
বন্যা ইসলাম, সোনেলা ব্লগে তিনি পরিচিত বন্যা লিপি নামে। তার আরও একটি নাম আছে, ময়না-১ 🙂
আজকের শুভেচ্ছা বিভাগের পোস্ট তাকে নিয়েই। এইতো সেদিন এলেন সোনেলার উঠোনে। লিখেছেন যত না, তার চেয়ে বেশি মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন সহ ব্লগারদের। তিনি অন্য সবার লেখা পড়ে বুঝে তবেই লেখা আনুযায়ী মন্তব্য করেন। সমালোচনা মূলক মন্তব্য তিনি আশা করেন সবার কাছ হতে, যারা সোনেলার ফেইসবুক গ্রুপ নিয়মিত দেখেন সেখানে তিনি সমালোচনা মূলক মন্তেব্যের পক্ষে অত্যন্ত জোড়ালো এবং যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। স্বভাব সুলভ আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন উঠোন বাসির মন। তার অকৃপণ মনোভাব আমরা দেখেছি শুরু থেকে আজ অব্দি।
সোনেলা যখন বিরোধীদের প্রচন্ড আক্রমণের শিকার হয়েছিলো, সেই আক্রমণ থেকে বাদ পড়েননি তিনিও। নিজের বিচক্ষণতার প্রমাণ রেখেছেন ঐ দুঃসময়ে। প্রতিবাদের ঝড় তুলেছেন বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে। অথচ ঐ সময়ে অনেকেই ভুল বুঝে সোনেলা ত্যাগীদের খাতায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সামান্যতম দ্বিধা করেননি।
তার পঞ্চাশতম পোস্ট পূর্ণ হলো। অর্ধ শততম পোস্টের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়মুখ বন্যা লিপিকে। অতি শিগরিই তার লেখা শত থেকে হাজারে পৌঁছাক এই শুভ কামনা। 🌹🌹
৬৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
অর্ধ সেঞ্চুরী পোস্টের জন্য প্রিয় বন্যা লিপিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বন্যা লিপি তার লেখনী দিয়ে বুঝিয়েছেন যে তিনি সোনেলার কত বড় সম্পদ।
সহ ব্লগারদের প্রতি তার সহমর্মিতা উদাহরন যোগ্য,
তার তুলনা হয় কেবল তার নিজের সাথেই।
সাবানা ইয়াসমিন, এমন শুভেচ্ছা পোস্টের জন্য আপনাকেও শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
তার তুলনা তাকে দিয়েই করা যায়। অভিনন্দন বন্যাকে।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
সখি, তুলনা টুলনা কিছু নয়।ভালবাসো তাই এমন মনে হয়।
আমি খুবই অভিভূত। তোমাকে হাজারো ধন্যবাদ এমন পোস্টের জন্য ভালবাসা জেনো অবিরাম। ❤❤❤❤
বন্যা লিপি
আমি অভিভূত এই শুভেচ্ছা পোষ্টের জন্য।
সোনেলা আমার ভালবসার ঘরবাড়ি। এ উঠোনে সামিল হতে পেরেই আমি তৃপ্ত।
দোয়া করবেন যেন আমি আমার যোগ্যতা অনুযায়ী সবসময় সবার সাথেই থাকতে পারি।
জিসান সাহেব আপনাকে অসংখ্য শ্রদ্ধা এবং ভালবাসা। আপনার জন্যই আমাকে এনেছিলেন এই উঠোনে। আপনার যোগ্য সন্মান যেন রাখতে পারি সেই দোয়া করবেন।
শুভ কামনা। সুস্থ্যতা কামনা করি সর্বাঙ্গীণ।
মোঃ মজিবর রহমান
হাফ সেঞ্চিরির মিস্টি বিতরন আজ। বন্যা আপু আপনার দ্রত সেঞ্চুরি আশা রাখি। আপনি ভাগ্যবতি।সোনেলা উঠন সবার লিখুন।শুভেচ্ছা অবিরত।
সাবিনা ইয়াসমিন
বন্যা নিজেই খুব মিষ্টি। আসবে আমাদের জন্যে মিষ্টির বাক্স নিয়ে 🙂
অপেক্ষা করুন মজিবর ভাই, এই এলো…
মোঃ মজিবর রহমান
আল্লাহ খাওয়ালে খাভ। মিস্টি আপুকে অশেষ ধন্যবাদ।
বন্যা লিপি
শততম পোস্টের অপেক্ষা করেন ভাই, মিষ্টি হাফসেঞ্চুরিতে একটু কম লাগবে। শততম হলে রস মালাই খাওয়াবো।দোয়া করবেন। ধন্যবাদ জানবেন ।
নীরা সাদীয়া
এই তো সেদিন এলেন। এরই মাঝে অর্ঊশত পো! বাহ্, আরো লিখুন আরো এগিয়ে যান। আর হ্যাঁ, এভাবেই গঠনমূলক মন্তব্য নিয়ে আমাদের পাশে থাকুন।
নীরা সাদীয়া
*অর্ধশত পোস্ট
কোন এক বিচিত্র কারনে বানান পুরোটা লেখার পরেও পরের শব্দটাতে গেলেই আগের শব্দের শেষের বর্নটা কেটে যায়। ফলে ভুল বানান দেখায়। ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জিসান শা ইকরাম
বানান এর ব্যাপারে আমিও ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাবিনা ইয়াসমিন
সে আমাদের পাশেই থাকবে। আমরা তাকে কোথাও যেতে দিলেতো যাবে!!
শুভ কামনা নীরা 🌹🌹
বন্যা লিপি
ইনশাল্লাহ্ আছি এবং থাকবো সাধ্যানুযায়ী। সবার তরে সবাই আমরা। ধন্যবাদ আপু। শুভ কামনা আপনার জন্যে
মোঃ মজিবর রহমান
দেখলাম কেউ মন্তব্য দেইনি আমিই ফাস্ট না জিসান ভাইয়া হইয়া গেল। আমি লেখার আগেই ভাইসাহেব লেখেক্সহেন কিন্তু পোস্ট ছাড়েন নাই আমি ছাড়তে ছাড়তেই তার আগেই এক্সহেড়েন। শুভেচ্ছা ফাস্ট হয়ার দরুন।
সাবিনা ইয়াসমিন
মনেহয় আজকে তার ফার্স্ট হওয়ার রোগে পেয়েছে। 🙂
টেনশন নট মজিবর ভাই, এখানে আমরাই আমরা 🙂
বন্যা লিপি
মজিবর ভাই এইটা ব্লগের কারসাজি নয়তো ব্লগ ভুতের কবলে পড়ছে।
মনির হোসেন মমি
অভিনন্দন এবং শুভ কামনা
আপুর লেখাগুলো সকল পরকে আপণ করে একে ভাবে চরিত্রের গভীরে ঢুকে পড়ে
আবারো
অভিনন্দন 🌷🌷
সাবিনা ইয়াসমিন
হ্যা, বন্যার অনেক গুনের মাঝে অন্যতম গুন হলো মানুষকে আপন করে নেয়া।
ধন্যবাদ ছোট্ট ভাই। শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
মমি ভাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা শুভ কামনা জানবেন। দোয়া রাখবেন যেন মানুষকে ভালবেসে, ভালবাসা পেয়ে মরতে পারি।
বন্যা লিপি
মমি ভাই,আপনাদের ভালোলাগাই আমার লেখালিখির স্বার্থকতা।
সবসময় ভালো থাকবেন।
অজস্র ধন্যবাদ এবং শুভ কামনা জানবেন।
জিসান শা ইকরাম
ময়না- ১ নাম তার! কে দিলেন এই নাম?
জাতি জানতে চায় 🙂
বন্যা লিপি
হা হা হা, ময়না -১ এর কাহিনী সাবিনা ভালো বলতে পারবে আমার থেকে।
সখি ময়না-২ তুমি ব্যাখ্যা করো।
সাবিনা ইয়াসমিন
ময়না নামটি দিয়েছিলো সোনেলার এক প্রতিভাধর ব্লগার। তাকে ভালোবেসে আমি নাম দিয়েছিলাম নীলকুড়িঞ্জী। সে এখন আর ব্লগে আসেনা, কিন্ত তার ভালোবাসায় দেয়া নামটি ভুলতে পারিনি আজো। আমায় যখন ময়না নাম দেয়া হলো, তখন বন্যা বলেছিলো তারও ডাক নাম ময়না। তখন আমরা দুজনে ময়না ভাগ করে ১, ২ হয়ে গেলাম।
কিছু স্মৃতি খুব কস্টের হয়। চোখে জ্বালা ধরে যায়। শুধু ভোলা যায়না। নীলকুড়িঞ্জী যেখানেই আছে, সে যেনো ভালো থাকে। তার প্রতি শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এখানে ও আম্রা আম্রা-য় ভাগাভাগি!
