যাবো তোর সাথে

এস.জেড বাবু ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ০৮:৪৪:১৪অপরাহ্ন কবিতা ৩৯ মন্তব্য

চল যাবো সখি
যাবো তোর সাথে
এ গাঁয়ের মেঠো পথে,
দুপাশে ছড়ানো সরিষা ফুল
ছুঁয়ে যাবো দুই হাতে ॥

কিছু ফুল তুলে
গাঁথব মালা
কিছু ফুল ছড়াবো পথে,
হাত ধরে দুজন , হাঁটবো কিছুক্ষন
হলদেটে বিছানাতে ॥

হেলে দুলে ডাকে
মৃদূ ইশারাতে
হেসে খেলে মটর শূটি,
মধ্যখানে বসে, তোর আঁচলে
তুলে নিব অল্প ক’টি ॥

মুশুড়ি জমিটা
সাদায় ভরেছে
নেমেছে বলাকার হাট
মিস্টি রংয়ে তুই, সাদা পাঞ্জাবীতে আমি
পরিপূর্ণ রঙ্গিন মাঠ ॥

দলছুট দুটি
রাজহাঁস যদি
তেড়ে আসে তোর কাছে,
তোর চোখে ভয়, নতুন কিছু নয়
হাসবো তোর চোখ পিছে ॥

আইলের পাশে
লাগে যদি কাঁদা
তোর রূপালী নুপুরের পাশে,
মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো
পদ্ম যে জলে ভাসে ॥

ফিরবো ঘরে
সন্ধ্যা পরে
যখন রক্তিম সাঁজে দিগন্ত,
তুই আর আমি, সবুজ আর পাখি
পূর্ণতায় হবে বসন্ত ॥

-০-

ছবিঃ নেট দুনিয়া

১৫৫৪জন ১৩৫৬জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