
ইচ্ছেরা আকাশ ছুঁতে চায়………..
নীল আকাশ,
বেণে অভিশাপে বনবাসী অদম্য রাজকুমারের……
ছোঁয়-নি কখনও এমন নয় ।
পলাতকা সময় নিয়েছে পিছু,
লক্ষেরও অলক্ষ্যে
অত্যন্ত চুপিসারে আলেয়া হয়ে।
ব্যাপ্ত দিগন্তের সবুজ উদ্ভাসে
গোধূলিতে বুনো হাসের ফিরে যাওয়া,
পালকে রোদ-বৃষ্টি ঝড়ের ছোঁয়া
বিলীয়মান আলোয় ও অবিচলতায় স্থির।
তখনও দৃশ্যমান অদৃশ্যতায় কুহকেরা।
আলটপকা……………
গিরি পথের ছায়া পেরিয়ে,তেপান্তরের মাঠ ছুঁয়ে
সময়ের কাঁখে চড়ে, নিয়তির হৃদয় ভেদে,
পৌঁছে যাবে সবুজ প্রাসাদ মন্দিরের দেউড়িতে
পদ্মের হাটে চোখ পেতে……..
শিশুর জল বন্দুকের নিশানায় ভিজে রঙিন হয়ে।
************************************************************************************
এমনই শত শত ইচ্ছের ডানা মেলে তীব্র বেগে, অগ্রগতিতে, সময়-কালের শৃঙ্খল ছিঁড়ে, সোনেলার আকাশে সূর্যের মতো উদয় হয়েছিলেন অপ্রতিরোধ্য এক কবি। সকালের মিষ্টি রোদে, দুপুরের খরায়, বিকেলের অবসন্নতা, সান্ধ্যকালীন খুনসুটি, কিংবা নিশুতি ঘুমহীন রাত, সব অবস্থাতেই তিনি চলমান থাকেন ধূমকেতুর গতি নিয়ে। তাকে ঠ্যাকাবে! সেই সাধ্য নেই কোন আড়াল চাঁদেরও। হাসির কোলাহলে মাতিয়েছেন সোনেলা-অঙ্গন। অকৃপণ হস্তে নিজেই দিয়েছেন প্রিয় মন্তব্যকারীদের স্বীকৃতি।
তিনি কি শুধু কবিতাই লিখেছেন? উহু, তিনি গল্প লেখেন, লিখেছেন। মাঝে মধ্যে রান্নার রেসিপিও দেন। আরো দিয়েছেন কপ্পো। ( গল্প+কবিতা)।
বিশ্লেষক এর ভূমিকাতেও তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন। লেখক-পাঠকের মাঝে মেল-বন্ধনের প্রয়োজনীয়তা। এর গুরুত্ব নিয়ে উপকারী উপকরণ গুলো আমাদের জানিয়েছেন আপনজনের স্নেহ বাৎসল্যতায়। তার লেখনিতে ঋতু বৈচিত্র্য এসেছে বারবার। বৈশাখ হতে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, আর বসন্তে ঘিরে থাকে আমাদের সোনেলা ব্লগ।
যারা এতদিন ভেবেছেন, তিনি শুধু কঠিন কঠিন শব্দের খেলা করেন, তারা কিন্তু ভুলের জগতে আছেন। মনে রাখতে হবে তিনি কবি, কবি-রাজ। কবি / অ-কবিদের মহারাজ। মুকুট, সিংহাসনে তার আসক্তি নেই। তিনি লেখেন যত না নিজের জন্যে, তারও বেশি সোনেলার জন্যে। তিনি সোনেলার সুবিশাল উঠোনের শক্তিশালী ইমারত। সোনেলায় তার অবদান, তার শ্রেষ্ঠতা এবং তার বিনয়ী মনোভাব তাকে একজন আলোকিত ব্যক্তিত্বে পরিনত করেছে । আমরা তারই ছায়া, মায়ায় এখানে একটি আনন্দময় প্রাণোচ্ছল পরিবার গড়তে পেরেছি। তাকে পেয়েছি শিক্ষক, অভিভাবক, বন্ধু, সহযোগী এবং সহপাঠী রুপে।
আজ সোনেলা ব্লগ পরিবারের মুকুট হীন সম্রাট, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মহারাজ ছাইরাছ হেলাল, এর ৫০০ তম পোস্ট পূর্ণ হলো।
এই শুভ দিনে মহারাজকে জানাই অভিনন্দন ও শত শুভেচ্ছা। সব সময়ে ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। অতিশিগ্র হাজার পোস্টের সনামধন্য ব্লগার হয়ে নিজের এবং সোনেলার গৌরব হয়ে উঠুন, এই প্রত্যাশা করি।
আমার পড়া, মহারাজের সেরা একটি কবিতা। যে কবিতায় মুগ্ধতা ছড়িয়ে আছে রাশি রাশি,
চলো মিশে যাই ❤
তুমি আমি, আমি তুমি মিশে যাবো,
যখন তখন, যেখানে সেখানে, প্রবল প্রকাশে প্রকাশ্যে।
গলি-গুপচির চিপা-চাপায়-ও ;
পিছু-নে’য় সাঙ্গোপাঙ্গোদের চোখে ধুলো দিয়ে
জুতসই অদৃষ্টিগোচরতায় আঁটোসাঁটো ঘড়ি-হীন মূহুর্তে মিশি, মেশাই, মেলামিশি করি শুধুই দুজনে
তুমি কে !
আমি কে !
কে মেশাবে, কি মেশাবে, কতটুকু-ই-বা মেশাবে/ মেশাবো !!
চির-উদ্ধত-বর্ণীল প্রেম উদ্ধৃত হয় না,
মেশামেশি হবে মিলেমিশে, হয়েছিলো যেমন বাৎচিত দীর্ঘ-মান-অভিমান ছায়া উপত্যকায় ;
মিলাবে মিলিবে
পেলব-সতেজ-স্নিগ্ধ কিশোরী মুগ্ধতায়,
মিশে যাবো তোমার উত্তাল সমুদ্র-যমুনায়
যখন-তখন, মন যেমন চায়, যেভাবে চায় !!
★৩ অক্টোবর ২০১২, বুধবার থেকে শুরু। তারপর ২৩ শে মার্চ ২০১৯ শে এসে পূর্ণ করলেন ৪০০ তম লেখা! তার মত লেখকের জন্যে ছয় বছর সাত মাসে ৪০০ টি ( প্রতি বছরে প্রায় ষাট টি, মাসে ৫ টি ) লেখা দেয়া খুব বড় ব্যাপার না, ব্যাপার হলো তিনি মাত্র সাত মাসের মাথায় আরও একশত লেখা জমা করেছেন। এটা কিভাবে পারলেন এটাই আমার কাছে রহস্যময় ব্যাপার মনে হচ্ছে। কি খেয়ে, কি দিয়ে, কিসের সাথে কি মিলিয়ে তিনি এই কাজটি করেছেন, তার কাছে জানতে চাই।
৬৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
পাঁচশত পোষ্ট হয়ে গিয়েছে ছাইরাছ হেলালের!!
বাপরে!
অভিনন্দন ছাইরাছ হেলাল। সোনেলার মত একটি ছোট ব্লগে একজনের পাঁচশত পোষ্ট! কল্পনাও ছিল না এটি।
আরো মন্তব্য দেবো। আপাতত তাঁকেই অভিনন্দন দিলাম 🙂
ছাইরাছ হেলাল
আপনি/আপনারা আমারে ল্যাক্তে দেলেন্না!
তাই পাঁচকুটি ল্যাহা ল্যাক্তে পারলাম না।
আসলে লেখার হিসেব রাখি না। আরও কত শত লেখা কোথায় পড়ে আছে কে জানে!
