
সুসময়ের বন্ধুুরে তুই, কোকিল কালো পাখি…
দুঃখের কালে আমারে তুই,
দিলি কেন ফাঁকি..?
বসন্তে যখন গাছে ফোটে,
নতুন নতুন ফুল…।
ভাবিস কি তুই, আমি তোরে
চিনতে করি ভুল..!
সারমর্ম :- মানুষ সমাজস্থ প্রাণী আর তাই মানুষ কখনও একাকী বাস করতে পারে না। জীবনের প্রতিটি কদমে তাকে একাই চলতে হয় বলে সে নিজের জন্যে একজন বন্ধুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে। একজন সৎবন্ধু হতে পারে তার জীবনের দিকনির্দেশক। কারও সাথে বন্ধুত্ব করার পূর্বে জেনে নেয়া উচিৎ যে, সে কার সাথে বন্ধুত্ব করেছে। এমন কারও সাথে বন্ধুত্ব করা উচিৎ নয় যে, “সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অ
সময়ে হায় হায় কেউ কারো নয়।”
৪০টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনি,
লেখার জন্য সোনেলা পরিবারকে বেঁছে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আজ থেকে এই সোনেলা পরিবারের একজন আপনিও হয়ে গেলেন,
এখানে সবাই সমান, সবার অধিকার এক।
লিখুন আপনার মনের মত, এই উঠোনকে আপনি রাফ খাতা বানিয়ে ফেলুন।
বন্ধু নির্বাচনে আমাদের সতর্কতা খুবই জরুরী।
অনেক অনেক শুভ কামনা।
মণি কাশফিতা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে,
আমাকে আপনাদের পরিবারে সদস্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন । ভালো থাকবেন সব সময়, শুভকামনা ও ভালবাসা রইল ।
জিসান শা ইকরাম
নিয়মিত লেখা চাই আপনার,
আপনি অনেক ভালো লেখেন, আপনার লেখা পড়েছি আমি।
সোনেলার সমস্ত পাঠকের মাঝে তা ছড়িয়ে দিন।
মণি কাশফিতা
ধন্যবাদ ভাইয়া আপনাকে, আমার লিখা পড়ার জন্যে। ইনশাআল্লাহ, চেষ্টা করবো সবাইকে ভালো কিছু লিখা উপহার দিতে।
মনির হোসেন মমি
আসলে জীবনের অধিকাংশ সময় কাটে বন্ধুবান্ধদের সাথে।সেই সব বন্ধু নির্বাচনে হওয়া চাই সঠিক ভাবে নতুবা পস্তাতে হয় সারাটা জীবন। তাই সুসময়ে নয় বিপদে যিনি পাশে এসে দাড়ায় তিনিই প্রকৃত বন্ধু। অল্প কথায় চমৎকার কবিতা। তার সাথে তরজমা।এই প্রথম এই ভাবে তরজমা কবিতা পড়লাম। আসলে কবিরা কবিতা কোন ভাবার্থে লিখেন তা পাঠকদের বুঝতে বেশ কষ্ট হয় সাথে এমন তরজমা থাকলে বুঝে নিতে সহজ হয়।
অসংখ্য ধন্যবাদ আপু। প্রথম পোষ্টেই সবাইকে চমকে দিলেন। অভিনন্দন এবং শুভ কামনা।সাথেই থাকুন আশা করি আপনার ভাল লাগবে।খুব ভাল লাগছে এ পরিবারে আপনাকে পেয়ে। শুভ কামনা রইল।
মণি কাশফিতা
ভাইয়া, আপনাকেও অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি।
আসলেই তাই, যদি একজন কবি তার কাব্যের
ভাবার্থ প্রকাশ করেন তবে একজন পাঠক লেখা থেকেও দিক নির্দেশনা পায়। প্রতি নিয়ত ভালো থাকবেন, ভাইয়া।
হৃদয়ের কথা
অল্প কথায় কঠিন বাস্তবতাকে তুলে আনলেন আপু। কোকিলের কণ্ঠ যতই মিষ্টি হোক, ডিম দেয় সে কাকের বাসায়৷ বন্ধু নির্বাচনে আমরা যেন ভুল না করি৷
সোনেলায় আপনি স্বাগত।
মণি কাশফিতা
ঠিক বলেছেন আপনিও, আসলে লেখকের লিখার সার্থকতা রয়েছে পাঠকের উপলব্ধি ক্ষমতায়। আপনিও ভালো থাকুন প্রতিটি ক্ষণে।
বন্যা লিপি
সোনেলার সোনালী উঠোনে সুস্বাগতম।
চৌকশ উদ্দিপ্ত লেখা নিয়ে প্রথমেই চমকে দিয়েছেন। নিয়মিত আপনার এমন লেখা পড়তে চাই। শুভ কামনা শুভেচ্ছা🌷🌷🌷🌷
মণি কাশফিতা
অশেষ ধন্যবাদ প্রকাশ করছি আপু, আপনার প্রতি।
ভালো থাকুন প্রতিটি মুহূর্তে….।
ইঞ্জা
সোনেলা পরিবারে সু-স্বাগতম আপু, এই পরিবার, এই উঠোন আজ থেকে আপনারও, একে আপনি যত বেশি ভালোবাসা দেবেন, তার চেয়ে বেশি ভালোবাসা পাবেন।
আজকের শুরুটা চমৎকার অনুভূতি দিয়ে শুরু করলেন আপু, খুব ভালো লাগলো।
মণি কাশফিতা
ধন্যবাদ প্রিয় মুখ, প্রিয় ভাইয়া, আপনার উৎসাহেই আমার এখানে আগমন। ভালো থাকবেন ভাইয়া, ভালবাসা রইলো।
