ফিরে এসো বাঁচি আবার একসাথে

নূর হোসেন ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:১৫:৫১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

উৎসর্গঃ ‘দিলরুবা নার্গিস (কৃষ্ণকলি) যার সাথে জুটি বেঁধে গলায় গলা মিলিয়ে জীবনের ৩৮টি কনসার্টে সুনাম কুড়িয়েছি’

কৃষ্ণকলি,
এখন তুমি ষোল বছরের কিশোরী নও,
তেইশ বছরে সদ্য বিধবা নারী;
কি আজব ইচ্ছা বিধাতার!
কেড়ে নিলো তোমার-
হাটা চলার ছন্দ, প্রিয় অলংকার,
জমিয়ে দিলো চোখে চিন্তার কালি;
জীবনটা এমন কেন?
শান্ত নদীর বুকে চোরাবালি।

ভাগ্য দুঃখীর সাথে করে উপহাস
বেঁচে থেকে আমিও আজ তুমিহীনা লাশ,
কোন কালে মন ভুলে করেছি কি পাপ
তুমি হলে অন্যের,
মনে পরিতাপ।

কুক্ষনে জড়িয়ে ছিলাম তোমার সাথে,
কয়েক বছর বা কিছু দিন;
পাহাড়সম চাওয়া পাওয়ায় জমছে কিছু ঋণ,
পাওনা ঋণের ছলে এসে ফিরে নিভৃতে
ভুলে যাও সব ক্লেশ মোহ পিছু টান,
গলা ছেড়ে গাই চলো সব হারানোর গান।

৫৫৩জন ৪৫২জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