
আজো হামিদুর,মতিউর,মুন্সি রউফের আত্নারা
ডুকরে কেঁদে মরে।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত আহাজারি করে বারেবারে।
আজো বাতাসে লক্ষ লক্ষ মা-বোনদের
আত্নচিৎকারে কেঁপে উঠে,
এদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা
নরপিশাচদের অট্টহাসির ফোয়ারা।
আজো এখানে সেখানে লাশের অর্ধগলিত দূর্গন্ধ নাকে এসে ছুঁয়ে যায়।
অলিতে-গলিতে হায়নার দল ওৎ পেতে থাকে,
শিশু-কিশোরী-নারীর নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে।
আজো মন্দিরে ধূপের বদলে সাম্প্রদায়িকতার অনলের ধোঁয়া দৃশ্যমান হয়।
কিশোরীর খোঁপায় গোঁজা ফুল আজো পিচঢালা,
মেঠোপথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামার্ত পুরুষের ছোবলে।
আজো আবাল-বৃদ্ধবণিতা নৃশংস হত্যাকাণ্ডের
শিকার হয় রক্ত পিপাসু মানবের করালে।
স্বাধীনতার খোলসে মোড়ানো দেশমাতৃকা,
মা-বোনেরা পরাধীনতার শিকল পায়ে অর্ধমৃত লাশে পরিনত।
আজো রাজাকারের হুঙ্কারে কম্পিত,
ভীত দেশের আপামর জনতা।
আজো খুনীর রক্তে বিশ্বাসঘাতকতার গন্ধ বহমান।
হাজারো তরুণ-তরুণীর স্বপ্ন অঙ্কুরেই নিঃশেষিত, নিপীড়িত।
আজো শিক্ষাঙ্গন রক্তাক্ত হয় রাজনীতি,
গণতন্ত্র,বাক-স্বাধীনতার প্রহসনে।
রাস্তার নাম না জানা পাগলী ধর্ষিত হয়ে
নতুন জীবনের অঙ্কুরোদগম ঘটায়।
আজো হাজার হাজার অবৈধ নবজাতক
ডাস্টবিন,খালে-বিলে পরিচয়হীনতায় কেঁদে মরে।
যে স্বাধীনতার জন্য ,একখন্ড জমির জন্য,
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ,
লক্ষ লক্ষ শহীদের লাশের মিছিল,
লক্ষ মা-বোনদের সতীত্ব হারানো;
সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার লক্ষ্য ধরে রাখতে পারলাম কি?
২৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন। স্বাধীন হয়েও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আজো বাঙালি জাতি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য
কামাল উদ্দিন
স্বাধীন হলেই এসবের বিনাস হয়না। এসব বন্ধ করতে হলে লাগে মানবতা, সেটা আমাদের অনেকের মাঝেই আজ অনুপস্থিত। মন্দিরে ধূপের বদলে সাম্প্রদায়িকতার অনলের ধোঁয়া দৃশ্যমান হয়, অনান্য ধর্মগুরুরাই নিজেদের সেরা বলে মানবতাকে ধুলায় লুন্ঠিত করে। মানবতার ঝান্ডা যদি সবার উপড়ে উড়ানো যায় তাহলে এসব বন্ধ হয়ে যাবে……….প্রতিবাদী কন্ঠস্বরে স্যালুট।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে মন্তব্য করার জন্য
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু
প্রদীপ চক্রবর্তী
যে স্বাধীনতার জন্য ,একখন্ড জমির জন্য,একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, লক্ষ লক্ষ শহীদের লাশের মিছিল, লক্ষ মা-বোনদের সতীত্ব হারানো; সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার লক্ষ্য ধরে রাখতে পারলাম কি?
পুরোপুরিভাবে আমরা ধরে রাখতে পারিনি।
আমরা স্বাধীন হয়েছি ঠিক কিন্তু আমাদের স্বাধীনতার স্মৃতি ও শহীদের রক্তের প্রতি যথাযোগ্য
শ্রদ্ধা করতে পারি নি এখনো।
..
সুন্দর লেখনী দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
ছাইরাছ হেলাল
আমাদের অনেক ত্যাগ কুহকের ডামাডোলে হারিয়ে যেতে বসেছে।
তবুও আশায় বুক বাঁধি।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া
ইসিয়াক
আমরা স্বাধীন হয়েও অদৃশ্য পরাধীনতার শৃঙ্খলে বন্দী ।
তবু কাঙ্খিত স্বাধীনতার আশায় বুক বাঁধি। প্রতিবাদী লেখায় ভালো লাগা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
রেহানা বীথি
অনেক সুন্দর লিখলেন। স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি আজও। অদ্ভুত হলেও সত্যি, আজও এই স্বাধীনতা ষড়যন্ত্রের শিকার।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। একদম সত্যি বলেছেন
মনির হোসেন মমি
কেবলি এক খন্ড জমি অনেকের আবার তাও নেই। দারুণ অনুভুতি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
সাবিনা ইয়াসমিন
দেশ স্বাধীনতা লাভ করেছে, সাম্প্রদায়িক স্বাধীনতা আনতে হয়ত আরও সময় লাগবে। এমন প্রতিবাদ গুলোই একদিন প্রতিরোধ গড়ে তুলবে সকল অন্যায়ের বিরুদ্ধে।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য আমাকে।
আরজু মুক্তা
পরাধীনতার শৃঙ্খল কেটে আবারও নতুন সূর্য় উঠুক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে
সঞ্জয় মালাকার
স্বাধীন হয়েও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আজো বাঙালি জাতি চমৎকার লিখেছেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
ইঞ্জা
আজো হামিদুর,মতিউর,মুন্সি রউফের আত্নারা ডুকরে কেঁদে মরে।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত আহাজারি করে বারেবারে।
আজো বাতাসে লক্ষ লক্ষ মা-বোনদের আত্নচিৎকারে কেঁপে উঠে,
এদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নরপিশাচদের অট্টহাসির ফোয়ারা।
আজো এখানে সেখানে লাশের অর্ধগলিত দূর্গন্ধ নাকে এসে ছুঁয়ে যায়।
বিমুগ্ধতা রইলো
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও শুভেচ্ছা
জিসান শা ইকরাম
দেশ স্বাধীন হয়েছে আক্ষরিক অর্থে,
কিন্তু স্বাধীনতার স্বপ্ন আজ ধুলায় মিসে যায় অনেক ক্ষেত্রে।
লেখা ভালো হয়েছে খুব।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই