আমি আজ তোমার জন্য একগুচ্ছ গোলাপ এনে রেখেছি,
তোমার চুলের খোঁপায় পড়িয়ে দেব বলে।
তাজা গোলাপের গন্ধ যদিও ছাপিয়ে যেতে পারবে না
তোমার ভালবাসার সৌরভকে।
আমি আজ তোমার জন্য বিশাল আকাশের ওই নিলীমার
একটুখানি নীল রঙ জমিয়ে আমার কাছে রেখে দিয়েছি।
তোমাকে আপাদমস্তক সেই নীল দিয়ে আবৃত করবো বলে,
যদিও তুমি আগে থেকেই নিজেকে আবৃত রেখেছ
ভালবাসার গাঢ় নীল রঙ দিয়ে।
আমি তোমার জন্য বর্ষার দিনে ঝরে যাওয়া
বৃষ্টির জল জমিয়ে রেখেছি তোমায় সিক্ত করবো বলে,
যদিও তোমার সিক্ত ভালবাসার কাছে
এই জলের পরিমাণ খুব বেশি নয়।
আমি তোমার জন্য বিস্তীর্ণ প্রকৃতি থেকে
একটুখানি সবুজ এনে রেখেছি,
সেই সবুজ দিয়ে একটা ছোট্ট ভালবাসার ঘর বানাব বলে,
শুধু তোমার জন্য। যদিও তোমার এর চেয়েও বড়
একটা ভালবাসার ঘর আছে, এর চেয়েও সবুজ রঙ দিয়ে তৈরী।
আমি তোমার জন্য আমার হৃদয় ক্ষরণ হওয়া
রক্ত থেকে একটুখানি রক্ত জমিয়ে রেখেছি,
তোমার হৃদয়কে রাঙাবো বলে। যদিও তুমি তোমার হৃদয়কে
এর চেয়েও রাঙা লাল রঙে রাঙিয়ে রেখেছ।
এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে,
চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে।
৫৬৯জন
৪৬৪জন
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালবাসা পরিপুর্ন পাক। আশা জিয়ে রাখি।
ফজলে রাব্বী সোয়েব
ভালবাসাময় জীবন হোক। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
হুম
সুরাইয়া পারভিন
এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে,চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে।
পূর্ণতা পাক ভালোবাসা। ভালো থাকুন ভালোবাসা
ফজলে রাব্বী সোয়েব
ভালবাসা পূর্ণ পৃথিবী চাই। জয় হোক ভালবাসার
সুপর্ণা ফাল্গুনী
পরিপূর্ণ হোক আপনার ভালোবাসা। শুভ কামনা
ফজলে রাব্বী সোয়েব
ভালবাসা অবিরাম। শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
চেষ্টা চালিয়ে যান
সবুরে মেওয়া ফলে।
ভালবাসার জয় হোক ।
শুভ কামনা
ফজলে রাব্বী সোয়েব
চেষ্টা সকল সফলতার মূল। জয় হোক ভালবাসার।শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আরাধ্য জনকে পরিপূর্ণ করার মাঝেই নিজের সম্পূর্নতা আসে। তার যা কিছু থাকুক তারই, আমার যা কিছু আছে তাও তার জন্যেই।
ভালো লাগলো অবিরাম ভালোবাসার নিবেদন।
শুভ কামনা 🌹🌹
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালবাসা নিরন্তর
কামাল উদ্দিন
ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করলেও মনে হয় কমই করা হয়েছে………সুন্দর ভালোবাসার কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই এমন সুন্দর মন্তব্যের জন্য
কামাল উদ্দিন
শুভেচ্ছা
রাফি আরাফাত
এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে,চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে।
অসাধারণ ভাই
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। ভালবাসা অবিরাম।
মনির হোসেন মমি
চেষ্টার কোন বিকল্প নেই। করে যান চালিয়ে যান লেখা আমরা আছি।চমৎকার অনুভুতি।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাইজান। ভালবাসা অবিরাম
জিসান শা ইকরাম
কবিতা অনেক ভাল লেগেছে ভাই।
শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। নিরন্তর ভালবাসা