বেওয়ারিশ ভালোবাসা

সৈকত দে ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৬:৪৩:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

স্রোতের টানে নদীর পানিতে থাকা ঐ শেওলার মত ভাসতে ভাসতে একদিন ঠিকই কোনো এক ডাঙ্গায় গিয়ে আছড়ে পরব।হালকা পলির আলতো ছোয়ায় শিকড় গজিয়ে বসতি গড়বো।একদিন সেই বসতি হাজারো ফোটা শেওলা ফুলে পূর্ণতা পাবে।অপরূপ সৌন্দর্যের মহিমায় নজর কাড়বে অনেকের।সেদিন হয়তো কোনো বনমালি পেটের দায়ে ফুল সংগ্রহ করে তা বিক্রির জন্য নিয়ে যাবে। হয়তো সেদিন তুমি ক্রেতার বেশে ফুল কিনে নিজেকে সাজাতে তা তোমার খোঁপায় দিবে। আমি হলফ করে বলতে পারি আর সেদিনই আমার স্বর্গপ্রাপ্তি হবে….
____বেওয়ারিশ ভালোবাসা (সৈকত দে)

৭৭৬জন ৬০৬জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