মনের আনন্দ-বেদনায় সোনেলার সোনাদের কাছেই আসি/থাকি। মনের কথা বলি।
জিসান শা ইকরাম
কই ল্যাকতে দেইনা?
আপনি রোজ একটি করে পোস্ট দেন্না ক্যান?
আগামী পাঁচশত পোস্ট চাই পাঁচশদিনেই 🙂
ছাইরাছ হেলাল
ল্যাহা গাছে ধরে দেখা যাচ্ছে!
অনন্য অর্ণব
আলটপকা শব্দটার অর্থ জানাবেন প্লীজ। আর পরের চরণে প্রসাদ এর স্থলে প্রাসাদ হবে কি ?
ছাইরাছ হেলাল
আলটপকা……..ক্রিয়া বিশেষণ পদ/ হঠাৎ, বিনা চেষ্টায়, অপ্রত্যাশিতভাবে।
জ্বি, প্রাসাদ হবে, ভুল ছিল,
৩ অক্টোবর ২০১২, বুধবার, ০১:০১:১৭অপরাহ্ন……আমার বিশ্বাস হয় না আমি লিখেছি!
মনোযোগী পাঠক, ঘাগু লেখককে অনেক অনেক ভালোবাসা।
অনন্য অর্ণব
ছইরাছ হেলাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।
ছাইরাছ হেলাল
আমি তো আপনার পাঠক, ঠকাচ্ছেন! ইচ্ছেয় বা অনিচ্ছায়।
অনেক শুভেচ্ছা আপনাকে।
তৌহিদ
৫০০ তম পোস্ট ভাবা যায়!! অভিনন্দন জানাচ্ছি হেলাল ভাইকে। তাঁকে নিয়ে লিখতে গেলে শব্দ খুঁজে পাইনা।
সোনেলার সোনা কবিকে একরাশ শুভেচ্ছা জানাচ্ছি।
ছাইরাছ হেলাল
আপনারা আছেন বলেই না লিখতে পারি, লিখিও।
আহারে শব্দ, কৈ কৈ থাহে!
ধন্যবাদ দিলাম কিন্তু।
মনির হোসেন মমি
অভিনন্দন শুভ কামনা ৫০০ পোষ্টের মালিকানায়।
বেচে থাকুন আরো ৫০০ বছর যেন পৃথিবী কবিতার পৃথিবী হয়ে উঠে।
ছাইরাছ হেলাল
হা হা, মনির ভাই, সেই আপনি সেই যে এসেছিলেন সোনেলার মিলন মেলায়……………
আছি, থাকবো বাকি দিন গুলো এমন করে।
ভাল থাকবেন আপনি অনেক এমন করেই!
মনির হোসেন মমি
দোয়া রাখবেন এমনি যেন এক সাথে থাকতে পারি যদিও নিজেকে নিজের সায় সাংসারিক টেনসন নিয়ে পড়ে আছি তাই ইচ্ছে থাকলেও আগের মত লেখা লিখতে পারি না তবে চেষ্টা যাব আজীবন।
ছাইরাছ হেলাল
নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। বিপদ-আপদ কাটিয়ে দেবেন।
সুপায়ন বড়ুয়া
অভিনন্দন হেলাল ভাইকে !
সাথে যিনি শত উপমায়
শত উপাধী ও কৃতজ্ঞতায়
তুলে এনেছেন তাকেও !
শুভ কামনা দুজনায়
সোনেলার পথ চলায় !!!
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ দাদা।
মহারাজ তার নিজ মহিমায় সমুজ্জ্বল। শুভেচ্ছা তাকে।
আপনাকে নিয়েও লেখার অভিপ্রায় আছে। দ্রুত শততম পোস্ট দিন।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
এত এত কষ্টকে ক্লেশে এনে কী দরকার ছিল! মনে মনে, ধুর এত্ত কম কম করে কয় ক্যা?
