
আমার শহরে কাশবন নেই।
সংকীর্ণতায় অন্ধ অমরত্বতার বিস্বাদ গায়ে মেখে
অনুভবে আজ আমি ঘরেও নেই পাড়েও নেই;
আছি এ দু’য়ের মাঝখানে।
সন্ধ্যাবেলায় নিশুতিডাকের বিদীর্ণ আহাজারিকে
শৃঙ্খলবন্দী করে বেঁচে থাকবো নতুনরুপে,
এই ধরাধামে যতদিন আছে নিঃশ্বাসে প্রাণ করেছি পণ;
হাঁটবো নতুন পুজ্যপথে,কাশফুলের সাথে।
এই শহরে চেনামুখগুলি আর চেনা নেই।
আঁধারের অস্পৃশ্যতায় বন্দী হয়েছে মর্তের স্নেহপ্রেম;
অন্ধ অনুরাগে জলকেলিতে মত্ত নৃস্বর্গের দেবীরা।
অপার্থিব অতিপ্রাকৃত আলোকজ্জ্বল মধুমায়ায়
অথবা যুগলবন্দী কায়ার ছিন্নবিচ্ছিন্নতার দ্বন্দ্বে-
নবমন্ত্রে দীক্ষিত হয়েছি আজ।
তোমার বাহুডোরের লোভকাতুরতায়,
ছিঁড়েছি জাগতিক সব বন্ধন শিখা।
কাশফুলের শুভ্রতার অবগাহনসুরে
বিশ্বপ্রকৃতির চেতন-অচেতনতায় অনন্ত সৌন্দর্য মাঝে,
একা একা স্বশরীরে সুন্দরবেশে হেঁটেছি সে মেঠোপথে।
আমি নরকগুলজার প্রাপ্তিযোগ্য বন্দিতো নই?
তাই মানবযক্ষের বিরহ-ব্যথাকে পায়ে ঠেলেছি-
রাগিণীর মূর্ছনায়, মেঘদূতের আহবানে।
অন্তর্ভেদী বেদনায় মোহাচ্ছন্নতার প্রেমপূজারী আমি।
তোমাকে না পাওয়ার কান্না আকাঙ্ক্ষার নিরবিচ্ছিন্নতায়;
সংসার স্রোতের বন্যায় ভেসে চলেছি হাস্য-পরিহাসে।
দুঃখ-শোকের আবর্ত বার্তায় উদ্বেলিত
কিংবা অতৃপ্তির চিত্ত-অধীরতাকে পাশকাটিয়ে;
চলো যাই তোমার শহরের কাশবনে।
হবো দু’জনে মুখোমুখি, প্রেমমত্ত্বতায় মাখামাখি;
ঘন নিভৃতে শুধু তুমি আর আমি।
৩৩টি মন্তব্য
মোহাম্মদ দিদার
সত্যি ভাই অসাধারণলিখেছে।
মন্ত্রমুগ্দ হলাম প্রি।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ ভাই।শুভকামনা রইলো।
রেজওয়ান
অসাধারণ ছন্দ ভাইজান😍অনেকদিন পর ব্লগে ঢুঁ মারলাম। এসেই মন ভাল হয়ে গেলো❤
তৌহিদ
আপনাকে দেখে সত্যিই খুশি লাগছে ভাই। ভালো থাকবেন।
রেজওয়ান
আমারো অনেক ভাল লাগছে ভাললাগার প্রিয় ভাইদের লেখাগুলো পড়ে। সময়ই করতে পারছিলাম না। নিয়মিত হওয়ার চেষ্টা করছি ভাই✌কিছুদিন পড়বো এরপর আবার লেখায় মন দিবো ভাই, দোয়া করবেন😍
তৌহিদ
আপনার অপেক্ষায় রইলাম ভাই।
নিতাই বাবু
তৈহিদ দাদা, পোস্টের ছবি কোত্থেকে? আমাদের চারপাশ থেকে এই কাশফুল যেন চিরতরে হারিয়ে গেছে। ঔষধ বানিয়ে সেবন করার জন্যও কাশফুল খুঁজে পাওয়া যায় না। যাইহোক, আপনার লেখা কবিতা কিন্তু ভালো হয়েছে। তাই কবিতায় ভালোবাসা রেখে গেলাম।
তৌহিদ
ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছবি ভাই। কাশফুল দিয়ে ঔষধ হয়? কিসের ঔষধ দাদা?
ভালোবাসা নিলাম 💜
নিতাই বাবু
প্রেম রোগ যার হয়!
তৌহিদ
দাদা এই ঔষধ লাগবে আমার। পার্সেল করে দিন দয়া করে।
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ লেখনী দাদা।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যবর্ধন হলো শরতের শুভ্র কাশফুল। প্রকৃতির অপার স্নিগ্ধতা আর মনোরম পরিবেশে বেড়ে উঠা শিউলি আজকাল তেমন একটা দেখতে পাওয়া যায়না।
.
