অচেনা পদ্য

নীরা সাদীয়া ১২ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:০৪:৪৩পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

(১)
অচেনা টেলিফোন অচেনা স্বর
কে যেন ডেকে যায় সকাল দুপুর।
অচেনা মিসডকল, মায়াবী রাত
চুপচাপ টুপটাপ একাকী চাঁদ।

সুরেলা আবহ, রঙিন মন
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল।

(২)
কখনো পাখি,কখনো আকাশ
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।

বুনো হাঁস, বনপাখি আর গেছো বিড়াল
নেচে গেয়ে ধরে রাখে সুর, লয়, তাল।
দুঃখ লুকিয়ে তারা হেসে খেলে বাঁচে
জীবন ফুরিয়ে যায় চেনা সেই ধাঁচে।

২৬/৭/১৯
(নীরা সাদিয়া)

৬৬৪জন ৫২৮জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