আচ্ছা আরও মনে করে লই, কমুনে!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 😊
সাবিনা ইয়াসমিন
এতক্ষণ লাগে মনে করতে? মন থাকে কই?
ছাইরাছ হেলাল
ঐ যে মন জানে না, মনের ঠিকানা!
কামাল উদ্দিন
তিন রাজা নন, মহারাজা। মহারাজাকে এতো প্রশ্ন করাকি মানায়? আমি শুধুই অভিনন্দন জানাতে চাই, সেই সাথে আরো দ্রুত গতিতে এগিয়ে যান এমন শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
তাইতো! মহারাজকে এত প্রশ্ন করা ঠিক না, তবে আমি একটু বেশিই উৎসুক প্রজা। এই জন্যেই জানতে চেয়েছি 😀😀
ধন্যবাদ কামাল ভাই।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল শুভ কামনা আপু
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।
অনেক অনেক শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
বাপরে! এখানেই ৫০০ । এতি উতি খুঁজলে তো কুটি ছাড়াবেই। শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
অবশ্য অবশ্যই নামে বেনামে আরও লিখেছি, এখন নামেই আছি শুধু।
দোয়ায় রাখাবেন, যেন পড়তে-লিখতে পারি আপনাদের সাথে।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই দোয়া করি আপনি আমাদের সাথেই থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ,
রেহানা বীথি
কি খেয়ে, কি দিয়ে, কিসের সাথে কি মিলিয়ে তিনি এই কাজটি করেছেন, তার কাছে জানতে চাই।
আমিও জানতে প্রবল আগ্রহী।
যাইহোক, অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনাদের সাথে সাথে থেকে থেকে ই এমন কিছু সম্ভব হয়েছে।
কুড়িয়ে নিয়েছি যেথায় যা পেয়েছি মনের মত।
শিখণ্ডির মত জেগে আছি! শুরুর প্রায় কেউ নেই! হারিয়ে গিয়েছে যে যার পথে,
পথটুকু শুধু আগলে রেখেছি সাধ্যমত।
অনেক ধন্যবাদ দিলাম।
মোঃ মজিবর রহমান
কন কি পাচশত!! ওরে বাপরে!!! স্বাগতম কুবিবরকে। তাহার লেখায় তিনি এখন অপ্রতিদ্বন্দি সোনেলায়। আমিও লেখক হলে লেখতুম।
স্বাগতম ভাইজান। আরো সুন্দর সুন্দর লেখা দেন। সময়ে কুলারে পড়ব।
ছাইরাছ হেলাল
আসলে এটি কোন সংখ্যা না, এরা বানিয়েও বলতে পারে।
আমার কিন্তু বিশ্বাস হয় না। তবে ল্যাহা লেহি কিন্তু চালুই রাখুম আপনাদের সাথে নিয়ে।
মোঃ মজিবর রহমান
আল্লাহ ভরসা। আল্লাহ সহায় হোক।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, দোয়ার রেখেছেন।
সঞ্জয় মালাকার
অভিনন্দন ছাইরাছ হেলাল ভাইকে, ও অনেক অনেক শুভকাম।
ছাইরাছ হেলাল
আপনার জন্য অনেক শুভ কামনা।
শাহরিন
অনেক অভিনন্দন হেলাল ভাইকে। আপনি আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তি। আপনার ব্যাপারে বিশেষ কিছু লেখার জ্ঞান আমার নেই।
ছাইরাছ হেলাল
আগে কইবেন্না! ধার এনে দিতাম কিছু জ্ঞান!
ইশশিরে! স্বজনেরা এমন পর পর করে দিচ্ছে!
