
হেমন্তকাল আমার পছন্দের ঋতু। শুধু আমার কেন, আমারতো মনে হয় প্রত্যেকেই পছন্দ করেন হেমন্তকে। না শীত না গরম হেমন্তের এমন শীতল মিষ্টি বাতাসে প্রাণ জুড়িয়ে যায় সকলের। এই প্রাণ জুড়ানো ঋতুকে স্মরণে রাখতে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ আপনাদের জন্য হেমন্ত বন্দনা উৎসব শুরু করতে যাচ্ছে। সবাই বসন্ত বন্দনা লিখে আর আমরা লিখবো হেমন্ত বন্দনা। কি দারুণ! তাইনা?
সোনেলার লেখকগন আপনারা হেমন্তকে নিয়ে আপনাদের অনুভূতি লিখুন সোনেলা ব্লগে এবং সোনেলা গ্রুপে। গল্প, কবিতা, স্মৃতিচারণা, চিঠি যে কোন বিভাগেই লিখতে পারবেন সবাই।
লেখার শিরোনাম হবেঃ
হেমন্ত বন্দনা – আপনার লেখার শিরোনাম।
এরপরে যে বিভাগে লেখা দিতে চান অর্থাৎ – গল্প, কবিতা, চিঠি, রম্য ইত্যাদি বিভাগ সিলেক্ট করে লেখা প্রকাশিত করবেন।
ব্লগের লেখাগুলিকে আমাদের সম্মানিত বিচারকগন যাচাইবাচাই করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন।
লেখা প্রকাশের সময়সীমাঃ
১৮/১০/২০১৯ শুক্রবার রাত ১১.৪৫ মিনিট হতে।
শেষ সময়-
১৫/১১/২০১৯ তারিখ বৃহস্পতিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখঃ
২২/১১/২০১৯ বৃহস্পতিবার।
১. একজন লেখক হেমন্ত বন্দনা শিরোনামে শুধুমাত্র একটি লেখাই দিতে পারবেন। আপনার লেখার শিরোনামের পূর্বে হেমন্ত বন্দনা না লিখলে সেটি বিচারিক কার্যক্রমে আসবে না।
২. আপনার লেখাটি অবশ্যই নিজের ফেসবুক ওয়ালে এবং সোনেলা গ্রুপে শেয়ার করতে হবে।
৩. ছবি ব্লগ বিভাগে হেমন্ত বন্দনা শিরোনামে লেখা দেয়া যাবেনা।
৪. স্থান নির্ধারণের (১ম,২য়,৩য়) বিষয়ে বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৫. কিসের ভিত্তিতে লেখার মানদণ্ড নির্ধারণ করা হবে মনে প্রশ্ন এলে জেনে রাখুন – লেখা সর্বোচ্চ পঠিত, সর্বোচ্চ শেয়ার বিবেচ্য হবেনা। বিবেচ্য হবে লেখার মান, শব্দ বিন্যাসের মুন্সিয়ানা, বানান, যতিচিহ্নের ব্যবহার ইত্যাদি বিষয়গুলি যা বিচারকগন বিবেচনা করবেন।
৬. বিচারক এবং এডমিনগন হেমন্তবন্দনায় লেখা দিতে পারবেন তবে তাদের লেখা বিচারিক কার্যক্রমের আওতাধীন থাকবে না।
এই কার্যক্রমের যেকোন পরিবর্তিত সিদ্ধান্ত ব্লগ এডমিনগন নিতে পারবেন। যা আপনাদের সোনেলা গ্রুপে পোষ্ট দিয়ে জানানো হবে। কারও কিছু জিজ্ঞাসা থাকলে মন্তব্যে বলতে পারেন।
সবাইকে হেমন্ত বন্দনা লেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভ ব্লগিং।
তৌহিদ
এডমিন, সোনেলা।
===============================
১. হেমন্ত বন্দনা- ফিরে এসো হেমন্ত লিখেছেন ব্লগার তৌহিদ
২. হেমন্ত বন্দনা- কবিদের কবিতায় হেমন্ত বন্দনা লিখেছেন মাহবুবুল আলম
৩. হেমন্ত বন্দনা—এসো হেমন্ত-নবান্নে লিখেছেন ব্লগার ছাইরাছ হেলাল।
৪. হেমন্ত বন্দনা – শাপলা পদ্ম লিখেছেন এস. জেড বাবু
৫. হেমন্ত বন্দনা- হেমন্ত এসে গেছে লিখেছেন আরজু মুক্তা
৬. হেমন্ত বন্দনা লিখেছেন সঞ্জয় মালাকার।
৭. হেমন্ত বন্দনা- আবেদন লিখেছেন সাবিনা ইয়াসমিন।
৮. হেমন্ত বন্দনা – এখানে হেমন্ত আসেনা লিখেছেন শিরিন হক।
৯. হেমন্ত বন্দনা……নবান্ন এসেছে দ্বারে লিখেছেন ছাইরাছ হেলাল।
