
সত্যের সন্ধানী…
আমি দুঃখ করেছি সাথী… দারিদ্রসীমার দেশে,
আমি প্রয়োজন করিনা কিছু জীবন্ত ইতিহাসে…
আমি বাস্তব অবাস্তব কিছু বোঝি না,
শুধু জীবনের প্রয়োজনে জীবন কে বলি…তুমি আনন্দ দিও মৃত্যুর পথে।
————————————————————————–
জীবন তো একটা গল্প,,
আমার গল্প আমি বোঝি বোঝেনা অন্য কেউ
জীবন তো একটা গল্প,জীবন মৃত্যুর পথে থাকেনা কেউ,
আমার আমি হয়েছি একান্ত,সত্য যে বড় ক্লান্ত
কেউ জানেনা এ জীবন কোথায় হবে সমাপ্ত!
জীবন তো শুরু হয়েছে সবে,এখনো তো বহু স্বপ্ন পাবার আশায় হাসে,
তবু হাসে না চোখু লজ্জায়….
এ-মানব কূূলে এমন দৃশ্য দেখে শুধু আনন্দ পায়?
পাবার তো কথা,আমি যে এ সমাজ থেকে একটু বাহিরে
আমার পৃথিবী যে একটু ভিন্ন,
এ-ভিন্নতা যে আমার জীবনের গল্প।
তবু প্রশ্ন রাখি….জীবন তো জীবন,
এ-জীবনের হয়না কি কারো প্রয়োজন,
বড় বিচিত্র ময় মানব..আমাদের শুধু হয় পরাজয়,
তবু মুক্তি পাবার আশায়,মৃত্যু কে করি আশ্রয়?
যেন ওখানে নয় সমাপ্তি, আমি যে আশ্রয় হীন পৃথিবীতে
বড় অপরাধী!
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সত্যের নির্মম উপলব্ধি।
সঞ্জয় মালাকার
dhanyvad Dada
এস.জেড বাবু
চমৎকার সমসাময়িক উপলব্ধি
এবং শুভকামনা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল।
হালিম নজরুল
ভাল প্রয়াস।ভবিষ্যতে আরও ভাল হবে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন, শুভ কামনা।
শাহরিন
জীবনের বাস্তবতা বড়ই কঠিন। সুন্দর উপস্থাপন।
সঞ্জয় মালাকার
ধন্যময় হলাম দিদি,। অনেক অনেক শুভেচ্ছা রইলো, শুভ কামনা।
জিসান শা ইকরাম
চমৎকার হয়েছে,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজানা শুভেচ্ছা রইলো।
আকবর হোসেন রবিন
কবিতা কম বুঝি। আপনার উপস্থাপনা সুন্দর। ভাবনাও সুন্দর। ভালো লেগেছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো লাগা অফুরন্ত।
শামীম চৌধুরী
চমৎকার প্রকাশ।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম দাদা অনেক অনেক শুভেচ্ছা রইলো।
রাফি আরাফাত
অসাধারণ লেখা৷
মনে ধরলো।
ভালো থাকবেন।
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, অনেক অনেক ভালোলাগা রইল,
শুভেচ্ছা জানাবেন।
সাবিনা ইয়াসমিন
আমি দুঃখ করেছি সাথী… দারিদ্রসীমার দেশে,
আমি প্রয়োজন করিনা কিছু জীবন্ত ইতিহাসে…
এই দুটি লাইনে লেখা আছে সবটুকুই।
দুঃখকে সাথী করে নেয়ার পর বেঁচে থাকার জন্যে আর কিছুই লাগেনা। মৃত্যুকে বরণ করতে পারি আনন্দচিত্তে। ঐ সময়টা হবে শ্রেষ্ঠ আনন্দ ক্ষণ।
মন ছুঁয়ে রইলো লেখাটি।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদি, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা ভালো লাগা অফুরন্ত।
মনির হোসেন মমি
সত্যের জয় হোক। দুঃখকে ভুলে বর্তমানকে কুলে তুলে নেয়াই বুদ্ধিমানের কাজ। চমৎকার কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রাশি রাশি।
শিরিন হক
চমৎকার উপলব্ধি
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, ভালো লাগা রইল।