নিঃশেষ

ফজলে রাব্বী সোয়েব ১০ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৬:২৬:৫১অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

অবারিত শান্তির গলিপথটা আজ
বড্ড অচেনা লাগছে।
যে  পথেই যাচ্ছি না কেন,
বিবর্ণ হয়ে যাওয়া অশান্তির রাস্তাগুলো
যেন ঢালু হয়ে গিয়ে আমাকে
আরও ভেতরের দিকে নিয়ে যাচ্ছে।
যতই নিজেকে ছাড়াতে চাইছি, লতার মত
আমাকে আষ্টেপৃষ্ঠে ধরে আরও গভীরে
নেয়ার সফল প্রয়াসে মত্ত।

এই মনে হচ্ছে দম বন্ধ
হয়ে যাবে, শক্ত আমি চট করে মাথা চাড়া
দিয়ে উঠি, দম নেই বড় করে।
না মরি নি, উঠার চেষ্টা করি আবার
সমস্ত শক্তি দিয়ে, অশান্তিরা টেনে ধরে,
উঠতে গিয়ে পড়ে যাই, আমার দম আবারও
বন্ধ হয়ে আসতে থাকে।
অসাড় হয়ে পড়ে থাকি কিছুক্ষণ।

এভাবেই চলতে থাকে আমার শান্তিতে
ফেরার চেষ্টা, একই ঘটনার পুনরাবৃত্তি।
আর পারছি না আমি, ক্ষয়ে আসছে
শরীর আর মনের সমস্ত শক্তি।

একদিন হয়তো এভাবেই একদিন
অশান্তির সাথে যুদ্ধ করতে করতে
হয়ে যাব নিঃশেষ, শান্তি গুলো অপেক্ষা
করতে করতে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে
পড়বে হয়তো, আমারই কবরের পাশে।

১২৮৮জন ১১৭৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