১০. হেমন্ত বন্দনা – খুঁজি তারে হৈমন্তী রূপে লিখেছেন প্রদীপ চক্রবর্তী।
১১. হেমন্ত বন্দনা——-বর্ষা-বিষণ্ণ হেমন্ত লিখেছেন ছাইরাছ হেলাল।
১২. হেমন্ত বন্দনা – এক আকাশ হেমন্ত-স্বপ্ন লিখেছেন রেহানা বীথি।
১৩. হেমন্ত বন্দনা…………বিরহী ক্রন্দন লিখেছেন ছাইরাছ হেলাল।
১৪. হেমন্ত বন্দনা-কবিতার গর্ভে পরিপুষ্ট ফসল লিখেছেন অনন্য অর্ণব।
১৫. হেমন্তের বন্দনা- “অতীত খুজেঁ ফিরি” লিখেছেন মমির হোসেন মমি।
১৬. হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,হেমন্ত বন্দনা। লিখেছেন- সঞ্জয় মালাকার।
১৭. হেমন্ত বন্দনা- শহরে হেমন্তের গন্ধ নেই লিখেছেন- নিতাই বাবু।
১৮. হেমন্ত বন্দনা – ছত্রিশ বছর হতে চললো হেমন্ত এলোনা লিখেছেন- জিসান শা ইকরাম।
১৯. হেমন্ত বন্দনা- হেমন্তে আসে প্রকৃতির আবহে মানুষের হাসিতে। লিখেছেন- মোঃ মজিবর রহমান।
২০. হেমন্ত বন্দনা- চড়ুইভাতি লিখেছেন- আকবর হোসেন রবিন।
৪২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুন আয়োজন।
এমন উদ্যোগের জন্য অবশ্যই ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাইজান। লেখা শুরু করুন তাড়াতাড়ি, অপেক্ষায় আছি
ছাইরাছ হেলাল
বিরক্ত হওয়ার জন্য তৈরি থাকুন!
তৌহিদ
আই এম অলওয়েজ রেডি ভাই!! বাকি আল্লাহ ভরসা। আর আপনারা আছেনতো পাশে, সো নো টেনশন।☺
রেহানা বীথি
কী যে লিখি, ভীষণ ভাবনায় পড়ে গেছি ভাই !
মনির হোসেন মমি
আপনি ভাবনায় থাকলে আমরাতো মহা ভাবনায় থাকবো।লিখে ফেলুন ।
তৌহিদ
লেককের আবার ভাবনা!! আপনি যাই লিখবেন তাতের পাঠক সাহিত্যরস খুঁজে পায়। লিখুন লিখুন আপু ☺
মনির হোসেন মমি
এমন আয়োজনে ব্লগারদের লেখায় উৎসাহ বাড়ায়। ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।🌷🌷
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই।
বন্যা লিপি
খুবই ভালো আয়োজন। কি যে লিখবো? ভেবেই লেখা হচ্ছে না। তবু লিখবো যা ইচ্ছা তাই। কতৃপক্ষকে ধন্যবাদ।
তৌহিদ
মনে যা আসে লিখে ফেলুন। জীবনে কত হেমন্ত পেয়েছেন নিশ্চই কিছু স্মৃতি আছে মনে।তাই লিখে ফেলুন।
সুরাইয়া পারভিন
চমৎকার আয়োজন
শুভ কামনা রইলো সবার জন্য
তৌহিদ
আপু হেমন্ত নিয়ে আপনার লেখা চাই ই চাই। তাড়াতাড়ি দিন।
নিতাই বাবু
চলুক হেমন্ত নিয়ে ভাবনা। চলুক লেখালেখি। আমি শুধু পাঠক হয়ে শেষপর্যন্ত পড়ে যেতে চাই।
তৌহিদ
দাদা আপনার জীবনে হেমন্ত নিয়ে কোন স্মৃতি নেই এটা বললে মোটেই বিশ্বাস করবোনা। লেখা দেবেন কিন্তু!!
আরজু মুক্তা
সাধুবাদ।
চেষ্টা করবো লিখা দিতে
তৌহিদ
অবশ্যই আপু। লেখা দিয়ে সবাইকে উৎসাহিত করবেন কিন্তু!!
মোঃ মজিবর রহমান
পাঁচ নাম্বার বিচারিক টা খুব পছইন্দ হয়েছে।
তৌহিদ
ধন্যবাদ ভাই। পছন্দ না হয়ে উপায় আছে!! আমাদের এডমিন প্যানেল বেশ চৌকশ।
মোঃ মজিবর রহমান
হুম। তা মান্তেই হবে।
মোঃ মজিবর রহমান
লেখক লিখুক আমি পড়ব।
তৌহিদ
আপনার লেখাও চাই ভাইজান।
জিসান শা ইকরাম
বাহ খুব ভালো উদ্যগ,
দেখি কিছু লিখতে পারি কিনা 🙂
তৌহিদ
লিখুন লিখুন ভাইজান। সময় কিন্তু বেশি নেই।
জিসান শা ইকরাম
অর্ধেক লেখা হয়েছে,
বাকি অর্ধেক লিখেই পোষ্ট দিয়ে দেবো 🙂
তৌহিদ
অবশ্যই ভাই।
চাটিগাঁ থেকে বাহার
বেচারা বিচারক ও এডমিনগণ!