আমাগো চৌক্ষেও হানি আসি গ্যালু!!
এত্ত হানি কৈ রাখুম!
সাবিনা ইয়াসমিন
ঢেলে দিন। চোক্ষের পানি আটকে রাখা ঠিক না মহারাজ, চোখে গ্যাস্ট্রক হয়ে যাবে। 😉
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
অনেক অনেক শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ, বন্যা নিজেই তোমার অভিনন্দন এর জবাব দিবেন। 🙂
বন্যা লিপি
প্রদীপ, ভালো থেকো দাদা ভাই সবসময়।
ধন্যবাদ শুভ কামনা জেনো 🌷🌷
মোহাম্মদ দিদার
শুবেচ্ছা রইলো বন্যা লিপি আপি
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দিদার ভাই।
অসংখ্য শুভেচ্ছা বন্যাকে 🌹🌹
বন্যা লিপি
মোহাম্মদ দিদার, অসংখ্য ধন্যবাদ জানবেন।
ইঞ্জা
৫০ তম পোস্টের জন্য অভিনন্দন প্রিয় বন্যা লিপি আপুকে।
সাবিনা আপুর সাথে সম্পূর্ণ একমত আমি, বন্যা আপু ব্লগের দুঃসময়ে আমাদের সাথে কাঁদ মিলিয়ে লড়েছিলেন, একবারও বিচ্যুত হননি উনার নীতি থেকে, এই জন্য অবশ্যই আমার সাধুবাদ থাকবে আপুর জন্য, সাথে কৃতজ্ঞতা।
সাবিনা ইয়াসমিন
বন্যার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সোনেলাকে আগলে রেখেছিলো দুঃসময়ের সাথী হয়ে।
ধন্যবাদ ভাইজান। আপনিও আমাদের আগলে রেখেছেন সকল পরাশক্তি থেকে। 🙂
ইঞ্জা
আপু আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, এর বেশি কিছু নয়।
বন্যা লিপি
ইঞ্জা ভাই, মানুষের বিবেক হলো সবচে বড় আদালত। আর একটা বিষয় নিজের কাছে নিজের জবাবদিহিতা। আমি জানি আমি কি করছি,কেন করছি,কেন করবো? এই বিষয়গুলো নিয়েই আমি নির্ধারন করতে পিছপা হইনা। সোনেলার বিরোধী দলের কোপানলে আমিও যখন পড়লাম, আমি আশ্চর্য হয়েছি। আমি আপনাকে বলেছিলাম, ‘কথিত সন্মানিত পোস্টদাতার বক্তব্যের কোনো ভিত্তি নেই’ হাজারটা প্রশ্ন আমার মনেও এসেছিলো। উত্তরগুলো নিজের মতো করেই নিয়ে নিয়েছিলাম।
আমার একটা অতি প্রিয় ডায়ালগ আছে ভাই, আমার বন্ধুদের সাথে প্রায়ই উচ্চারন করি * আমি প্যারা নেইনা, প্যারা কেটে বাদ দেই* আমাকে হ্যাজার্ড করার অপশন আমি নিজ হাতে কতল করি। তো বুঝতেই পারছেন,আসলে আমি কি বোঝাতে চেয়েছি? অন্যের দিকে দোষী আঙুল তোলার আগে নিজের কর্তব্যটুকু বোঝা উচিত সবার।আর এ কথা সবার ক্ষেত্রেই প্রযোয্য।
আপনারা সবসময় পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন বলেই আমি লিখতে পেরেছি এ পর্যন্ত। আশা করি আগামীতেও পাবো এমন করে পাশে। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা শুভেচ্ছা শুভ কামনা।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ও স্যালুট প্রিয় আপু, আজ নতুন আরেক আপুর কথা শুনলাম ও শিখলাম আমি, ধন্যবাদ।
