকুন ওপারে
সুপায়ন বড়ুয়া
সেই দোয়াই রইলো আজ
নেতার প্রয়ান দিবসে।
শুভেচ্ছা আপু, ভাল থাকুন সবসময়।
ইসিয়াক
আমার পছন্দের প্রিয় একজন।উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
উনি ছিল আম জনতার নেতা
প্রিয় সজ্জন
ভাল থাকুক বিদেহী আত্মা !
শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
তৌহিদ
তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। সৎ, যোগ্য এসব গুণে গুণান্বিত একজন রাজনৈতিক যিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমাদের রাজনীতিবিদদের জন্য একজন অনুকরণীয় মানুষ হচ্ছেন সৈয়দ আশরাফ।
সুন্দর লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
তিনি শুধু সৎ ও যোগ্য ছিলেন না
তিনি সাহসী ও নির্ভীক ছিলেন বলেই
গর্জে উঠে বলেছিলেন ,“ নাগিনী তুই ঢাকা ছাড়”
তোমার শান্ত সৌম্য চোখে দেখেছিলাম দ্রোহের আগুন
সন্ত্রাসীদের তান্ডবে যখন ক্ষত বিক্ষত হয় বাংলার প্রাণ
নাগিনীর বিষাক্ত ছোবলে জ্বলে ঢাকার ব্যাংক পাড়া
গর্জে উঠে বলেছিলে , “নাগিনী তুই বাংলা ছাড় “।
ধন্যবাদ সাথে থাকার জন্য ভাইজান
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
তিনি অত্যন্ত সৎ, নির্লোভ মানুষ ছিলেন, তিন স্বর্গেভ ভালো থাকুন, স্বর্গভয় সুক কামনা।
সুপায়ন বড়ুয়া
তিনি শুধু সৎ ও যোগ্য ছিলেন না
তিনি সাহসী ও নির্ভীক ছিলেন বলেই
গর্জে উঠে বলেছিলেন ,“ নাগিনী তুই ঢাকা ছাড়”
শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
বড় ভাল একজন মানুষ।তাঁর মত এমন ভাল মানুষ খুব কমই হয়। তাঁকে নিয়ে লেখা আপনার কবিতা সত্যিই প্রশংসার দাবী রাখে। ধন্যবাদ আপনাকে
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সৃস্টিকর্তাকে একজন
ভাল মানুষের নামে
দুকলম লিখতে পেরেছিলাম বলে।
আপনাকে ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
তার বিদেহী আত্মার প্রতি সালাম ও দোয়া রইলো।
ওপারে তিনি ভালো থাকুন, শান্তিতে থাকুন।
আপনাকেও শুভ কামনা দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সৃস্টিকর্তাকে একজন
ভাল মানুষের নামে দুকলম লিখতে পেরেছিলাম বলে
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
আপনাকে ফুলেল শুভেচ্ছা।