
মানবতা বন্দি।
বন্দি বন্দি সততা বন্দি
দলকানা মানুষ আজ সন্ধি
যেথা আন্দোলন দলে বন্দি
মানুষের মুক্তি সেথা কুন্তি।
সততা আজ নিজ ঘরে বন্দি
ন্যায়নীতি সেথায় ফন্দিতেই বন্দি
ঘুষ দুর্নীতি ঘরে হলে সন্ধি
বাহিরে হলে গলায় আওয়াজ উর্ধ্বমুখী।
ব্যবসায় উন্নতি !
ভ্যাট দে, ঘুষ দে
নইলে ব্যাবসা বন দে।
ব্যবসায় উন্নতি!
ট্যাক্স দে, ঘুষ দে
নইলে ব্যবসা বন দে।
কর্মী গুলো দলকানা
নেতানেত্রী স্বার্থ দানা
রাতকানা জনতা বহুরূপী দলকানা
মানুষের মুক্তি সেথা কুন্তি।
২৯টি মন্তব্য
তৌহিদ
কোন কিছুতেই আর সহজতা নেই, মানুষের কাজকর্ম, ব্যবসাবাণিজ্য সব কিছু এখন দুর্বিষহ হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে জনসাধারণের উপর। দ্রব্যমূল্যেরর উর্ধ্বগতি, জীবনযাত্রা সব কিছুতেই নাভিশ্বাস উঠছে ভাই।
মোঃ মজিবর রহমান
দেশের সরকারি আমলা আর রাজনিতির ব্যাবহার খুব খারাপ। এরা গাছের টাও খায় আবার নিজের টাও খাই পরিশেষে কিছুই অবশিস্ট থাকে। এখন এই অবস্থা।
ছাইরাছ হেলাল
আপনি দেখছি বিদ্রোহী হয়ে আছেন!
মোঃ মজিবর রহমান
না ভাইজান আমরা এখন বিড়ালের ন্যায় বউ বাচ্চার খোজ রাখি মা মাটি দেশের ভাল বাসি।
মোঃ মজিবর রহমান
বিদ্রহী হতে পারলাম কঠায় ভাইজান। আমরা তো এখন স্বারত্থবাদি মানুষ তা না হলে প্রতিবাদ চলত।
সুপর্ণা ফাল্গুনী
বিদ্রোহী কবি!! ভালো লেগেছে
মোঃ মজিবর রহমান
ভাল লাগাল জন্য খুশি হলাম
নুর হোসেন
“বড় লোকদের রাস্তায় হাটতেও ভয় লাগে যদি গাড়ী চাপা দেয়,,
দেশটা গাড়ীর চাপার উপ্রেই চলছে যদি কিছু বলি তাদের বিরুদ্ধে ক্রোধে গলা কেটে দেয়;
তাই আর বলা হয়না।
বিদ্রোহী কাব্য বিদ্রোহী অনুপ্রেরণা সফল হোক।
মোঃ মজিবর রহমান
হ্যা ভাই দেশটা আজ দাপুটে আমলা আর রাজনিতির টএপে পরে ধ্বংস্ব।
নীরা সাদীয়া
বর্তমানকালের সময়টাকে একটি ফ্রেমে বন্দী করে তুলে আনলেন সূক্ষ্মভাবে৷
মোঃ মজিবর রহমান
দ্গন্যবাদ পড়ার জন্য আপু।
জিসান শা ইকরাম
লেখায় বাস্তবতার ছায়া দেখা যাচ্ছে,
ভাল লেগেছে।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ভাইয়া আমি পুর্বে যেখানে চাজরি করতাম ভ্যাট জমা ৩০ হলে ঘুষ দিতে হুত ৪০ বা ৫০ কোম্পানি যখন ২ বা ৩ মাস পর পর ভ্যাট চালান দিতে ব্যার্থ তখন তাদের সাচ্চা জবাব কারখানা বন্দ করুন। নইল মাসিক জমা দেন। কিন্তু এই রকম হাজার প্রতিসঠান আছে যেখানে লাখ লাখ মানুষএর আহার যোগায় আর তারা মাসিক জমা না হলে বন্ধ করতে বলে। এই আমার দেশে এই আমার দ্বশের শাসন ব্যাবস্থা।
শিরিন হক
বর্তমানে প্রেক্ষাপটের সামিয়ানা সরিয়ে সম্মুখে তুলে ধরতে পারাটাই এক মুনশিয়ানা। আপনি চমৎকার মুনশিয়ানা দেখালেন লেখায়।
মোঃ মজিবর রহমান
জানিনা কতটুকু পেরেছি আপু। চেস্টা করেছি। ধন্যবাদ আপু। সাহস যোগানর জন্য।
এস.জেড বাবু
ধীরে ধীরে দুইটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানবতা
শোষক/ শোষিত
প্রতিকার নেই/ হবে না।
ভাল লিখেছেন।
মোঃ মজিবর রহমান
একেবার সত্য বলেছেন কিন্তু বাস্তব কি বাবু ভাই এটাই হিইত চির সত্য। আর এই নিয়েই প্রিথিবির শুরু থেকে এখন এইভাবেই চলছে কখন বেশি কখম এই যা।
এস.জেড বাবু
জ্বী ভাই
অনেক ভাল থাকবেন আপনি।
কামাল উদ্দিন
একেবারেই সত্য উচ্চারণ গুলোর ছান্দিক রূপ দিলেন, সত্যিই এই দলকানা আর ভ্যাটফ্যাটে আমরা যারা ছোটখাট ব্যবসা বাণিজ্য করি তাদের খুবই ভুগতে হয়………শুভ কামনা জানিয়ে গেলাম ভাইজান।
মোঃ মজিবর রহমান
ছোট ব্যাবসায়াদের ব্যাবসা করা খুব কঠিন কৃসকের মত গলার টুটি চেপে ধরে।
কামাল উদ্দিন
হুমম
কামাল উদ্দিন
.……………ছোট ব্যবসায়ীরা এই জায়টায়ই মাইর খেয়ে আরো ছোট হচ্ছে, আর বড়রা পেয়াজ লবনের সিন্ডিকেটে সব লুটে নিচ্ছে।
মোঃ মজিবর রহমান
হ্যা সত্য কামাল ভাই
মাহবুবুল আলম
লেখায় বাস্তবচিত্র ফুটে উঠেছে। শুভেচ্ছা জানবেন!
মোঃ মজিবর রহমান
আপনার শুভেচ্ছা আমার পাথেয়।
সঞ্জয় মালাকার
ধীরে ধীরে দুইটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানবতা।
সততা আজ নিজ ঘরে বন্দি
ন্যায়নীতি সেথায় ফন্দিতেই বন্দি
ঘুষ দুর্নীতি ঘরে হলে সন্ধি
বাহিরে হলে গলায় আওয়াজ উর্ধ্বমুখী।
চমৎকার উপলব্ধি দাদা।
খুব ভালো লিখেছেন আপনি।
মোঃ মজিবর রহমান
দাদাভাই উপলদ্ধি করতে পারার জন্য ধন্যবাদ।
মোহাম্মদ দিদার
কর্মী গুলো দলকানা
নেতানেত্রী স্বার্থ দানা
রাতকানা জনতা বহুরূপী দলকানা
মানুষের মুক্তি সেথা কুন্তি।
কারেক্ট বলেছেন প্রিয়জী
মোঃ মজিবর রহমান
তাই। দিদার ভাই। ধন্যবাদ আপনাকে।