স্রোতের টানে নদীর পানিতে থাকা ঐ শেওলার মত ভাসতে ভাসতে একদিন ঠিকই কোনো এক ডাঙ্গায় গিয়ে আছড়ে পরব।হালকা পলির আলতো ছোয়ায় শিকড় গজিয়ে বসতি গড়বো।একদিন সেই বসতি হাজারো ফোটা শেওলা ফুলে পূর্ণতা পাবে।অপরূপ সৌন্দর্যের মহিমায় নজর কাড়বে অনেকের।সেদিন হয়তো কোনো বনমালি পেটের দায়ে ফুল সংগ্রহ করে তা বিক্রির জন্য নিয়ে যাবে। হয়তো সেদিন তুমি ক্রেতার বেশে ফুল কিনে নিজেকে সাজাতে তা তোমার খোঁপায় দিবে। আমি হলফ করে বলতে পারি আর সেদিনই আমার স্বর্গপ্রাপ্তি হবে….
____বেওয়ারিশ ভালোবাসা (সৈকত দে)
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ভাইয়া
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ
রেহানা বীথি
ভালো লাগলো ।
সৈকত দে
চেষ্টা করি ভালো কিছু লেখার
কামাল উদ্দিন
আশা নিয়ে মানুষের বেঁচে থাকা, সুন্দর আশা জাগানিয়া কবিতায় ভালোলাগা, আমি বলবো এটা একটা কবিতাই।
অবশ্য কবিতাকেই সব থেকে কম বুঝি…………
সৈকত দে
আমার এরূপ অসংখ্য লেখা ডায়েরিতে পড়ে আছে।জানিনা এটা কি? তবে বলতে পারি মনের ভাব প্রকাশের চেষ্টা মাত্র।
কামাল উদ্দিন
এমন ভাবগুলো ব্লগে প্রকাশিত হতে থাকুক
সুরাইয়া পারভিন
চমৎকার প্রকাশ
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ
মনির হোসেন মমি
আবৃত্তি করলে চমৎকার হবে।দারুণ। শুভ কামনা। 🌷🌷
সৈকত দে
অসংখ্য ধন্যবা। ভালোবাসা ও সহযোগিতাকা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা ও সহযোগিতা কাম্য।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
লেখাটি আমি কবিতার মতোই পড়লাম, ভালো লিখেছেন। আরও লিখুন। অন্যদের লেখাতেও কমেন্ট দিয়ে সবার সাথে বন্ধুত্ব গড়ে তুলুন।
শুভ কামনা 🌹🌹
সৈকত দে
আপনার প্রতি চিরকৃতজ্ঞ। দোয়া ও সহযোগিতা কাম্য।
আরজু মুক্তা
বাহবা। আমি তো আপনার ভক্ত হয়ে গেলাম।
বানানটা খোঁপায় হবে। সম্পাদনা করুন।
শুভকামনা
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। আমি গতকালই প্রথম লিখেছি। এখনো অনেক কিছুই অজানা। যথা সম্ভব চেষ্টা করি ভুল না হওয়ার জন্য। তার পরেও ধরিয়ে দেওয়ার জন্য চিরকৃতজ্ঞ।ভুল হলে ফুলের দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে, লিখুন নিয়ম করে ও পড়ুন মন দিয়ে।
আমরা আপনার পাশেই থাকি।
বেওয়ারিশ ভালবাসায় স্বর্গ প্রাপ্তির আশা আমরা করতেই পারি।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। সার্বিক সহযোগিতা ও ভালোবাসা কাম্য।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপনাকে,
স্বর্গপ্রাপ্তির উপায়টা ভালোই বললেন।
ভাল হয়েছে লেখা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। দোয়া ও সহযোগিতা কাম্য।