নিতাই বাবু
সোনেলা ব্লগে হাফ সেঞ্চুরি পোস্টের জন্য সম্মানিত বন্যা লিপি দিদিকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
সাবিনা ইয়াসমিন
আপনাকে ধন্যবাদ দাদা।
বন্যাকে শুভেচ্ছা অবিরত 🌹🌹
বন্যা লিপি
নিতাই দাদা, অসংখ্য ধন্যবাদ শুভ কামনা জানবেন অবিরত।
ভালো থাকবেন সবসময়।
নিতাই বাবু
আপনাকেও অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দিদি।
তৌহিদ
বন্যা আপুকে অভিনন্দন জানাচ্ছি। এত অল্প সময়ে তিনি সোনেলাকে যেভাবে আপন করেছেন সত্যিই তার তুলনা নেই। তার লেখায় জীবনবোধের যে ছাপ পাওয়া যায় তা খুব কম লেখকরই লেখায় দেখি।
বন্যা আপুর জন্য অনেক অনেক শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
অজস্র শুভ কামনা বন্যাকে। তার লিখনশৈলী আরও বৃদ্ধি পাক এটাই কামনা করি।
ধন্যবাদ তৌহিদ ভাই। 🌹🌹
বন্যা লিপি
তৌহিদ ভাই, সব ভালবাসার মানুষ এখানে। সোনেলাকে আপন না করে কই যাবো? অজস্র শুভ কামনা ধন্যবাদ জানবেন। অনুপ্রেরনা চাই সবসময়।
শবনম মোস্তারী
হাফ সেঞ্চুরি। অভিনন্দন মিষ্টি আপু।🌷
অনেক অনেক শুভকামনা রইলো।
আশা করি খুব শীঘ্রই সেঞ্চুরি দেখতে পাবো।
সাবিনা ইয়াসমিন
জ্বী উকিল সাহেবা, সে হাফ সেঞ্চুরি পেরিয়ে সেঞ্চুরি করে ফেলবেন যখন তখন। আপনার কোয়ার্টার সেঞ্চুরি কখন করবেন? ততোদিন পর্যন্ত আমি ব্লগে থাকবো বলে মনে হয়না। একটু হাত চালান প্লিজ, তাহলে আপনার শুভেচ্ছা পোস্টটা খুশি মনেই দিয়ে দিবো। 🙂
শুভ কামনা আর ভালোবাসা অবিরত শবনম ❤❤
বন্যা লিপি
ময়না-২ তুমি যাও কই? সোনেলা ছেড়ে যাবার কথা ভুলেও মনে আনবেনা খবরদার। দেখা যাবে তাহলে ময়না-১ ও থাকবেনা আর সোনেলা ব্লগে। জোড়া ময়না যে একই সময়ে ব্লগে ইন করেছিলো!!
কোথাও যাওয়া হবেনা তোমার সাবিনা।
বন্যা লিপি
শবনম আপু,অসংখ্য ভালবাসা শুভেচ্ছা জানবেন। আপনাদের প্রচন্ড ভালবাসাই আমাকে এ পর্যন্ত এনেছে। সবসময় এমন উৎসাহটুকু চাই।সবসময় ভালো থাকবেন।
ফজলে রাব্বী সোয়েব
এভাবেই আরও এগিয়ে যাবেন এবং সোনেলা কে করবেন মহিমান্বিত। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ সোয়েব ভাইয়া। শুভ কামনা অফুরান রইলো বন্যার জন্যে। তার সুনিপুণ লেখায় সোনেলার দ্যুতি ছড়াক এই কামনা করি। 🌹🌹
ছাইরাছ হেলাল
মাত্র পঞ্চাশ!!
শত বা দু’শত নিয় কেন তাই ভাবছি।
অভিনন্দন আপনাকে বন্যা, অল্প সময়ে এতটা দূর-পথ অতিক্রম করার জন্য।
আপনার মইয়না-২ ভাল করে মন দিয়ে লেখাটি লেখেন নি!!
