
সপ্তডিঙায় করে এলোরে এলো নতুন বছর ।
আবার সূর্যোদয়,সূর্যাস্তের বরন-ডালা নিয়ে।
কেউ কাঁদবে,কেউ হাসবে;
কেউবা হারাবে জীবন-সায়াহ্নে।
শীত আসবে,গ্রীষ্ম আসবে;
আসবে বসন্তের নতুন কোকিল-
শোনাতে কুহু কুহু সুরে বসন্ত-বিলাস।
সুখ আসবে, দুঃখ আসবে ;
আকাশের সপ্তর্ষিমন্ডলে আহ্নিক-
বার্ষিক গতির লুকোচুরি;
প্রকৃতিতে দিবা-রাত্রির চলছে মহা আড়ি।
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
মন-পবনের নায়ে ভাসবে স্বপ্নের সমাহার।
দোয়েল-শালিকের শীষে সুমধুর কলতান;
রংধনু পেখম মেলে নাচবে-
নীলাম্বরী আকাশে দিয়ে হেলান।
মেঘে মেঘে হবে আলাপণ;
শ্রাবন বারিধারা পাবে নিমন্ত্রণ।
কবিরা ঘটাবে কাব্যের ছন্দায়ন,
গল্পকার লিখবে রূপালী জোছনার আহ্বান।
প্রেমিক খুঁজবে উষ্ণতার চাদর ,
প্রেমিকার ঠোঁটে ভালোবাসার আদর।
কৃষানের উঠোনে ফসলের আগমন;
নবান্নের উৎসবে ভরাবে অগ্রহায়ণ।
সান্ধ্য-প্রদীপে আলোকিত আলয়;
দূর হবে জীবনের উদ্দাম প্রলয়।
আসবে প্রশান্তির আগমনী-বার্তা,
ভাঙবে সুখের মৌনতা;
ভুবন হাসবে খিলখিলিয়ে-
জরা বেদনার চির বিদায়ে।
২৭টি মন্তব্য
কামাল উদ্দিন
জীবন-তরীর ভেলায় ভেসে আগুন্তক আসুক সবার জীবনে রং নিয়ে, দূর করে দিক সকল জরা বেদনা……..শুভ নববর্ষ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ নববর্ষ
ছাইরাছ হেলাল
হৃদয়- আঙিনায় শুধু আগন্তুক এলেই হবে,
উষ্ণতার চাদর না হলেই সমস্যা নেই!
স্বাগত হে আগন্তুক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
নতুন বছর কি কি আগমনী বার্তা নিয়ে আসতে পারে, তা পড়লাম তোমার কবিতায়।
আমরা আশায় থাকব সু বাতাস এর জন্য।
সুন্দর হয়েছে লেখা,
শুভ নববর্ষ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। শুভ নববর্ষ
সুরাইয়া পারভীন
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
মন-পবনের নায়ে ভাসবে স্বপ্নের সমাহার।
চমৎকার প্রকাশ। নতুন বছরের শুভেচ্ছা দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা
সুপায়ন বড়ুয়া
সুখ দু:খের স্বপ্ন গাথায়
এলো নতুন বছর
বন্ধু আমায় খুঁজে বেড়ায়
গড়বে সুখের ঘর !
নববর্ষের শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইসিয়াক
খুব সুন্দর লাগলো দিদি ।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
কেউ হাসবে, কেউ কাঁদবে
জন্ম নিবে নতুন প্রান, কারো হবে জীবনের অবসান।
এমনই হাজারো চাওয়া-পাওয়ায়, প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে বছরের শেষদিন আবারও চলে আসবে। প্রকৃতির নিয়মে প্রাকৃতিক জীবন চলতে থাকবে নিজস্ব নিয়মে।
শুভ হোক ২০২০ খৃষ্টাব্দ,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো। শুভ নববর্ষ ২০২০
ফয়জুল মহী
অনন্য লিখনশৈলি ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন
মনির হোসেন মমি
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
নববর্ষের চমৎকার একটি কবিতা পড়লাম। শুভেচ্ছা রইল দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া
আরজু মুক্তা
শুভ হোক নববর্ষ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ হোক নববর্ষ
তৌহিদ
আরেব্বাস! লেখায়তো পুরো জীবন প্রকৃতি দেখিয়ে দিলেন দেখছি। সোনেলার সোনা ব্লগারদের লেখনি পড়লে অন্যেরা হিংসে করে তা কি জানেন?
নববর্ষের শুভেচ্ছা রইলো আপু। ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍😍। সত্যিই হিংসা করে কেউ কেউ, সবাই না। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। নববর্ষের শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
কেউ হাসবে, কেউ কাঁদবে
জন্ম নিবে নতুন প্রান, কারো হবে জীবনের অবসান।
চমৎকার লিখেছেন দিদি,
শুভ হোক ২০২০ খৃষ্টাব্দ,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো ও নববর্ষের শুভেচ্ছা রইলো
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি, ভালো থাকুন সব সময়।