কারও জন্মদিনের শুভেচ্ছা জানানো আমার কাছে যেমন আনন্দের তেমনি কিছুটা বেদনারও বটে। আনন্দের এ কারনে এই দিনেই সে পৃথিবীতে এসেছিলো। পরিবারের অনাবিল সুখ-শান্তি, সবার হাসিমুখ, কত স্মৃতি!!
বেদনার কারন হচ্ছে জীবনে একটি করে জন্মদিন আসে আর জীবন থেকে একটি করে বছর চলে যায়। মনে হয় আর বুঝি বেশী দেরি নেই! যদিও এসব আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। কিন্তু তারপরেও আমরা হাসিমুখ পছন্দ করি। আনন্দ উৎসব করতে ভালোবাসি। আমিও যে এর ব্যতিক্রম নই!
আর সে কারনেই গোপন ইচ্ছেরা নাড়াচাড়া করে মাথার ভিতর, হৃদয়ে-মননে। মনে হয় জানাই তাকে জন্মদিনের শুভেচ্ছা অন্তর থেকে। এতে যদি তার হাসিমাখা মুখ একটু হলেও দেখা যায় এটাই অনেক বড় প্রাপ্তি। সেখানে যার জন্মদিন তিনি একজন লেখক হলেতো আর কথাই নেই।
আজ যার জন্মদিন তিনি আর কেউ নন, আমার আমাদের সবার প্রিয় ব্লগার শবনম। ০৭ অক্টোবর বাবা মা’র মুখ আলোকিত করে সেই যে এসেছিলেন এই ধরাধামে সে আলো অদ্যাবধি ক্ষনিকের জন্যেও ম্লান হয়নি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি জানি বহু দিন মাস বছর ধরে। আজ পর্যন্ত তার একটি ভূলও চোখে পড়েনি আমার। সত্যিই আশ্চর্য লাগে আমার কাছে।
সাহিত্য নিয়ে পড়াশুনা করা একজন মানুষ নিজের সবকিছু নিখুঁতভাবে কি করে সামলান তা আজও আমার কাছে অজানা। আমার ধারনা তারা লেখক কিংবা সাহিত্যিক হিসেবে নিজেরা অগোছালো টাইপ মানুষ। এই ভুল যিনি ভাঙিয়ে দিয়েছেন তিনি শবনম। আমার খুব কাছের প্রিয় একজন মানুষ।
শবনম, আজকের এই শুভদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সোনেলা ব্লগ আপনার মত মিষ্টভাষী, সদালাপী এবং চৌকশ বুদ্ধিমত্তার লেখক পেয়ে সত্যিই আনন্দিত।
ভালো থাকবেন সবসময়, কখনো যেন শুনতে না হয় আপনি ভালো নেই। শুধু প্রয়োজনে নয়, আমার নিজের অস্তিত্বের সঙ্গী হিসেবে পাশেই আছি সবসময়।
ভালোবাসা জানবেন।
৫৮টি মন্তব্য
বন্যা লিপি
ব্লগার,লেখক,সদালাপি, চৌকশ,বুদ্ধিমতি…… সর্বগুণের অধিকারী আমাদের প্রিয় ভাবির জন্য জন্মদিনের অজস্র শুভেচ্ছা, ভালবাসা।
বাই দ্য রাস্তা, তৌহিদ ভাই আপনাকে বলছি, শুনুন এত এত প্রসংশায় চিড়ে ভেজালে চলবেনা। ভাবিকে উপহার কি দিলেন জাতি জানতে চায়।
শবনম ভাবি খবরদার মিঠে কথায় ভুলবেন না যেন। আপনাকে আবারো জানাই শতসহস্র ফুলেল শুভেচ্ছা। জন্মদিনের অনেক অনেক শুভ কামনা রইলো 🌷🌷🌷🌷🌷🌹🌹🌹💕💕💕💕💕
মনির হোসেন মমি
প্রথমে শুভেচ্ছা
শুভ জন্মদিন প্রিয় আপু।
মনির হোসেন মমি
কোন স্থানের মন্তব্য কোথায় গিয়ে পড়ল। সরি বন্যাপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু।
কিছু জিনিষ একটু আড়ালেই থাকুক😀😀
ইঞ্জা
শুভ জন্মদিন প্রিয় আপু। 🌹🌷🌺
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইলো। 💜
ইঞ্জা
আমার পক্ষ থেকেও আপনাদের জন্য শুভকামনা রইলো ভাই। 😊
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া
ইঞ্জা
অনেক শুভেচ্ছা আপু
নীরা সাদীয়া
শুভ জন্মদিন ভাবী 😍
তৌহিদ
ধন্যবাদ আপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু
মোঃ মজিবর রহমান
শুভ জন্মদিন।💙💚💛💜
তৌহিদ
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
💚💛💜💙❤
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
শুব হোক এ জন্মদিন।
সবকিছু আমরা আমরা হয়ে গেল যে,
দাওয়াত অন্তত দিতেই পারতেন!
