
এই যে,
এই আমাকে দেখছেন?
কেমন পলিশ চকচকে,কতোটা নিখুঁত, কতোটা রুচিশীল,
কতোটা তুলতুলে নরম আর আদুরে।
অবিশ্বাস্য হলেও সত্য এই যে আমার ভিতরে আরো একটা আমি সযত্নে ঘরকন্যা করে।
কতোটা নগ্ন সে,কতোটা বিচ্ছিরি তার রুপ,
আপনি এবং আপনারা
সে রুপের বীভৎসতা সহ্য করতে পারবেন তো?
ঠিক যেন ভাঙ্গা চোরা আয়না
রুপর প্রলেপটা কবেই মুছে গেছে,
যেটুকু রয়েছে তা কেবল খণ্ডিত,দ্বিখণ্ডিত সচ্ছ কাঁচের অংশ কণা।
তবু,শুনুন
আপনারা আমাকে আরো জানুন,
আমার ঙেঙ্গে গুড়িয়ে যাওয়া ইতিহাস খুঁজুন।
বহুকাল ধুলোর আস্তরণ আমায় ঢেকে রেখেছে, সভ্যতা হতে আমি আলোক বর্ষ দূরে।
যদি পারেন আমার দেহে আঁকা ভুল গুলো ক্ষমা করুণ।
আর যদি না পারেন,তো?
তো,আমায় ছেরে দিন……………..
আপনাদের এ ব্যবচ্ছেদে আমার বড় কষ্ট হয়।
২৩টি মন্তব্য
রাফি আরাফাত
আর যদি না পারেন,তো?
তো,আমায় ছেরে দিন……………..
আপনাদের এ ব্যাবছেদে আমার বড় কষ্ট হয়।
ভালো লাগলো
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
জিসান শা ইকরাম
মানুষের দুটো রূপই থাকে,
একটি বাইরের, যেটা দেখে আমরা সবাই বিচার করি তাঁকে।
ভিতরের রূপটা যেহেতু অপ্রকাশিত থাকে, তাই তাঁকে আমরা চিনিই নাই।
লেখাটা ভালো লেগেছে।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
তৌহিদ
মানুষ যে যেরকম তার প্রতিবিম্বও সেরকমই হবে। আয়নায় দাঁড়িয়ে কেউ কি আমরা আমার আসল আমাকে খুঁজে দেখি? সবাই মনে হয় দেখিনা। যদি দেখতাম তাহলে বুঝলাম মনে, অন্তরে কত কালিমা লেগে আছে। সবাই বিশুদ্ধ, পূর্ণ হোক এটাই কাম্য।
ভালো লিখেছেন আপু।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
আমার অন্তরালে লুকিয়ে থাকা আমিকে আমিই দেখি না তো আর কেউ কি করে দেখবে বলুন
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ভেরতের আমিটা বড় বেশি অবাধ্য।
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
যথার্থ বলেছেন
ছাইরাছ হেলাল
বেঁচে থেকে ড্যাং ড্যাং করবেন, ব্যবচ্ছেদে আসবেন না তা কি হয়!
সাখিয়ারা আক্তার তন্নী
তাও ঠিক,
ভালো থাকবেন।
অনন্য অর্ণব
তবু,শুনুন
আপনারা আমাকে আরো জানুন,
আমার ঙেঙ্গে গুড়িয়ে যাওয়া ইতিহাস খুঁজুন।
বহুকাল ধুলোর আস্তরণ আমায় ঢেকে রেখেছে, সভ্যতা হতে আমি আলোক বর্ষ দূরে।
Best poem ever…🌺
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভেচ্ছা নিবেন।
মনির হোসেন মমি
এক্সিলেন্স ভিতরের অনুভুতি। আমার আমিটাকে পরিষ্কার রাখতে পারেন ক’জনায়! দারুণ।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভ কামনা আপনার জন্য
এস.জেড বাবু
আপন স্বত্তা লুকানোই থাকে- এবং সেই লুকানো অধ্যায়ের চরম সুন্দর বহিঃপ্রকাশ আপনার লিখায়-
তবে হ্যাঁ- কারও কারও জীবনে আশির্বাদ স্বরূপ এমন কেউ থাকে, যে সে স্বত্তা ঠিকই চিনে নিতে পারে। সংখ্যায় কম হলেও তেমন সৌভাগ্যবান যুগল কিন্তু সত্যি আছে।
তেমন কোন আপনজনের চোখে- ব্যাবচ্ছেদ হতে মন্দ কি !
দারুন সুন্দর লিখেছেন-
শুভকামনা
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভেচ্ছা নিবেন।
সিকদার সাদ রহমান
খুবই সাধারণ কথায় অসাধারন প্রকাশ। অনেক ভালো লিখেছেন বোন।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ভালো থাকবেন।
হালিম নজরুল
ঠিক যেন ভাঙ্গা চোরা আয়না
রুপর প্রলেপটা কবেই মুছে গেছে,
যেটুকু রয়েছে তা কেবল খণ্ডিত,দ্বিখণ্ডিত সচ্ছ কাঁচের অংশ কণা।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
রেহানা বীথি
কষ্ট হয়, তবু ব্যবচ্ছেদ চলে। যন্ত্রণায় ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত।
সুন্দর লিখলেন আপু।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ভালোবাসা আপনার জন্য।