আপনিও ভাল থাকুন স-শরীরে স-মনে সারাক্ষণ।
আপনাদের অনেক ভালোবাসি।
নৃ মাসুদ রানা
অভিনন্দন ও শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা অনেক।
ইসিয়াক
অভিনন্দন ও শুভ কামনা জানবেন ছাইরাছ হেলাল ভাইয়া।
শুভসকাল ।
ছাইরাছ হেলাল
আপনিও অনেক ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
ওরে বাপরে
৫০০ শত পোস্ট
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আমার কিন্তু বিশ্বাস হয় না, এরা মিছা কথা কইতারে!
আমিও তো আরও অনেক লিখেছি!!!!!
শুভ কামনা আপনার জন্য, নিয়মিত পড়ছেন, লিখছেন।
ইঞ্জা
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রিয় কুবিরাজ ভাইজানকে, ৫০০তম পোস্ট – ওরে বাবা, ভয় পাইছি ভাইজান।
ধন্যবাদ প্রিয় আপু।
ছাইরাছ হেলাল
ভাই, আপনারে কিন্তু মিস করি, এইডা তো কইতে পারি না।
একটু উঁকিঝুঁকি দিয়েন অন্তত।
ব্যস্ততা কমে যাক, ফিরুন স্বমহিমায় আমাদের মাঝে।
ইঞ্জা
ভাইজান এমন এক জবে জয়েন করেছি যে, সকাল সন্ধ্যা ব্যস্ত থাকি, বাসায় ফেরার পর আর এনার্জি পাইনা।
ছাইরাছ হেলাল
বুঝতে পারি, তাও মন মানে না তো।
ব্যস্ততা কমে যাক, সে কামনা করি।
সৈকত দে
শুভেচ্ছা ও অভিনন্দন। নিরন্তর শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে ও। ভাল থাকুন।
নিতাই বাবু
সোনেলা উঠোনের পোস্টের গুরু যুবরাজ ছাইরাছ হেলাল দাদাকে শুভেচ্ছা। ৫০০তম পোস্টের জন্য অভিনন্দন। সাথে শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা,
সাথে ছিলেন সাথে আছেন বলেই এত এত কিছু সম্ভব হয়েছে।
ফয়জুল মহী
জনাব মহারাজা সাহিত্যই আপনার রাজ্য।
ছাইরাছ হেলাল
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
শবনম মোস্তারী
অভিনন্দন ভাইয়া।
অনেক অনেক শুভকামনা রইলো..
ছাইরাছ হেলাল
বাপ্রে! আপনার শুভেচ্ছা পেয়ে ষোল নয় আঠেরো কলা পূর্ণ হলো।
চলার পথে পাথেয় হয়ে থাকবে এই শুভেচ্ছা। অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
জিসান শা ইকরাম এবং ছাইরাছ হেলাল, তারা শুধু মাত্র একজন লেখক/ব্লগার বা ব্যাক্তি নন। তারা দুজন আমাদের ব্রান্ড। ব্লগ তৈরির প্রথম দিন থেকে এই দুজন ব্যক্তিত্ব সোনেলাকে প্রকাশ্যে এনেছেন। তাদের একজন @জিসান শা ইকরাম যিনি সোনেলার প্রতিষ্ঠাতা, তার নিরলস পরিশ্রমের ফসল সোনেলা ব্লগ। আরেকজন @ছাইরাছ হেলাল যিনি সোনেলার চালিকা শক্তি। তার আন্তরিকতায় ব্লগটি পরিনত হয়েছে ব্লগ পরিবারে। ❤❤
মহারাজ তার ৫০০তম পোস্ট পূর্ণ করেছেন, এই জন্য তাকে অভিনন্দন। এতগুলো পোস্টের লেখক হওয়া নিঃসন্দেহে একজন ব্লগারের জন্য আনন্দদায়ক ব্যাপার। তার এই সফলতায় আমরাও কোনো অংশে কম আনন্দিত নই। আমাদের ব্লগে ৫০০ তম পোস্ট এসেছে একজন ব্লগার থেকে। বাকিরাও অসংখ্য পোস্ট দিয়েছেন/ দিচ্ছেন। অনেকেই ৪০০ অতিক্রম করেছেন। মাত্র আট বছরে পদার্পণ করা ছোট একটি ব্লগে এমন অগুনতি পোস্ট ব্লগটির ধারাবাহিক সফলতার প্রমাণ করে। সোনেলা ব্লগ পরিবারের গৌরবময় অধ্যায় শুরু হলো মহারাজকে দিয়ে। খুব শিগগিরই অন্যরাও এই গৌরবের অংশ হবেন। 😊😊
একটি শুভেচ্ছা পোস্ট যতটা পুর্নাঙ্গ ভাবে দেয়া উচিৎ ছিলো আমি তেমন করে দিতে পারিনি। বিশেষ করে লিংক সংযোজনার ক্ষেত্রে অনেক লেখাই রাখতে পারিনি। একজন লেখকের ৫০০ পোস্ট হতে সেরা লেখাগুলো তুলে আনা আমার মতো অদক্ষ ব্লগারের জন্যে কেবল কঠিনই নয় দুঃসাহসিক কাজের মতোই। তবুও চেষ্টা করেছি সম্মানিত ব্লগারের আনন্দের এই দিনটিকে স্বরনে এবং স্বরনীয় করে রাখতে। আশা করছি মাননীয় মহারাজ আমার পোস্টের ভুল ত্রুটিগুলো মার্জনার দৃষ্টিতে রাখবেন। ☺☺
সময়াভাব থাকায় সবার কমেন্টের রিপ্লাই আলাদা আলাদা করে দিতে পারছিনা বলে দুঃখিত।
সোনেলা সংলিস্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
এত এত প্রশংসা শুনতে আমার ভাল লেগেছে/লাগছে, আর তা যদি আপনি করেন, তাহলে সেড়ের উপর
শোয়া-সেড়! এখন কথা হলে আনন্দ-আবেগে আপ্লুত হলে কেমন এক্সপ্রেশন দিতে হয় সেটি ত জানি না।
আগে তো ৫০০ পোস্ট লিখিনি আর কেউ এমন প্রাণদায়ী করে বলে-টলে নি। তাই কৃত্রিম একটু বিমুঢ় ভাব নিচ্ছি।
হোক না আবজাব লেখা! তাও ৫০০ পোস্টের সামনে দাঁড়াতে বুকে হিম্মত থাকতে হয়, আমি অন্তত দাঁড়াতে সাহসী হতাম না, সেই অসাধ্যটি আপনি করেছেন কী করেছেন কী পরেছেন কী পড়া সম্ভব সেটি বিবেচ্য বিষয় নয়। কৃতজ্ঞতায় বাঁধা পড়লাম বেশি করেই। যে কথা বার বলি, আমি মূলত পাঠক, ভুল করে লেখক, পাঠ আমার শক্তি সামর্থের জায়গা, লেখা-না।
কী লিখেছি কী লিখতে পেরেছি আদৌ কিছু লিখতে পেরেছি কী না তা নিয়ে ভাবিনি/ভাবিনা, লেখাদের ভালবেসে মনের আনন্দ-বেদনায় নিজেকে উজার করে দিয়েছি। এই দীর্ঘ লেখা জীবনে ইচ্ছা-অনিচ্ছায় হারিয়েছি নিজের দোষ/গুণে বহু ভালোবাসার জনকে। আজ এই দিনে সবার কাছে কৃতজ্ঞতা জানালাম। তারা সাথে ছিল/আছে এখনও দূরত্বে বা কাছে।
শিখেছি/শিখছি ক্রমাগত সবার কাছ থেকেই। সবাই যে-ভাবে আগলে রেখেছে তাতে বোধ করি আমার পাঠক-প্রাণ বেঁচে
থাকবে আরও অনেক অনেক কাল। সবাই ভাল থাকবেন, আপনিও, আপনাকে আলাদা করে আসলে বলার ভাষা নেই।
