
স্বপ্নে-স্বপ্নে স্বপ্ন-দেখি সারারাত, ঘুম-নির্ঘুমে;
খোয়াবে ভেসে আসে না কোন গোল-গোল জলজ্যান্ত চোখ-ছবি
স্বপ্ন দেখি,
সে-বার সেই-বার চিলে কোঠায় দেখেছিলাম জোড়া প্যাঁচা
গোল-গোল চার-চোখ পলকহীনতার আলোক জ্বেলে
নির্ঘুম বসে ছিল।
ওরা কখন ঘুমোয়!!
কাজল টানা নিগূঢ় ছল-চোখ কোথায় লুকায় ঘুমের ঘোরে!
এই বোশেখের সফেদ-ঝড়ে চিলে কোঠায়
বিদ্যুতের চমক খেলে যায়,
প্যাঁচা চোখ চেয়ে চেয়ে থাকে গা ঘেঁষাঘেঁষি করে;
ক্লান্তির মহারণে সূক্ষ্ম দুঃখ বোধে, ক্ষুব্ধ কলাবতী-আর্য-চোখ
ঘুমিয়ে স্বপ্ন খোঁজে শরীরী-কালা-জ্বরে, শিশু উচ্ছলতায়
এই নববর্ষের সকালে।
২৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
শুভ নববর্ষ মহারাজ। পহেলা বৈশাখের শুভেচ্ছা ও শুভকামনা নিন 🌹🌹🌹🌹
ছাইরাছ হেলাল
আপনিও শুভেচ্ছা নিন, এ দিনের।
সাবিনা ইয়াসমিন
প্যাঁচা যখনই ঘুমাক রাতে ঘুমায় না বলেই জানি। আপনি ডাইনি পেত্নিদের ছেড়ে প্যাঁচা নিয়ে গবেষনা শুরু করলেন কবে থেকে মহারাজ !!
ছাইরাছ হেলাল
উলূক, ঊলুকীদের নিয়ে এভাবে বলতে নেই,
ডাইনিরা এ বেশেই পাহারা বসিয়েছে কী না কে জানে। আনাগোনা টের পাচ্ছি।
তৌহিদ
বাংলা নববর্ষের শুভেছা জানবেন ভাই।🌹
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।
জিসান শা ইকরাম
স্বপ্ন এসে যাবে এরপর নির্ঘুমের মাঝেই,
ক্লান্তি,সূক্ষ্ম দুঃখ বোধ চলে যাক নতুন এই বছরে, এই প্রত্যাশা।
শুভ নববর্ষ।
ছাইরাছ হেলাল
অপেক্ষা আর প্রত্যাশা নিয়েই জীবন চলমান থাকবে
এই বর্ষেও।
নিতাই বাবু
🌹বৈশাখী শুভেচ্ছা🌹
🌹আপনার নতুন বছর শুরু হোক 🌹
🌹 নতুন আলোয় 🌹নতুন আশায়🌹
🌹 শুভ নববর্ষ🌹
🌹১৪২৬ বাংলা🌹
ছাইরাছ হেলাল
শুভ নব বর্ষ আপনাকেও এই বোশেখে।
নীরা সাদীয়া
নববর্ষের কবিতা।
শুভ নববর্ষ।
ছাইরাছ হেলাল
হ্যা, নববর্ষের।
আপনাকেও শুভেচ্ছা নূতনের।
মাহমুদ আল মেহেদী
শুভ নববর্ষ।
ছাইরাছ হেলাল
আপনাকেও জানাচ্ছি শুভ নববর্ষ।
প্রহেলিকা
নববর্ষ নিয়ে কি সুন্দর কবিতা লিখে ফেললেন! আপনার তো খালি উপলক্ষ হলেই হলো।
নববর্ষের শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
কে আর এমন করে বলে!!
এবার তো উপলক্ষকেই খুঁজলাম, দেখা হলে বলে দিয়েন, খুব বে-চঈন অবস্থায় আছি।
প্রহেলিকা
পান্তাভাত নিয়ে কিন্তু একখান লেখা লিখিতে হইবে। এই কবিতায় পান্তাভাতের কথা নাই।
ছাইরাছ হেলাল
কবিদের কথা শুনতে নেই।
সাবিনা ইয়াসমিন
বৈশাখ মানে রঙ
বৈশাখ মানেই রঙ
লাল-হলুদ, হলুদ-সবুজ,সবুজ-কমলা,
সাদা জমিনের ভাঁজে ভাঁজে ঢেউ তোলা এক রঙিন নদীর উচ্ছল আলোরন।
বৈশাখ আনে রঙ
বৈশাখে আসেই রঙ
মুঠো-মুঠো রেশমী চুঁড়ির ঝিলিকে তাই
রঙের আস্তরন,
রিনি-ঝিনি কাঁচের চুঁড়িতে বাজে
শব্দ-রঙের গুঞ্জন।
বৈশাখ ছড়ায় রঙ
বৈশাখে ছড়িয়ে পড়ে রঙ
জীর্ন-সুক্ষ্ম হৃদ-দেয়ালের গভীরে আঁকে প্রানের স্পন্দন,
রঙধনু রঙে ভরিয়ে তোলে আমাদের ভুবন।
শুভ নববর্ষ ১৪২৬ 🌹🌹
ছাইরাছ হেলাল
এরপর থেকে মন্তব্য করে নীচে আমার উত্তরটিও লিখে রাখবেন, আমি শুধু কপি পেস্ট করবো!!
কোথা থেকে এগুলো জোগার করেন!!
বৈশাখ আসে রঙ নিয়ে, রঙের খেলা খেলে, হেসে হেসে,
রংধেনুর রঙ একবার ই ছড়ায়, ফিকে হতে হতে শূন্যে মিলায়।
সাবিনা ইয়াসমিন
আজ থেকে মন্তব্য করাই বন্ধ করে দিবো।
মন্তব্যের সাথে উত্তর !!
ছাইরাছ হেলাল
এ কী বানী শোনালেন, কবিতা-জি!!
দেখুন আপনার মত এত্ত সুন্দর করে লিখতে পারি না বলে, এমন করে বলতে নেই।
শিখে নেব ধীরে হলেও, একদিন ঠিকই;
ছাইরাছ হেলাল
রঙের বৈশাখ, বৈশাখের রঙ,
রঙ ছড়িয়ে আছে রঙের রঙে;
রঙধনুর দেয়ালে দেয়ালে
কাকনের রঙ গুঞ্জরণে;
উৎসব-সভায় জাগ্রত-প্রাণে
হৃদ-রঙের আলোর মিছিলে
এসো হে বৈশাখ, এসো এ হৃদয়ে
নববর্ষে।
শুভ হোক হে বর্ষ ১৪২৬।
রিতু জাহান
নববর্ষের সকালটা কেটেছে রংপুর থেকে একগাদা ওষুধ নিয়ে কুড়িগ্রাম ফিরতে।
নববর্ষেে বুঝলাম বুড়ি হইছি।
তবে আসতে যেতে ওদের উল্লাস আমার বেশ লেগেছে। মনে মনে দীর্ঘশ্বাস ছেড়েছি। এমন একটি দিন আমি কাটাতে পারিনি কখনো। এমন করে উল্লাস প্রকাশ করার সুযোগ ছিলো না। বেশি ভীড়ে বাইরে যাওয়া নিষেধ ছিলো। শুধুমাত্র ঈদে বান্ধবীদের নিয়ে বাসাতেই আড্ডা দেয়া যেতো। সিনেমা এনে দিতো ভাইয়া(দুলাভাই)। সেই ফিতে কালো ক্যাসেটের। উত্তম সূচিত্রার ছবি। আমরাও লিস্ট করতাম। সারারাত ধরে সিনেমা দেখতাম। তবু বেশ ছিলো আমার সে সব দিন।
‘ঘুমের ঘোরে ছল চোখের কোণায় এক রেখা পড়ে দেখিয়েন। মনে হয় এক অদেখা নদী যাকে খুব গভীর চোখে দেখতে হয়।
আমার মাঝে মাঝে বালিশ ভিজে যায়। বিশেষ করে বাবু কলেজে যাবার পর থেকে।
সকল হিংস্রতা ভেঙ্গেচুরে ভালো থাকুক সবাই।
শুভ নববর্ষ গুরুজি।
ছাইরাছ হেলাল
আপনি কবি/লেখক, আপনাকে বুড়ি বানায় কার এমন সাধ্য!!
আপনি একটু সময় করে আমাদের মাঝে থাকুন, ভেজা বালিশ হয়ত শুকোতে পারব না।
পাশে দাঁড়াতে পারব।
আপনাকে নূতন দিনের শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
স্বপ্ন দেখুক স্বপ্নবাজরা
স্বপ্নেই আসুক রঙ
নীল কিংবা হলদে স্বপ্ন
করুক গুঞ্জরন।
স্বপ্ন সাজুক উৎসবে
আর স্বপ্ন আনুক হাসি
বেঁচে থাকুক স্বপ্নেরা সব
স্বপ্ন নিয়েই মাতি।—-
শুভ নববর্ষ কুবিরাজ ভাই 🙏
ছাইরাছ হেলাল
স্বপ্ন, স্বপ্নে না থেকে
নেমে আসুক গুটিগুটি করে
এ ধরায়, রঙে রঙে রঙ জ্বেলে,
প্রতীক্ষার অবশেষে;
উচ্ছল আনন্দ-হাসিতে।
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
আসুক, আসুক…
ছাইরাছ হেলাল
এভাবে বললে তো ভয় পাবে!!