ইঞ্জা
আমার ছোট্ট বোনটিকে এইখানে আনোতে পেরে আমিই সবচাইতে বেশি খুশি আপু। 😊
আরজু মুক্তা
সুস্বাগতম কাশফিতা। প্রথম লিখা দিয়ে চমকে দিলেন। আসলেই ভালো বন্ধু দরকার। সেইসাথে সৎ। না হলে পথ পথের মধ্যেই হারাবে। সবকিছু কাজের আগেই একজন বন্ধুর পরামর্শ কাজে লাগে।
দারুণ লিখলেন।
সুখপাখি হয়ে লাভ নেই।
ভালো থাকবেন। আরও লিখা পড়তে চাই।
মণি কাশফিতা
আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা ও ভালোবাসা রইলো…।
তৌহিদ
সোনেলায় স্বাগতম! প্রথমেই সুন্দর ভাবার্থের একটি লেখা দিলেন দেখে ভালো লাগলো আপু। লিখুন নিজের মত করে।
শুভকামনা রইলো।
মণি কাশফিতা
ধন্যবাদ ভাইয়া , শুভেচ্ছা রইল আপনার প্রতি…।
নিতাই বাবু
আপনাকে ফেসবুকে থাকা কোনও এক গ্রুপে যেন দেখেছি মনে হয়। হতে পারে মা-মাটি গ্রুপে। এখানে আমিও একসময় ছিলাম। এখনো আছি। তবে না থাকার মতোই। এখানে, এই উঠোনে আপনাকে দেখে খুশি হলাম। সোনেলাপরিবারে আপনাকে স্বাগত। আশা করি সাথে থাকবেন। শুভ বিজয়াদশমীর শুভেচ্ছাও জানবেন।
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাকে চিনতে পেরেছেন। আসলে, আপনাকে দেখে আমারও ভীষণ ভালো লেগেছে । শুভ বিজয়া…।
রেহানা বীথি
ভালো লাগলো আপনার লেখা।
সোনেলায় স্বাগতম।
মণি কাশফিতা
আপু, অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার প্রতি।
আহমেদ ফাহাদ রাকা
স্বাগতম সোনেলা পরিবারে,আমি নিজেও এখানে নতুন সদস্য,ভালো লাগলো আপনার লেখা,আমি নিজেও এই লেখার বাস্তব ভুক্তভোগী,
সুসময়ে বন্ধু হয় সবাই
দুঃসময়ে সেই বন্ধুই দিয়ে দেয় জবাই
মণি কাশফিতা
ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক ভালো থাকুন, শুভকামনা রইল।
মোঃ মজিবর রহমান
দারুন লিখছেন। অসময়ে পাশে যারে পায় বন্ধু সেইত হয়।
সোনেলা আপনার লিখার স্থান হয়েছে। আশা করি নিয়মিতই পাব। আপনার লেখা। শুভেচ্ছা বোনকে।
শুভেচ্ছা অবিরত।
মণি কাশফিতা
আপনার প্রতিও অনেক শুভকামনা রইল ভাই।
মোঃ মজিবর রহমান
হ্যা৷ ভাল থাকুন
চাটিগাঁ থেকে বাহার
বন্ধু নির্বাচন করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। একজন ভালো বন্ধু জীবনের জন্য আশির্বাদ স্বরূপ। আপনার লেখা ভালো হয়েছে। আপনার জন্য শুভ কামনা।
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ ভাইয়া।
নাজমুল হুদা
প্রথমেই সোনেলায় স্বাগতম আপু 😍
বন্ধু হোক বন্ধুর আয়না । সুন্দর সারমর্ম ।
মণি কাশফিতা
আপনার প্রতিও অকৃত্রিম শুভেচ্ছা রইল ।
শবনম মোস্তারী
সোনেলায় স্বাগতম।
অনেক মূল্যবান একটি সারমর্ম।বন্ধু নির্বাচনে সত্যি সাবধানী হওয়া উচিত।
মণি কাশফিতা
আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে তোমায় সুস্বাগতম মনি। প্রথম লেখা আর সবার সাথে মত বিনিময়ে চমৎকৃত করেছো। নিয়মিত লিখো। অন্যদের পোস্টেও যেয়ে পাঠ প্রতিক্রিয়া জানিও। মিলেমিশে এক হও এই প্রাণের উঠোনে।
শুভেচ্ছা ও ভালোবাসা অবিরত 🌹🌹
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালবাসা রইলো…।
নীরা সাদীয়া
স্বাগতম সোনেলায়। সত্যি বলেছেন, বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া দরকার। তবে আসলে শুরুতে বোঝা যায় না কে কেমন বন্ধু হবে বা হতে পারে। বিপদে পরলে বোঝা যায় তার আসল রূপ।
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
মোহাম্মদ দিদার
বেচ ভালো লাগলো।
অল্প কথায় বেশ সাবলীল উপলব্দি প্রকাশ।
শুভো কামনা
মোহাম্মদ দিদার
বেশ ভালো লাগলো।
অল্প কথায় বেশ সাবলীল উপলব্দি প্রকাশ।
শুভো কামনা
ত্রিস্তান
আরে আমার আগুন সুন্দরী যে দেখি সোনেলায় !! আহারে..আমি যে কি এক্টা 🤔🤔
ত্রিস্তান
কবিতাটি অসম্ভব ভালো লেগেছে। এটাই বাস্তব চিত্র।