
শীত!
কথা বলো এবারে, চোখে চোখ রেখে/
চোখে তাকিয়ে থেকে, এই যে নিয়ে এলে গহীনের শীত-সাইবেরিয়াতে
টেনে টেনে/টেনে হিঁচড়ে, ভালোবাসা-বাসির কথার ফাঁদে ফেলে;
শীত!
ঝটকা মেড়ে কনুই চালিয়ে বা ঐ চোরা-চোখে নখ ফুটিয়ে
পালাতে চেয়েও পালাতে পারিনি/পারিনা, কুহকের বেশে
পথ আগলে দাঁড়াও গায়ে গা ঘেঁষে ঘেঁষে, তীব্র শীতে চুবিয়ে/ডুবিয়ে
ক্রমাগত চিন-চিনে যন্ত্রণার স্রোত জিইয়ে রাখো!
কিংশুক বনের একটুখানি আগুনে আগুন-ছোঁয়া দেবে বলে বলে।
শীত!
ডাইনি তুমি, রক্ত ঠোঁট পেরিয়ে ঐ যে সরু দাঁত দেখা যাচ্ছে,
বুকে জড়ানো এক শীত-ডাইনি আগুনে-ভালবাসার কথা নাকি
ভাবতে বসেছে! ব্যুহচক্র ভেদ করে!
ছবি………নেটের।
৪০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এতো রাতে পোস্ট!!
ক্যামনে কি করলেন কিছুইতো বুঝলাম না!!
যাইহোক, আমিই প্রথম,
গিফট রেডি রাইখেন, ইনশাআল্লাহ সকালে কমেন্ট সহ হাজিরা দিবো।
শুভ মাঝ/ শেষ রাত।
ছাইরাছ হেলাল
না, ইয়ে মানে দেখাদেখি, দেখি তো, তাই সামান্য ট্রাই করলাম,
রাতে ক্যামনে লেখে!
জ্বি জ্বি, অবশ্যই গিফট হবে, ২৪ঘণ্টা তো শেষ হয়নি!
অপেক্ষার ঝাঁপি তৈরি থাকলো!
ভেবে রেখেছিলাম
সাঁতরে যাবো শীত-নদী, ডুব সাঁতারে,
বৃথা গেল সে সব ভাবনা;……………..!
সাবিনা ইয়াসমিন
২৪ ঘন্টা শেষ। কই আমার গিফট?
ছাইরাছ হেলাল
মনে তো করিয়ে দিলেন না!
ভুলো মন বলে কথা!
মোঃ মজিবর রহমান
আহ! শীত! আর পারছিনা। শীতের মৌসুমে এই কলি বয়সে ভালই চাংগা আছেন বুঝছি। ৩৫ টাকাই কিনলেন আমারে পাঠায়্র দেন। কুরি টাকা আমি দেবক্ষন।
এত ষিতের শব্দ। আহ!
ছাইরাছ হেলাল
সবই দয়াবানের একান্ত কৃপা, সত্তুর বছরেও কাবু হইনি।
ধুর, আপনি পুরো ৩৫ দিয়েই নিয়ে নিন! যা শীত!
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ শীত! শীত!! শীত!!!!
ছাইরাছ হেলাল
সত্যি-ই তাই, শীত আর শীত।
সুরাইয়া পারভিন
এই যে নিয়ে এলে গহীনের শীত-সাইবেরিয়াতে
টেনে টেনে/টেনে হিঁচড়ে, ভালোবাসা-বাসির কথার ফাঁদে ফেলে
সত্যিই যেনো সাইবেরিয়াতে অবস্থান করছি। খারাপ না মোটামুটি ভালোই লাগছে
ছাইরাছ হেলাল
আপনাকে তো বীর মনে হচ্ছে, এই প্রবল শীতেও।
ধন্যবাদ।
ইসিয়াক
শূভেচ্ছা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক শুভেচ্ছা।
তৌহিদ
মহারাজ শীত আমার কাছে ভীষণ প্রিয়। যতই ঠক ঠক কাঁপুনি আসুক। তবে এটা সত্যি এই তীব্র শীতে খেটেখাওয়া মানুষের বিপর্যস্ত জীবনযাপন তাদের কাছে শীত আসলেই ডাইনীসম রুপ।
ছাইরাছ হেলাল
দেখুন, প্রান্তিক মানুষের কাছে প্রকৃতি সব সময়-ই ভয়াবহ।
শুধু তারাই না, বয়স্ক ও রোগগ্রস্তদের কথাই বা ভুলি কী করে!
আপনার তো প্রিয় হবার ই কথা!
আপনার শীতের লেখা দিচ্ছেন না কেন?
তৌহিদ
আজ দিলাম, নিপাহ ভাইরাস নিয়ে সচেতনতামূলক লেখা।
ছাইরাছ হেলাল
এতে হবে না,
সুপায়ন বড়ুয়া
রাত জেগে বসে বসে
বন্ধু আমার লেখে
হাড় কাঁপানো শীতটা নামে
ঘুম চোখে দেখে !
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বাহ্ সুন্দর মন্তব্য।
রাতে লিখি-না (প্রকাশ করি না), লিখলাম এবার।
জিসান শা ইকরাম
শীত যদি গায়ে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থাকে, তবে তা আগুনের চেয়েও গরম মনে হবে।
সাইবেরিয়ার শীতও তখন উষ্ণ মনে হবে।
ছাইরাছ হেলাল
আপনাকে তো শীত বিশেষজ্ঞ মনে হচ্ছে।
নুরহোসেন
নীলফামারীতে প্রচুর শীত,
ঢাকাকে মিস করছি।
ছাইরাছ হেলাল
শীত অচিরেই কমে যাবে, চিন্তা নেই।
ধন্যবাদ।
নুরহোসেন
শীত/ঠান্ডা কমে যাক, বস্ত্রবহন ভাল্লাগেনা।
ছাইরাছ হেলাল
বস্ত্র বহনের ঝক্কিটুকু শীত এলে মেনে নিতেই হয়, আমরা তা মানিও।
প্রদীপ চক্রবর্তী
শীত শরীরে দারুণ অনুভব দাদা
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
রেহানা বীথি
শীত মহান। শীত এসেছে বলেই না এত সুন্দর কবিতাখানা পড়তে পারলাম!
ছাইরাছ হেলাল
আপনি সব সময়-ই খুব সুন্দর করে প্রশংসা করেন।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, এসব কিন্তু ঠিক হচ্ছে না।
শীতকে তাড়ানোর ব্যাবস্থা না করে আপনি তাকে ক্ষেপিয়ে দিচ্ছেন। মটকা মারা শীত আর ভাল্লাগেনা…
ছাইরাছ হেলাল
আরে! আপনি-ই তো শীতের কথা মনে করিয়েছে।
‘হয়তো এমনই এক শীত-বিকেলে
স্মৃতির খসড়ায় জ্বলজ্বলে হয়ে উঠবে
অগোছালো প্রণয় মুহূর্ত গুলো,’
এখন তো এমন বললে হবে না। শীত যখন ডেকে এনেছেন তখন তাকে তো তাড়িয়ে দেয়া যাবে না/যাচ্ছে না।
শাহরিন
শীতকে আর ক্ষেপায়েন না। পরে কিন্তু হজম করতে পারবেন না।
ছাইরাছ হেলাল
বলেন কী! শীত কে ক্ষেপিয়ে কী শেষে পাতকী হবো!
আমি তো শীতের সাথে ভাব করে-ই প্রাণ বাঁচাতে চাই।
কামাল উদ্দিন
মধ্য রাতের প্রচন্ড শীতে পোষ্ট দিয়েছেন বলেই তো আপনি সাইবেরিয়ার শীতের দেখা পেয়ে গেছেন। আমি তখন উষ্ণ কম্বলের নিচে নাক ঢাকাই………..শুভ শীতের সকাল।
ছাইরাছ হেলাল
হা হা দারুন বলেছেন, তবে আপনাকে চুপি চুপি একটি গোপন কথা বলি,
রাতে প্রকাশ করেছি (লিখিনি) তা ঠিক, তবে আমার অবস্থানে শীত নিরোধক ব্যবস্থাদি বিদ্যমান।
ধন্যবাদ দিলাম।
কামাল উদ্দিন
আমিও আপনার ধন্যবাদটা নিয়ে গেলাম ভাই
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
বাহ্! শীত শীত বলছে সবাই, আহা কি আনন্দ ।
ছাইরাছ হেলাল
অবশ্যই আনন্দের শীত সহ্য করতে পারলে।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদাশুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।