আচ্ছা, সাহিত্যিক ভাবের উৎস জেনে গেলাম, আবার।
তৌহিদ
দাওয়াত দিতে হবে কেন? ভাই ব্রাদার সব চলে আসবেন☺
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া।
দাওয়াও রইলো ভাইয়া
আরজু মুক্তা
সাহিত্যিক যারা তারা এলোমেলো বা অগোছালো কথাটা মানলামনা। আমি নিজেও ইংরেজিতে পড়েছি। এবং আমি মনে করি, আমরা অনেক বই পড়ি বলেই গুছিয়ে থাকতে শিখেছি।
শুভকামনা, আপুর জন্য। পথচলা নির্বিঘ্ন হোক।
আপনার দীর্ঘায়ু আর সফলতা কামনা করছি।
ভাইয়া, যে এতো সুন্দর কেমনে লিখেন তা বুঝলাম। পাশে প্রুফ রাইটারও আছে।
শুভ হোক জন্মদিন। 🌹🎂🎁
তৌহিদ
কথা কিন্তু সত্য। আজ জানলাম কেন সাহিত্যিকরা গোছালো হয়!!
ধন্যবাদ আপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু 🌷
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন ভাবী।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
দাদা এতো সুন্দর করে লিখেন কিভাবে জানতে চাই?
তৌহিদ
ধন্যবাদ ভাই। লিখতে লিখতেই হয়ে যায় কিভাবে যেন!!
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
মনির হোসেন মমি
শুভ জন্মদিন প্রিয় বোন প্রিয় লেখক। শুভ হউক আগামী পথচলার প্রতিটি দিন ক্ষণ।
তৌহিদ
ধন্যবাদ ভাইটি💜
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া
নিতাই বাবু
শ্রদ্ধেয় লেখিকা শবনমের শুভ জন্মদিনে শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
তৌহিদ
অনেক ধন্যবাদ দাদাভাই।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
নাজমুল হুদা
শুভ জন্মদিন ভাবী
( আগের থেকে কথা ভাইয়া পোস্ট দিলে ভাবী ডাকবো)
তৌহিদ
হা হা হা, আচ্ছা নাজমুল ☺
শবনম মোস্তারী
😀😀 হুম মনে আছে
ধন্যবাদ।
নাজমুল হুদা
মনে থাকলেই ডাকবো ,নইলে গণপিটুনি খেতে হবে 😀
জিসান শা ইকরাম
ছোট আপু শবনমকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা,
যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার জিসান দাদার দোয়া এবং শুভকামনা সব সময়ই থাকবে আপনার সাথে।
সারাক্ষণ আনন্দে থাকুন, সুখ ঘিরে রাখুক আপনাকে এবং আপনার পরিবারকে।
তৌহিদ
ধন্যবাদ ভাই।সবসময় পাশে থাকবেন আমাদের।
শবনম মোস্তারী
অনেক অনেক ধন্যবাদ দাদা।❤️
জিসান শা ইকরাম
এত সুন্দর জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট লেখার জন্য আপনাকেও শুভেচ্ছা তৌহিদ ভাই।
শুভ কামনা।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা ভাই।
হৃদয়ের কথা
শবনম আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দাদা।
শবনম মোস্তারী
অনেক অনেক ধন্যবাদ
আহমেদ ফাহাদ রাকা
শুভ শুভ শুভ দিন শবনম আপুর জন্মদিন ♥️♥️♥️অনেক অনেক শুভেচ্ছা আপু ❤️
তৌহিদ
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানবেন।
শবনম মোস্তারী
অনেক অনেক ধন্যবাদ
রেহানা বীথি
ছোট বোন, ভালো থেকো সারাজীবন
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু ❤️
সাবিনা ইয়াসমিন
মিষ্টি মেয়ে শবনমকে একরাশ গোলাপের শুভেচ্ছা। জন্মদিনের আনন্দ ঘিরে থাকুক আগামী জন্মদিন পর্যন্ত।
শুভকামনা ও ভালোবাসা। 🌹🌹
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। পাশে থাকবেন সবসময় এটাই কাম্য।
ধন্যবাদ।
শবনম মোস্তারী
অনেক অনেক ধন্যবাদ আপু ❤️❤️
সাবিনা ইয়াসমিন
শুধু ধন্যবাদ নিবো না শবনম। জন্মদিন কেমন কাটিয়েছো কি কি অনুভবে রেখেছো সব ডিটেইলস জানাও আমাদের। তৌহিদ ভাই এত এত কষ্ট করলেন তোমার জন্যে, আর তুমি ফিরতি লেখা তাকে উপহার দিবেনা, এটা হয়!!!?
শাহরিন
জন্মদিনের শুভেচ্ছা। দুক্ষিত দেরি করে শুভেচ্ছা জানানোর জন্য। অনেক অনেক আনন্দ আর ভালোবাসায় কাটুক সারাজীবন। প্রিয় জনের প্রিয় হয়ে থাকুন দোয়া করি।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ আপু। শুভেচ্ছা জানবেন।
কামাল উদ্দিন
শুভ জন্মদিন জানিয়ে গেলাম অনেক দেরী করে।
তৌহিদ
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানবেন ভাই।💜