নীতিমালা এখনো চুড়ান্ত হয়নি । তবে অনেক দূর অগ্রসর হয়েছি আমরা। সম্মানিত ব্লগারগনের মতামত চাই। যে কোন যুক্তিপূর্ণ পরামর্শ গ্রহন করা হবে।
প্রস্তাবিত নীতিমালাঃ
১ / সোনেলা ব্লগ দৃঢ় ভাবে বিশ্বাস করে আমরা জাতি হিসেবে বাঙ্গালী এবং নাগরিকতায় বাংলাদেশী।
২ / সোনেলা ব্লগ বিশ্বাস করে , এই দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার। যে যার ধর্ম পালন করবে। একে অন্যের ধর্মের উপর জোর জবরদস্তি করবে না ।
৩ / সোনেলা ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করে ।
৪ / ১৯৭১ এর ঘৃণিত খুনি ধর্ষক রাজাকার আলবদর আলসাম্স এবং এর সমর্থনকারীদের দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিৎ – সোনেলা এটি আন্তরিক ভাবে বিশ্বাস করে।
নীতিমালার প্রশ্নে যে সমস্ত বিষয়ে আপোষ করা হবে না ।
১ / মহান স্বাধীনতা যুদ্ধ , মুক্তিযোদ্ধা সম্পর্কে সামান্য সমালোচনা গ্রহন করা হবে না ।
২ / জাতীয় সংগীত,জাতীয় পতাকা সম্পর্কে কোন সমালোচনা মূলক পোস্ট দেয়া যাবেনা।
৩ / বাঙালির ঐতিহ্য , ভাষা আন্দোলন , শহীদ মিনার , জাতীয় স্মৃতি সৌধ এবং অন্যান্য ভাস্কর্য যা আমাদের মহান জাতিসত্তা , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলনের চেতনা ধারন করে , এ বিষয়ে কোন সমালোচনা করা যাবে না ।
৪ / কোন অশ্লীল লেখা , ছবি , ভিডিও কোন ব্লগার পোস্ট করলে , বা মন্তব্যে কোন অশ্লীল শব্দ , বাক্য , ছবি , ভিডিও ব্যবহার করলে , কোন ধরনের সুযোগ না দিয়ে সেই ব্লগারকে বহিষ্কার করা হবে ।
৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।
৬ / নারীদের সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা নারীদের নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না।
৭ / যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট হলে , পরবর্তীতে প্রমান পাওয়া গেলে তা মুছে ফেলা হবে । অন্যের লেখা বা ছবি কোন সুত্র ব্যতীত পোস্ট করা অপরাধ বলে গন্য করা হবে।
৮ / পর্ণ বলে বিবেচিত সব ধরনের লেখা , ছবি , ভিডিও , ওডিও প্রকাশ করলে কোন সতর্কবাণী ছাড়াই সংশ্লিষ্ট পোস্ট ও ব্লগারকে অপসারন করা হবে।
৯ / যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে , কোন কোন ক্ষেত্রে ব্লগারকে অপসারন করা হবে।
১০ / কোন হত্যাকাণ্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
১১ / সঞ্চালক মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্য হীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে।
১২ / সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনও কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।
১৩ / ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালি পূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
১৪ / কোন ব্লগার অব্যাহত ভাবে বিজ্ঞাপনমুলক প্রচারণা করলে তার ব্লগীং সুবিধা বাতিল হয়ে যাবে।
১৫ / সোনেলা ব্লগে প্রকাশিত যে কোন ব্লগারের লেখার সকল দায়-দায়িত্ব পোস্ট দাতা ব্লগারের নিজের। সোনেলা ব্লগে প্রকাশিত ব্লগারদের লেখা সম্পর্কিত কোন দ্বায়-দায়িত্ব বহন করবে না।
১৬ / কপিরাইট আইনের প্রতি যত্নবান হতে হবে। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা লিংক বিতরন করা যাবে না । করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন।
১৭ / বাংলায় ব্লগার নাম এবং বাংলা ব্যতীত অন্য কোন বর্ণমালায় পোস্ট বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না ।
২৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
নীতিমালা প্রনয়নে সবার মতামত জরুরী —
ছাইরাছ হেলাল
আবার ও সবার মতামত , সুচিন্তিত মুল্যবান পরামর্শ ও সহযোগিতা আশা করছি ।
নীলকন্ঠ জয়
এইটা মনে হয় দেওয়া যেতে পারে ভাইয়া।
“কোন ব্যক্তি বা পশ্চাৎপদ জাতিগোষ্ঠীকে আঘাত করে বা উস্কানী দিয়ে কোন পোষ্ট প্রকাশ করা যাবে না। তবে সংস্কার বা উন্নতির স্বার্থে যথেষ্ঠ প্রমান ও যুক্তি উপস্থাপন করে সমালোচনা নয় বরং আলোচনা করা যাবে।”
বিঃদ্রঃ একটু ব্যস্ততার কারণে খানিকটা অনিয়মিত থাকার কারণে সকলের পোষ্ট পড়তে পারছি না এবং মন্তব্যও করতে পারছিনা বলে আন্তরিকভাবে ব্লগারদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে সময় করে পড়ে নিবো কথা দিলাম।
হ্যাপি ব্লগিং। -{@
মোঃ আমিনুল ইসলাম
ক. হেয় প্রতিপন্ন করার জন্য কারো ব্যক্তিগত তথ্য ব্লগে প্রকাশ করা যাবে না।
খ. কাউকে হত্যা, আঘাত বা আক্রমণের হুমকি দেয়া যাবে না।
গ. নারী ব্লগারদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা যাবে না।
ঘ. সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন নিক দিয়ে ব্লগ খোলা যাবে না।
আদিব আদ্নান
আপনার এগুলো থাকলে ভালই হয় ।
প্রিন্স মাহমুদ
আমার বলার কিছু নেই , তবে সবাই যেন সবার লেখা পরে এবং বন্ধুর মতো থাকে এটাই আমার চাওয়া
খসড়া
একটি প্রস্তাব। পোস্টে শব্দ সংখ্যা সর্বনিম্ন কত হবে তা নির্ধারিত হলেভাল হয় ।
জিসান শা ইকরাম
সর্ব নিন্ম ?
মা মাটি দেশ
এডমিনকে যথাযত সন্মান প্রদর্শন করছি এবং তা মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছি।তবে সবার লেখনির লেখুনিতে সবার উপরে মা,মাটি এবং দেশের ছোয়াঁ থাকে নতুবা দেশপ্রেম জাগ্রত করা কঠিন হবে।
আমার ভাষা বাংলা
আমি বাংলাদেশী
মাটি আমার মা।।
ধন্যবাদ।
আদিব আদ্নান
একটু কষ্ট করে হলেও মন্তব্যের উত্তর দিতে হবে এমন হলে কেমন হয় ?
জি.মাওলা
শব্দ সংখ্যা বাড়াতে হবে, আর তা না হলে ……।। দিনে ২ পোষ্ট করতে দিতে হবে। আমারএকটা পোষ্ট কাজের মেয়ে ৩ দিনে প্রকাশ করতে হয়েছে। এভাবে পড়তে যেমন বিরক্ত তেমনি প্রকাশ করাও বিরক্ত। আশা করি বিবেচনা করবেন।
জিসান শা ইকরাম
শব্দের সংখ্যা বাড়ানো কিছুটা অন্য ঝামেলাও সৃষ্টি করে ভাই। তবে বর্তমানে কিছু বাড়ানোর চিন্তা ভাবনা চলছে ।
দিনে দুটো পোস্ট দেয়া যেতে পারে । ১২ ঘন্টা অন্তর । তবে তা যেন পরপর দুটো লেখা একই ব্লগারের না হয় ।
আবু জাঈদ
এক**
“৪ / ১৯৭১ এর ঘৃণিত খুনি ধর্ষক রাজাকার আলবদর আলসাম্স এবং এর সমর্থনকারীদের দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিৎ – সোনেলা এটি আন্তরিক ভাবে বিশ্বাস করে।”
লিখুন—- “৪ / ১৯৭১ এর ঘৃণিত খুনি ধর্ষক রাজাকার আলবদর আলসাম্স গোষ্ঠি কে সোনেলা অবশ্যই তীব্র ঘৃণার চোখে দেখে ”
এভাবে লিখলে লেখাটি রাজনৈতিক ভাবে যায় না, কিন্তু ব্লগের নীতি ঠিক প্রকাশ পায়।
দুই**
“৬ / নারীদের সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা নারীদের নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না।”
যেহেতু সোনেলা বিশ্বাস করে নারী পুরুষ সমান অধিকার তাহলে এটা পালটে “৬ / কোন ব্যাক্তি সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা কাউকে নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না।” এভাবে লেখা উচিত, অন্যথায় মনে হচ্ছে সোনেলা নারী গোষ্ঠি কে ছোট করে দেখছে।
বাকিটা আরো পড়ে মন্তব্য করব
জিসান শা ইকরাম
ভালো প্রস্তাব । নারীদের নিয়ে এমন বলার কারন – একজন নারী এর আগের পোস্টে এটি সাজেস্ট করেছিলেন।
আবু জাঈদ
তাও, আমি বলব এই ব্যাপার টা নিয়ে আরও ভাবা উচিত।
জিসান শা ইকরাম
হুম , ভাবা যায় আরো ।
খসড়া
যেমন প্রতিটি পোস্ট অবশ্যই ৫০ শব্দ অথবা ৩০ শব্দের কম হবে না।
জিসান শা ইকরাম
কয়েকটা ছবি এবং সামান্য কয়েকটি শব্দ দিয়ে , কিছু পোস্ট আছে সোনেলায়।
যেমন শুন্য শুন্যালয় যে পোস্ট দিচ্ছেন , তা কিন্তু খুব অল্প শব্দে।
এটি কি বন্ধ করা উচিৎ হবে @খসড়া ?
শুন্য শুন্যালয়
আবু জাঈদ ভাইয়ের সাথে একমত …
শব্দ সংখ্যার সীমাবদ্ধতা না থাকাই ভালো, কেউ তার লেখাটা কিভাবে প্রকাশ করছে সেটা ব্যাপার …হয়তো দুইলাইনে কেউ অনেক কিছু বলতে পারে…লেখা বড় হলেও ক্ষতি কি..গল্প মনে করে পড়া যায়..লেখা সুন্দর না হলে সব দায়ভার লেখকের ওপরেই তো পড়বে 🙂
ছাইরাছ হেলাল
আহারে……
আমিও ভাল লিখতে পারি না , তাই শব্দ সংখ্যার সীমাবদ্ধতা মানি না মানব না ।
জি.মাওলা
আমি তুন কোন পোষ্ট করতে কেন পারছি না। করতে গেলে…। এই পাতাটি দেখার অনুমতি আপনি এখনো পাননি। এই বার্তা আসছে। আমাকে কই কোন কারনে ব্লক করা হয়েছে, আমি কোন বার্তা পাইনি। জানালে ভাল হয়।
ব্লগ সঞ্চালক
আপনি আপনার এই ( https://sonelablog.com/archives/7556 ) পোস্টে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধকে ‘ গোলযোগ ‘ বলেছেন । এ বিষয়ে আপনার ঐ পোস্টেই আপনার এই ভুল ধরিয়ে দেইয়া হয়েছিল। আপনি এই ‘ গোলযোগ শব্দটি সংশোধন করেন নি , এমন কি মন্তব্যকারীর মন্তব্যের জবাবও দেননি। এতে প্রমাণিত হয় , আপনি ইচ্ছেকৃত ভাবেই শব্দটি ব্যবহার করেছেন।
গোলযোগ শব্দের পরিবর্তে আপনি ‘ মুক্তিযুদ্ধ / স্বাধীনতা যুদ্ধের প্রথম লগ্নের অস্থির অবস্থা ‘ বাক্যটি ব্যবহার করতে পারতেন।
নীতিমালার প্রশ্নে যে সমস্ত বিষয়ে আপোষ করা হবে না ।
========================================
১ / মহান স্বাধীনতা যুদ্ধ , মুক্তিযোদ্ধা সম্পর্কে সামান্য সমালোচনা গ্রহন করা হবে না ।
৩ / বাঙালির ঐতিহ্য , ভাষা আন্দোলন , শহীদ মিনার , জাতীয় স্মৃতি সৌধ এবং অন্যান্য ভাস্কর্য যা আমাদের মহান জাতিসত্তা , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলনের চেতনা ধারন করে , এ বিষয়ে কোন সমালোচনা করা যাবে না ।
আমরা সিদ্ধান্ত নিয়েছি , কাউকে ব্যান হরা হলেই কেবল তাঁকে মেইলের মাধ্যমে জানানো হবে। আপনাকে ব্যান করা হয়নি।
ইখতামিন
একমত
খসড়া
ছবি কিন্তু অনেক কথা বলে।
আমি গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ ইত্যাদির কথা বলেছি যেখানে শুধু
শব্দ ব্যাবহার করা হয়। তা না হলে দেখা যায় ব্লগে পোস্টএর মান সংশয় দেখা যায়। এ আমার ব্যাক্তিগত অভিমত। অনেকের আপত্তি কে আমি সমর্থন করলাম।
এবারে আমি একটি প্রস্তাব দেই
কোন পোস্ট সেনোলায় প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে অন্য কোন ব্লগে পোস্ট করা যাবে না। কিংবা অন্য ব্লগে প্রকাশিত কোন পোস্ট ২৪ ঘন্টার মধ্যে সেনোলায় প্রকাশ করা যাবে না। এর জন্য প্রয়জনীয় ব্যবস্থা করা হবে।
ব্লগ সঞ্চালক
সবাইকেু ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।