রিমিক্স বৌদী

এস.জেড বাবু ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৩৮:২৮অপরাহ্ন সমসাময়িক ৩৭ মন্তব্য

মাগো দেখে যাও
আমার বৌ-দীর রিমিক্স বাঙ্গালীয়ানা।
রং চায়ে খেলে সূর্য্য কিরন,
সাড়ে আটটায় নিদ্রা পতন,
সব্জি শশার বস্ত্র হরন!
সাড়ে ন’ টা, বৌদী আমার-
স্নানাগারটা তবু ছাড়লো না-।

দাদা জীবন যুদ্ধে যাবে,
মাথা নুইয়ে হিসেব কষবে,
ভাতিজাটার স্কুলের সময়-
টিফিনটা রেডি হলোনা।
ওগো শুনছো বৌ-দী
বড়দা আমার ডিম ভাজবে,
নুনের ডিব্বা পাচ্ছে না____।

পেয়াজে কেমন উটকো গন্ধ
হাতের ইজ্জত থাকে না,
আলু কাটলে ভিষন বিপদ
নখের কালো মুছে না,
ডাল ভাতটা বৌদী রাধবে
সব্জী ভাজবে ময়না,
কি আর করা এতো বছরেও
কিচেনে টিভি হলো না।
সিরিয়ালটার সময় গড়ালো
চলবে না কোন বাহানা,
জলশা টিভির আপুদের দেখ
ওরা কি রান্না করে না ?
বছর গড়ালো একদিন ও ওরা
খুলেনি গায়ের গহনা,
মা গো দেখে যাও ডিজিটাল বৌদীর
রিমিক্স কান্ড কারখানা।

বাচ্চা ফিরেছে স্কুল শেষে,
বৌদী তো চোখ খুলে না!
চোখের উপর শশার চাকা,
আধা ঘন্টাও হলো না।
নিমন্ত্রন্ন পাশের বাসায়-
আজ বুঝি যাওয়া হলো না,
কখন হবে ফেসিয়াল আর
কখন ঝুলবে গহনা।

এমনি কি আর জীবন কাটে-
কাজ কর্ম আর রান্নার হাটে ?
আশে পাশের সব বৌদীরা যেন-
ঘর সংসার আর করেনা।
পার্লারের সাজ বেশ পরিপাটি
ঘরের সাজে হয়না,
একলা বৌদী পার্টিতে যাবে
বাচ্চাটা সাথে যাবে না।
মা গো দেখে যাও, সেজেছে বৌদী
যেন ষোড়ষী কোন ললনা,
টি. শার্ট আর জিন্স পড়লেও
হিজাবটা কিন্তু ভুলে না-।

কর্ম শেষে ভাইটা ঘরে
খাবার টা গরম ছিলো না,
আন-রিচএ্যবল, দশটা কল
বৌদী মোবাইল তুলেনা।
স্বামী ছেলেতে কি পার্টি চলে
বৌদী ভিষন শেয়ানা !!
রাতেও তেমন খাবার লাগে ?
বুদ্ধু বেচারা;
বাইরেও যেতে পারে না !

সপ্তাহে শেষে একটা পার্টি
এ ও কি সহ্য হয় না !!
মুখটা উজ্জল হাতে লাল জল
হাসিটা ও ঠোট ছাড়েনা,
বৌদী আমার শুদ্ধ বাংলায়
হিন্দী বলতেও ভুলেনা।
চৌদ্দটা সিরিয়ালের সব ঘটনা
বৌদীর নয় অজানা,
মাগো দেখে যাও আমার বৌদীর
নেই যে কোন তুলনা,
সামনের সপ্তাহে সাত সাতটা পার্টি
কেউ নিমন্ত্রন দিতে ভুলেনা___।

বারোটার ঘরে ঘড়ির কাঁটা
ঢুলোঢুলো চোখ, এলোমেলো হাটা,
বারো বছরের চাকরি স্বামীর
গাড়ি কেনার মুরদ হলো না।
মাতাল বৌদীর একলা রাতে
হাটা চলাও ঠিক না,
পাশের বাড়ির বৌদী বললো
আজ আর বড়ি যেওনা।
বৌদি খাটে – আর খোলা দরজা
বদলে গেছে সে জামানা,
কে কার সাথে কোন ঘরে গেল
খোঁজ খবরও কেউ রাখেনা।

আজও স্নানঘরে বৌদী একা
থামেনা যেন কান্না,
যত ঢাল জল, খুলে দিয়ে কল
এ দাগ যে জলে ভাসবে না।
সোফায় কয়জন এলো গেলো
সে খবর ও তুমি পেলে না__!!
জি সিনেমার, সেই সিরিয়ালটা
একটুও বাস্তবের ধার ধারে না।

মা গো দেখে যাও বৌদী আজকাল
চোখ তুলে কথা কয়না,
হারিয়েছে সব সম্ভ্রম, সম্মাণ
এক জীবনেও যা মিলবে না।
ডিজিটাল যুগের রিমিক্স বৌদীদের
এর আগে কি শিক্ষা হয় না !!??

-০-
– ১৯/১১/২০১৮

প্রতিকি ছবি- নেট দুনিয়া-

১১৩৩জন ৯১০জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