আবার বলি, কৃতজ্ঞতা জানাচ্ছি সব্বাইকে।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা এবং অভিনন্দন পোস্ট কিভাবে দিতে হয়, তা আপনার কাছে শিখতে হবে।
কত সুন্দর ভাবে ছাইরাছ হেলালের লেখার লিংক দিয়ে সাজালেন এই পোস্ট, মুগ্ধ হয়ে পড়লাম।
সোনেলা ব্লগে প্রথম পাঁচশত পোস্টের মাইলস্টোন স্পর্শ করলেন ছাইরাছ হেলাল। এর উদযাপন পোস্ট আপনি সফল ভাবেই করলেন। এমনি এমনি তো আর আপনি সোনেলা ইয়াসমিন হননি 🙂 সোনেলার হার্ট বিট আপনি ভাল ভাবেই শুনতে পান বলেই সোনেলা ইয়াসমিন আপনি।
আপনিও লিখতে থাকুন রোজ, আপনার শিক্ষা কাজে লাগিয়ে আমরাও আপনাকে এমন শুভেচ্ছা পোস্ট দিতে চাই।
এত সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শুভ কামনা রাশি রাশি 🌹🌹
ছাইরাছ হেলাল
আমরা নিয়ত শিখছি ও শিখছি, কী করে ৫০০ পোস্টের সামনে দাঁড়াতে হয়।
আমরাও লিখতে চাই আপনার সাহসে ভর করে আপনার ৫০০ পোস্টের সাফাল্য-ধ্বনি।
কথা দিচ্ছি সব লেখা পড়ে পড়ে ই লিখব যা লেখার।
সব্বাইকে শুভ কামনা আবার ও।
এস.জেড বাবু
আমার প্রিয় ব্যাক্তিত্ব, সোনেলায় তিনিই একজন, পোষ্টে যার কমেন্টের জন্য আমি অপেক্ষা করি।
শখ পূর্ণ হতো যদি কোনদিন উনার লিখা ৫০০ পোষ্ট পড়তে পারি। কর্মব্যস্ত এই জীবনে সম্ভব হবে কি না জানিনা, তবে পড়ার ইচ্ছে আছে।
অভিনন্দন প্রিয় ভাই আর সোনেলার-> “মহারাজ”
ছাইরাছ হেলাল
এই এমন সময়ে আপনাকে দেখে সত্যি আনন্দিত হচ্ছি, আমিও পাঠকদের মধ্যে সেই জন,
যে আপনার লেখা পড়ার অপেক্ষায় থাকে। পড়া হবে কী না বা পড়তে পারবেন কী না বা সম্ভব কী না তা ভাবছি না,
ভাবছি কোন এক স্বজন পড়তে চাইছে, এটাও তো অনেক পাওয়ার মত একটি আনন্দ-ক্ষণ।
শুভকামনা ও ধন্যবাদ আপনাকেই।
রুমন আশরাফ
ছাইরাছ হেলাল ভাই প্রতিটি লেখকের লেখাকে বেশ গুরুত্ব দেন। শুভকামনা রইলো। ভাইয়ের প্রতি।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ও।
রুমন আশরাফ
৫০০ পোস্ট!!! আমি অভিভূত। অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো ভাই। শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, আবার এসেছেন বিরতি নিয়ে আমাদের মাঝে।
নুতন বছরে অনেক লিখে/পড়ে আমাদের সাথে থাকবেন।
রুমন আশরাফ
ব্যস্ততার জন্য আসতে পারিনি। তবে সোনেলার প্রতি ভালবাসাকে তো আর অস্বীকার করা যায় না। ফিরে আসতেই হবে। আমিও আসলাম। ভাল থাকবেন প্রিয় হেলাল ভাই। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন সোনেলায় আমাদের সাথে।
শুভ নববর্ষ।