মৃত্যুযাত্রা

ফজলে রাব্বী সোয়েব ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১২:০৯:৩১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

হাতছানি দিয়ে ডাকছে অশরীরী কেউ।
হয়তো ওর সঙ্গী করে নিতে চায় আমায়,
হয়তো আমার উপর ভর করতে চায় নতুন
জীবনলাভের আশায়।
আমি নিশ্চুপ হয়ে তার তামাশা দেখতে থাকি।
একটু পর পর ভোল পাল্টায় নিজের,
কখনো সুন্দরী অপ্সরী, কখনো কালো
কুচকুচে বিভৎস্য নারী সত্তা, কখনোবা
লাস্যময়ী টানাটানা চোখের কোন কুমারী মিস্টি মেয়ে,

আবার কখনোবা দূরন্তপনা থেকে সদ্য মুক্তি
পাওয়া গ্রামের সেই লাজুক বউয়ের বেশে
চলে আসে আমার চোখের ঠিক সামনে।
শ্বাস প্রশ্বাস ঘন থেকে ঘনতর হতে থাকে আমার,
হাত পা কেমন যেন নিস্তেজ হতে থাকে,
মনে হতে থাকে মৃত্যুকূপের গভীরে কেউ যেন
আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে কিংবা নিজেই
ধাবিত হয়ে যাচ্ছি অচেনা সেই পথের দিকে!
কিছু সময় পর যেন সম্বিত ফিরে পাই।
এইতো আমি বেঁচে আছি!
শ্বাসপ্রশ্বাস অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।
ভাবনার দুয়ার খুলে যায় আমার,
‘মৃত্যু’ নামক বস্তুটা কোন লিঙ্গের তা নিয়ে
উল্টোপাল্টা ভাবতে থাকি।
এভাবেই ভাবতে ভাবতে ভাবতে ভাবতে…..
ঢলে পড়ব একসময়, মৃত্যুর কাছেই।
অবসান হবে এক দিগভ্রান্ত জীবনের!

৭৪৩জন ৬৫৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