ধন্যবাদ কবিতা-জি।
সাবিনা ইয়াসমিন
মন দিয়ে আসলেই লিখতে পারিনি মহারাজ, অনেক কিছু এখনো শিখতে পারিনি। 🙁
বন্যা লিপি
সাবিনা, মহারাজের ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাও বিনা বেতনে। খুঁত ধরতে ভুলে যাবে।
বন্যা লিপি
মহারাজ, সময়টা যাই হোক, হয়তো এই সংখ্যা আরো আগেও সম্পূর্ণ হতে পারতো।তা সত্য। শত ঝঞ্ঝা উপেক্ষা করে করে লিখছি। এই আমার স্বান্তনা। আপনাদের অনুপ্রেরনা পাচ্ছি বলেই হাফ সেঞ্চুরি টা করতে পারলাম এতটা সময় ধরে।
এমনি সাথে /পাশে পেলে ইনশাল্লাহ্ হয়ে যাবে শতক সেঞ্চুরি।
ধন্যবাদ জানবেন।
শুভ কামনা।
বন্যা লিপি
মহারাজ, সখী আমার যা লিখেছে তাতেই আমি চমৎকৃত। শততম পোস্টটা আপনার কাছ থেকে আশা করবো। মনে থাকে যেন।
সুরাইয়া পারভিন
অনেক অনেক শুভেচ্ছা রইলো
আরো অনেক অনেক লিখুন
❤
বন্যা লিপি
অনেক অনেক ধন্যবাদ সুরাইয়া পারভিন আপু। আপনাকেও স্বাগতম সোনেলা উঠোনে। এমনি করে পাশে থাকবেন ইনশাল্লাহ্ লিখবো আমার সাধ্যানুযায়ী।
শুভ কামনা জানবেন।
রিফাত হক
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন লিপিকে। আরো অনেক লেখা চাই।
বন্যা লিপি
রিফাত হক কে আপনি? প্রোফাইলে ছবি দিন প্লিজ।আমার সন্দেহ হচ্ছে আপনি আমার বন্ধু রিফু নাকি? পরে আসছি।
বন্যা লিপি
রিফু,আমি যারপরনাই চমৎকৃত হয়েছি তোমাকে ব্লগে দেখে। জানামতে তুমি লেখালিখির সাথে যুক্ত নও। তবুও তুমি ব্লগে এসেছো দেখে ভালো লাগলো।অন্তত পড়ার ব্যাপারটা জানি আমি তোমার। প্রচুর পড়তে তুমি।তবে শুধু পড়ার জন্য ব্লগে আইডি খোলার কোনো দরকার পড়েনা। এটা তুমিও জানো। এসে যখন পড়েছো আশা করবো তুমি আমাদের লেখা পড়ে মন্তব্য করবে গঠন মূলক। আমরা উৎসাহ পাবো আরো একটু ভালো লিখতে।
তোমাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা শুভেচ্ছা।
ভালো থেকো সবসময়।
চাটিগাঁ থেকে বাহার
এই যে পারস্পরিক ভালবাসা। এটা যেন সবসময় বজায় থাকে এটাই কামনা করি। আপনার দু’জনের জন্যই শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ বাহার ভাইয়া। ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ।
চাটিগাঁ থেকে বাহার
ইনশাআল্লাহ্!
বন্যা লিপি
ফজলে রাব্বী সোয়েব, অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহ প্রেরনায় অবশ্যই চেষ্টার ত্রুটি থাকবেনা ইনশাল্লাহ্।
শুভ কামনা, শুভেচ্ছা।
আরজু মুক্তা
অভিনন্দন। উপরের ছবিটি অনেক সুন্দর। আপনার কমেন্টও চমৎকার। লিখাও অসাধারন। তাড়াতাড়ি সেঞ্চুরি করেন। সাথে আছি।
শুভকামনা
বন্যা লিপি
মুক্তা আপু, উপরের ছবিটা সাবিনা ম্যাম আমার টাইমলাইন থেকে সংগ্রহ করেছেন আমার অজান্তেই। আমি নিজেই চমকে গেছি পোস্ট দেখার পরে। এত পুরোনো ছবি!!!!!
৩০ বছর আগের ছবি ওটা। বুঝতেই পারছেন কিশোরি বয়সের ছবি এটা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা। পাশে পাচ্ছি বলেই লেখা এগিয়ে চলবে ইনশাল্লাহ্। শুভেচ্ছা শুভ কামনা জানবেন।
শাহরিন
আপনার সখীকে অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা।
বন্যা লিপি
শাহরীন আপু, আপনাকে অসংখ্য ভালবাসা। এমন উৎসাহ চাই সবসময়। লেখা চলবে ইনশাল্লাহ্। যদিও আপনি আমাকে উদ্দেশ্য করে বলেন নি। তথাপি জবাব আমি দিলাম।
ময়না-সখী তুমি কই?
শাহরীন আপু ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
আপু,ভালোবাসা নিবেন
অনন্য অর্ণব
আমার অনেক ব্যস্ততার মাঝে বেশি পড়ার সুযোগ পাই না। আর কোন লেখা না পড়ে না বুঝে মন্তব্য করা আমার ধাতে যায় না। দুঃখিত আপু। তবে মনে রাখবেন আমি যে লেখাটায় মন্তব্য করেছি, সেটা অবশ্যই পড়েছি এবং খুব ভালো ভাবে অনুধাবন করেছি। ধন্যবাদ।