ভালো লাগলো লেখাটা পড়ে দাদা।
তৌহিদ
কাশবন কাশফুলে শিউলিকে নিয়ে এলেন!! বাহ! এরকম যদি সত্যিই হতো।☺☺
ছাইরাছ হেলাল
তুমি-আমি-র কাঁশবনে
নিভৃত যতনে, নিরবিচ্ছিন্ন প্রেম নিঃশ্বাসে
প্রমত্ত মাখামাখি মন্দ নয় মোটেই!
সামান্য সাবধানতা এই বন্য বন্যায়
খুব-ই প্রয়োজন;
তৌহিদ
মোলায়েম ঘুতা খাবো বলে খালি পায়ে হাঁটছি কাশবনে। সাবধানেই আছি ভাইজান। সাপ বিচ্ছুর অভাব নেই আশেপাশে ☺☺
আরজু মুক্তা
কাশফুলের নরম ছোঁয়া হৃদয়কে পুলকিত করবেই।
দুজনেই ঘোরেন শুভ্রতার সাথে।আমরা সময় পেলে ঘুরে আসবো।
ভাই কাশফুলে চন্দ্রবিন্দু হবেনা। আপনি তবুও অভিধান দেখে নিবেন।
তৌহিদ
এহ হে! তাইতো। ধন্যবাদ আপু। এইনা হলে মুরুব্বি!! কৃতজ্ঞতা জানবেন। চা পাওনা রইলো ☺☺
আরজু মুক্তা
হুম, আদা চা!
তৌহিদ
ওকে আপু ☺☺
মনির হোসেন মমি
অন্তর্ভেদী বেদনায় মোহাচ্ছন্নতার প্রেমপূজারী আমি।
তোমাকে না পাওয়ার কান্না আকাঙ্ক্ষার নিরবিচ্ছিন্নতায়;
সংসার স্রোতের বন্যায় ভেসে চলেছি হাস্য-পরিহাসে।
এতো সুন্দর কবিতা কেমনে লিখেন আমারে একটু শিখায়েন ভাইটি। জীবন এমনি হয়তো যাকে পূজারীঁর আসনে বসিয়েছি তাকে না পেলেতো জগৎ সংসার উদাসী লাগবেই। চমৎকার।
তৌহিদ
কেমনে কেমনে জানি হইয়া যায় মমি ভাই। নিজেও জানিনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
কাশফুলের দোলা লাগলো মনে।
ভীষণ সুন্দর লিখলেন ভাই।
তৌহিদ
শরতের কাশফুলের দোলা লাগুক সবার মনে এটাই কাম্য। ধন্যবাদ জানবেন আপু।
বন্যা লিপি
আমি কখনো কাশবন দেখিনি। হিংসে হচ্ছে! ভালবাসা আর কাশফুলের আন্দোলন। অভাবনীয় প্রকাশ ভাই।
তৌহিদ
বলেন কি? আপু দিয়াবাড়ী চলে যান কালকেই ☺☺
শবনম মোস্তারী
অনেক ভালো লিখেছেন।
বাতাসে কাশফুলের দোলার মত, কবিতাটাও হৃদয়ে দোল দিয়ে গেল। 😊
তৌহিদ
অনেক ধন্যবাদ। কাশফুলের শুভ্রতায় আন্দোলিত হোক আপনার জীবন, এটাই প্রার্থনা।
মন্তব্যে অনেক ভালোলাগা।☺
সাবিনা ইয়াসমিন
আমার শহরে এক কাশবন আছে। কখনো যাওয়া হয়নি, মনে দোলা না থাকলে কাশবনের হিল্লোল চোখের সম্মুখে সবটুকু ধরা দেয় না। কি আর করা!!
কবিতায় ভালোলাগা রইলো। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
নিজের শহরে কাশবন তাতেও যেতে পারেননি!! এর চেয়ে বড় কষ্ট আর আছে কি? শরতের বাতাস বইছে, যান ঘুরে আসুন আপু। এই সুযোগ মিস করা ঠিক হবেনা।
এসব কবিতা না অন্যকিছু হচ্ছে তাই বুঝিনা। ভালো থাকবেন আপু।
মোঃ মজিবর রহমান
ছবি ও লেখায় পুরনতা পেলাম।
তৌহিদ
অনেক ভালো থাকবেন ভাইজান। লেখা পড়েছেন দেখে সত্যি আনন্দিত হলাম।
মোঃ মজিবর রহমান
ভাল আছি, ভাল থাকেন
শাহরিন
সহজ সহজ লেখেন ভাই। আমিতো প্রথমের লাইন বুঝতে বুঝতে রাত শেষ করে ফেলি।
তৌহিদ
আরে কি যে বলেন আপু!! এতো সহজ সাধারণ স্বীকারোক্তি। আচ্ছা এরপরে আরও সহজ শব্দে লিখবো কেমন?
পাশে থাকবেন।