শব্দের চারনভূমি //

বন্যা লিপি ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ০৭:৩৪:২৮অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

শব্দের চারনভূমি!

নিরলস প্রচেষ্টায় তৎপর শুদ্ধতার চাষ। অব্যর্থ নিশানা বারংবার হোঁচট খায়
বুমেরাং কাস্তের আঘাত।
অমন শব্দ আমার নয়!
নিস্কৃতি দেয়না যা আমায়;
পরিচয়ের ঘটায় দুর্বোধ্য পরিচিতি। তবু নিশ্চুপে দেখে যাই প্রতিবাদহীন নষ্টশব্দের সমাহার। মনন ধারন করা সহজিয়া চষা ফসলের মজুত, নিরন্তর জোগায় উর্বর সাফল্য।

বিরুদ্ধ ভাষায় কেবল রুদ্র রোষানল ক্রোধে আপন জরাগ্রস্থতার প্রতিরূপ প্রকাশ।
এ ভাষা তোমার নয়;
এ ভাষা বোঝার সমঝদারে আশির্বাদপুষ্ট হও।হও আরো বেশি শুদ্ধ সাবলীল যোদ্ধা।

চষে ফেলো অনাবাদী জমির বন্ধ্যাত্ব। ভাষারা ফুলে ফলে পবিত্রতার মূর্তরূপে প্রণতি জানাক শুদ্ধ কবিতার চারনভূমি।

৭৬৩জন ৫৯৩জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