প্রশ্নবাণ

আরজু মুক্তা ১২ আগস্ট ২০১৯, সোমবার, ০৩:২১:৩৪অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

ভালোবাসা!!
তোমার জন্মভূমি কোথায়?
কোথায় প্রথম চোখ মেলেছিলে?
বকুলের ঘ্রাণ নিয়েছিলে?
বটের ঝুড়ির নিমগ্নতা দেখেছিলে?
মাটির সংযত উচ্ছ্বাস?
সরব নিঝুম পরী?
রঙিন পাতার স্বপ্ন?
পাতার সাথে পাতার আত্মীয়তা?
প্রেমিকার আনমনে তাকিয়ে থাকা?
নির্মীলতা,দুঃখ,অশ্রুভেজা চোখ?
বৃষ্টি থেমে যাওয়া আলো?
একাকী বসে থাকা প্রেমিককে?
তোমার উত্তরের অপেক্ষায়!

১৭৫৩জন ১৪৯০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