মনুষ্য বন্দি

মোঃ মজিবর রহমান ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৪:২২:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

মানবতা বন্দি।
বন্দি বন্দি সততা বন্দি
দলকানা মানুষ আজ সন্ধি
যেথা আন্দোলন দলে বন্দি
মানুষের মুক্তি সেথা কুন্তি।

 

 

সততা আজ নিজ ঘরে বন্দি
ন্যায়নীতি সেথায় ফন্দিতেই বন্দি
ঘুষ দুর্নীতি ঘরে হলে সন্ধি
বাহিরে হলে গলায় আওয়াজ উর্ধ্বমুখী।

 

ব্যবসায় উন্নতি !
ভ্যাট দে, ঘুষ দে
নইলে ব্যাবসা বন দে।

 

ব্যবসায় উন্নতি!
ট্যাক্স দে, ঘুষ দে
নইলে ব্যবসা বন দে।

 

কর্মী গুলো দলকানা
নেতানেত্রী স্বার্থ দানা
রাতকানা জনতা বহুরূপী দলকানা
মানুষের মুক্তি সেথা কুন্তি।

১১৮৪জন ১০১৩জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