
তোমার কাছে বলার ছিল
মা হারানোর গল্প ,
আমার কাছে বেদনা বিঁধুর
তোমার কাছে অল্প।
আমার কষ্টে মুখ ঢাকলে
তুমি চুপটি করে হাসো,
কষ্টটুকু আমারি থাক
বল মা-কে ভালবাসো।
মা-কে আমি যখন দেখি
কাঁচ বাধানো প্রেমে ,
তখন তুমি মুচকি হাসো
মা-কে খুঁজো নামে।
মায়ের মুখে সেই হাসিটা
ফ্রেমে খুঁজে ফিরি ,
বুকটা বড়ই ফাঁকা লাগে
অন্ধকারে ঘুরি।
মা-টা আমার ছায়ার মতো
আগলে আমায় রাখে ,
যখন আমার বিপদ আসে
ডাকতে থাকি মাকে।
মা-কে আমি দেখতে থাকি
স্বপ্ন ঘোরে রাতে ,
ঘুম ভাঙলে কাঁদতে থাকি
মা-কে ফিরে পেতে।
মা-টা আমায় ফেলে গেলে
কোন অভিমানে ?
সন্ধ্যা-তারায় আজো খুঁজি
যদি দেখা মেলে।
পর জনমে ফিরে এসো
আবার সুযোগ পেলে ,
রাখব আমি মাথায় করে
মান-অভিমান ভুলে।
২৩টি মন্তব্য
মাহবুবুল আলম
মা’কে নিয়ে লেখা কবিতা ভাল লাগলো।
সুপায়ন বড়ুয়া
মনটা যখন খারাপ থাকে
মা-কে নিয়ে লিখি।
ধন্যবাদ শুভ কামনা !
ইসিয়াক
অতি মনোমুগ্ধকর। ভালো লাগা ছুঁয়ে গেলো।
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ,
ভালো থাকুন সবসময় ।
শুভ কামনা !
সুপর্ণা ফাল্গুনী
মা হারানো বেদনা ভরা বুকটায় এমন করেই কষ্ট চেপে ধরে। ধন্যবাদ দাদা মাকে নিয়ে লেখার জন্য। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি
ভাল থাকুন সবসময়
শুভ কামনা !
ছাইরাছ হেলাল
হারানো যেন এমন করেই যেন বার বার ফিরে আসে,
এই কামনাই করি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য,
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক,
শুভ কামনা।
ফয়জুল মহী
সুন্দর কথামালা ও চমৎকার উপস্থাপন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
ভালো থাকুন সবসময়
সকল মা- দের মঙল কামনা করি !
মনির হোসেন মমি
পর জনমে ফিরে এসো
আবার সুযোগ পেলে ,
রাখব আমি মাথায় করে
মান-অভিমান ভুলে।
এমনটি হলে খুব ভাল হয় ।যারা মা জীবিতবস্থায় সেবা করতে পারেননি তারা করতে পারবেন।জানি হবে না এমন তবুও আশায় বুক বাধি যদি আরেকবার মাকে পেতাম। কবিতা পড়ে আবেগী হয়ে পড়লাম। আপনার মা সহ পরকালের সকল মায়ের জন্য রইল প্রার্থণা যেখানেই তারা যেন ভাল থাকেন।
সুপায়ন বড়ুয়া
মা-কে পড়ে মনে
ভোরের কুয়াশায়
রাতের কনকনে শীতে
মাটির প্রদীপ জ্বেলে
চেয়ে থাকে পথপানে !
শুভ কামনা ! ভাল থাকুন সবসময়।
তৌহিদ
মায়ের তুলনা হয়না। মা শব্দটির ব্যাপ্তি বিশাল।লেখা পড়ে আবেগী হয়ে উঠলাম দাদাভাই। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক এটাই প্রার্থনা।
ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
যার যায় সেই জানে
মাকে হারালাম এই মাসে
স্বর্গে যান এই প্রার্থনা !
আপনার জন্য শুভ কামনা।
সুরাইয়া পারভীন
মা যেখানেই থাকুক ভালো থাকুক। চমৎকার লিখেছেন কবিতাটি।👏👏👏
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য
ও প্রেরণাদায়ী মন্তব্যের জন্য
শুভ কামনা
কামাল উদ্দিন
মাকে নিয়ে চমৎকার লিখেছেন ভাই……..শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য
ও প্রেরণাদায়ী মন্তব্যের জন্য।
শুভ কামনা
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা
সৈকত দে
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে লেখা। ভালো লেগেছে বেশ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভাশীষ সবসময়
সাবিনা ইয়াসমিন
মায়ের প্রতি ভালোবাসা কখনো শেষ হবার নয়।
মাকে চাই ইহ জনম, পর-জনমেও।
আবেগমাখা কবিতা ভালো লাগলো দাদা। 🌹🌹
সুপায়ন বড়ুয়া
মাকে পড়ে যায় মনে
এই বিজয়ের মাসে
আসছে নববর্ষে।
শুভ নববর্ষ!