
অনুভব_১
সেটুকুই সঞ্চয় আমার
যেটুকু তুমি স্বহস্তে করে গেছো দান
এ সঞ্চয়টুকু নিয়েই আমি
জীয়ে রেখেছি আমার প্রাণ।
অনুভব_২
শূন্য আমিকে পূর্ণ করেছো
বিশাল আকাশসম মায়ায়,
গভীর সমুদ্রসম ভালোবাসায়
পূর্ণ আমি’র এ জীবনে আর
তোমার কাছে চাইবার কিছু নেই।
~সুরাইয়া পারভীন
৩৯টি মন্তব্য
মনির হোসেন মমি
অভিনন্দন এবং শুভ কামনা আপু। এখানে আপনাকে দেখে খুব ভাল লাগছে।এখানে আমরা আরো অনেকেই আছি। সাথে থাকুন ভাল লাগবে। চার লাইনের অনুকবিতা যেন বিশাল এক অকৃত্রিম ভালবাসার অর্থ বহন করে। চমৎকার।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা জানবেন ভাইয়া
থাকবো ইনশাআল্লাহ সবার সাথে
ইঞ্জা
প্রথমেই বোনটিকে স্বাগত জানাই সোনেলা ব্লগে, এ এমন এক জায়গা যেখানে আপনি আপনার মনের মাধুরি মিশিয়ে লিখতে পারবেন, এইখানে পাবেন সারা বিশ্বের পাঠক সমাজ, মনে রাখবেন এ আপনারই উঠোন, নিয়মিত লেখার অনুরোধ করছি।
এখন আপনার লেখাতে আসছি, প্রথম লেখাতেই খুব সুন্দর কাব্য দিলেন, আমি সত্যি মুগ্ধ হলাম। 😊
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
আপনাদের ভালোবাসায় মুগ্ধ আমি
আর সাহস পাই লেখার
ইঞ্জা
আপু যেকোন দরকারে আমাদের যে কাউকে জিজ্ঞেস করলেই সব বুঝিয়ে দেবে, ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
ছোট্ট অনুভুতি জীবন ময় স্রিতি। খুব অন্তর ছুয়ে গেল। লিখুন সোনেলায় মন উজাড়ে। শুভকামনা রইল।
তৌহিদ
সোনেলায় স্বাগতম। অল্প পাওয়াতেই সুখী হওয়া যায় যদি সেখানে ভালোবাসা থাকে। পাওয়াগুলি তখনই পূর্ণতা পায় যদি সেখানে থাকে প্রেম।
লিখুন নিজের মত করে। শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ
মন্তব্যেে একরাশ ভালোলাগা রইলো
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ
চমৎকার মন্তব্যের জন্য ধন্য আমি
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সবসময়
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন
মোঃ মজিবর রহমান
আপনার লেখা চাই। শুভেচ্ছা অবিরত।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায়
শবনম মোস্তারী
স্বাগতম আপু। অনুভবের ভাবনা খুব ভালো লাগলো আপু।
শুভকামনা রইলো🌷🌷
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা জানবেন আপু
আন্তরিক ধন্যবাদ ❤❤
রেহানা বীথি
সুন্দর অনুভব।
সোনেলায় স্বাগত।
সুরাইয়া পারভিন
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপু
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
লেখুন এখানে নিজের যত কথা আছে সব।
নিজে লেখুন, অন্যের লেখাও পড়ুন।
নিজকে উপলব্দি করার সুন্দর দুটো অনু কবিতা নিয়ে আত্মপ্রকাশ হলেন সোনেলায়।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন
অবশ্যই চেষ্টা করবো এখানে সবার লেখা পড়ার ও মন্তব্য করার
ভালো থাকবেন
শামীম চৌধুরী
অনুভুতি আছে বলেই আমরা জীবনকে সুন্দর করে সাজাতে পারি। খুব ভালো লাগলো আপনার প্রকাশ।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
সেটুকুই সঞ্চয় আমার
যেটুকু তুমি স্বহস্তে করে গেছো দান
এ সঞ্চয়টুকু নিয়েই আমি
জীয়ে রেখেছি আমার প্রাণ।
সুন্দর অনুভূতি, চমৎকার লিখেছেন দিদি
খুব ভালো লাগছে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
আরজু মুক্তা
দুটো অণুকবিতা দুটো প্রাণ।
ভালো লাগলো।
সোনলায় স্বাগতম
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
বন্যা লিপি
অল্পতে তৃপ্তি পাওয়া অনুভবটুকু মহীয়ান করুক আমাদের সকলের মন মনন।
সোনেলার সোনালী উঠোনে স্বাগতম আপনাকে।অভিনন্দন।সুন্দর অনুভব ছড়িয়ে দিন আমাদের মাঝে।
শুভেচ্ছা জানবেন।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন বুবু
ভালো থাকবেন সবসময়
মাছুম হাবিবী
অনুভূব গুলো অসাধারণ আপু বেশ ভালো লেগেছে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চাটিগাঁ থেকে বাহার
বাহ, সুন্দর প্রকাশ!
পরিচ্ছন্ন মনে কৃতজ্ঞতার অবিব্যক্তি।
আরো লিখুন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সব সময়
জিসান শা ইকরাম
নতুন লেখা কই ?
লেখা দিন দ্রুত,
সুরাইয়া পারভিন
আজকেই দিয়েছি নতুন লেখা ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগতম।
জোড়া অণুকবিতায় সুলেখনির পরিচয় দিয়েছেন প্রথমেই। অনেক অনেক লিখুন, পড়ুন বাকিদেরও। সানন্দে সোনেলার উঠোনে মেলে ধরুন নিজেকে।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় আপু
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর অনুভুতি।
শুভো কামনা রইলো….
সুরাইয়া পারভিন
ধন্যবাদ অশেষ