যাদের জন্য একরাশ সমবেদনা!
যারা রাঁধবেন কিন্তু খেতে পারবেন না।
আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ। আমি এই লেখাকে গতানুগতিক একটি লেখা মনে করেছিলাম। শিরোনামে (প্রতিযোগিতা) লেখা থাকলে এমনটি মনে করতাম না।
যে কোন প্রতিযোগিতা ব্লগকে প্রাণবন্ত করে। সকলকে হৈমন্তিক শুভেচ্ছা!
তৌহিদ
আমাদের লেখকদের জন্য এতটুকু ছাড় আমাদের দিতেই হবে। এডমিন যে কত কিছু থেকে বঞ্চিত হয়। একঘণ্টা ব্লগে থাকলে আমি মন্তব্য করার সময় পাইনা লেখদের লেখা পড়ার জন্য অন্য সময় আবার আসতে হয়। নিজের লেখাতেও মন্তব্যের জবাব দিতে দেরী হয় এজন্যই ভাই। এডমিনরা অনেক ব্যস্ত থাকলেও প্রত্যেক এডমিন চেষ্টা করে আপনাদের সবার লেখা পড়ে মন্তব্য করতে। এসব আপনার মন্তব্যে লিখলাম যাতে অন্যেরাও জানতে পারেন।
আপনার হেমন্ত নিয়ে লেখা কবে পাব ভাই?
চাটিগাঁ থেকে বাহার
হেমন্ত নিয়ে লেখা? সে আমাকে দিয়ে হবে না! পেটে বোমা ফাটালেও এক লাইন লেখা বের হবে না! বড়ই কঠিণ সে লেখা!
সঞ্জয় মালাকার
দাদা চলুক হেমন্ত বন্দনা, আমি শুধু পঠা হলাম, একরাশ হেমন্ত শুভেচ্ছা দাদা।
তৌহিদ
দাদা আপনি হেমন্ত ২ শিরোনামে যে লেখাটি দিয়েছেন সেটির শিরোনাম এভাবে দিন। হেমন্ত বন্দনা- হেমন্ত এভাবে দিলে প্রতিযোগীতায় লেখাটি চলে আসবে।
ভালো লিখেছেন।
Ananno Arnob
হেমন্তের শেষ প্রহরে সোনেলা’র রূপালী দুনিয়ায় আমার পদচারণা,
এই পুরনো ঠিকানার নূতন আগন্তুক আমি-
জানি নবাগত হলেও পাবো এই পরিবারে-
বহুদূর এগিয়ে যাওয়ার সীমাহীন অনুপ্রেরণা।
ইনশাআল্লাহ হেমন্ত বন্দনায় অংশগ্রহণ করবো।
তৌহিদ
হেমন্ত বন্দনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আপনার লেখাটি এই পোস্টে এড করে দিলাম।
শুভকামনা।
শাহরিন
সুসংবাদ, পড়ার জন্য রেডী হচ্ছি।
তৌহিদ
এইসব ফাঁকিবাজি কথা চলবেনা আপুমনি, হেমন্ত বন্দনায় আপনার লেখা চাই।
তাড়াতাড়ি দিন।
শাহরিন
ভাই আমার সব কালই পছন্দ 😁
লেখার মেধা বেশি নেই। আপনারা লেখেন আমি পড়ার জন্য হাজির।
আকবর হোসেন রবিন
সবাই যে দারুণভাবে হেমন্ত বন্দনা করেছে, তাতে আমি নতুন করে হেমন্ত নিয়ে লিখতে সাহস পাচ্ছিনা। দেখি তারপরেও শেষ পর্যন্ত, যদি মাথায় কিছু চলে আসে লিখে ফেলবো।
তৌহিদ
লিখুন লিখুন ভাই। ৩১ তারিখ শেষ দিন। অপেক্ষায় রইলাম।
কামাল উদ্দিন
লেখনিকে সমৃদ্ধ করার এমন সুন্দর প্রতিযোগিতাকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমাকে অবশ্যই পাঠক হিসাবে পাবেন হেমন্তের লেখকরা………শুভ কামনা সবার জন্য।
তৌহিদ
আপনার মতন চৌকশ লেখক হেমন্ত নিয়ে সোনেলায় লিখবেনা এটা ভাবতেই কষ্ট পাচ্ছি। ৩১ তারিখ শেষ সময়। আপনার লেখার অপেক্ষায় রইলাম।
মনির হোসেন মমি
দারুন আয়োজন।ধন্যবাদ ভাইটি🌷🌷
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই