বাবার লিখা আমার জন্য শেষ চিঠি —
স্নেহের আরিয়ান,
আমাকে ভুল বুজিস না বাবা। আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনিরে বাবা। হয়তো আমার জন্য খুব অভিমান হচ্ছে তোর। কিন্তু তুই যেমনটা ভাবতেছিস তেমনটা না বাবা। তোর বয়স যখন ১ বছর ২ মাস তখন তোর বাবা এক গাড়ি এক্সিডেন্টে মারা যায়।কিন্তু উনি বিদেশে থাকাতে কথাটা খুব বেশিজন জানতো না।কিন্তু তোর বাবার শোকে তোর মা ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পরে এবং তোর বাবা চলে যাওয়ার ঠিক ১ মাসের মাথায় তোর মা ও চলে যায়।আমি তোকে মানুষ করার দায়িত্ব নেই। যে মহিলাটাকে সেদিন রাতে তুই আমার কাছে দেখছিস না,ওইটা আর কেউ না, ওটা আমার অবিবাহিত স্ত্রী।যখন তোর মা মারা যায় তখন আমার আর রুনার বিয়ে ঠিক হয়ে গেছিলো। কিন্তু তোর মা মারা যাওয়ার পর আমি তোর জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেই। কেন জানিস।জাতে তোকে বড় হয়ে শুনতে না হয় যে রুনা তোর মা নয়।তোর মা মারা গেছে। কিন্তু রুনা আমাকে ছাড়া আর কাউকে বিয়ে না করে নিজের জীবনটা তোর আর আমার পিছনে শেষ করে দেয়। আমাকে ভুল বুজিস না তুই(আরিয়ানের চোখ ভিজে আসে,মাটিতে বসে পরে)। বাবা আমি কিভাবে এই মুখে তোকে এতো কথা বলবো।তাই লিখে দিলাম। আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, আমি তোর আন্টিকে সব বুজিয়ে দিছি।আজ থেকে ও তোর সব সেবা যত্ন নিবে।ভালো থাকিস বাবা।
—
তোমার আর আমার গল্পের শেষটায় আজ তুমি নেই।অথচ বাবা তুমি গল্পের মূল চরিত্র। জানো বাবা আমি না আজ একটা অনেক বড় পাপ করছি। আচ্ছা বাবা এই পাপের কি মাফ হবে না আমার?বাবা তুমিহীন গল্পের শেষটা আমাকে ভিশন কষ্ট দিচ্ছে।
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুন ভাবে শেষ করেছেন।
গল্পের বাঁক নেয়াটা সুন্দর ছিল।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাইজান
তৌহিদ
অনেক ভালো লেগেছে এই ধারাবাহিক লেখাটি। দারুণ ভাবে সমাপ্তি টানলেন। এরকম লেখা আরো চাই রাফি।
শুভকামনা রইলো।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ দিতে পাবো।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই প্রশংসা করতে হয়।
এমন ধারাবাহিকভাবে লেখে যাওয়া গল্প।
বেশ ভালো লাগলো ভাই।
শুভকামনা অহর্নিশ।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
জিসান শা ইকরাম
সুন্দর সমাপ্তি,
এমন না হলে বাবার প্রতি ছেলের ঘৃনাটা স্থায়ী হতে পারতো।
সব পর্ব মিলিয়ে অত্যন্ত ভালো একটি গল্প পড়লাম।
শুভ কামনা রাফি।
রাফি আরাফাত
অনুপ্রেরণা। ভালো থাকবেন
মনির হোসেন মমি
আসলে গল্পে রহস্য না থাকলে মজা লাগে না।আপনার এ গল্পের শুরুতেই রহস্য আর নামেতো চমক ছিলোই।খুব সুন্দর ভাবে শেষ করলেন।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
শোষটা ভালো লেগেছে।
এমন গল্প আরও চাই।
শুভকামনা
রাফি আরাফাত
ধন্যবাদ আপু
ইঞ্জা
মন খারাপ হলো ভাই, খুব কষ্ট পেলাম।
রাফি আরাফাত
এর পরে মন ভালো করে দিবো ভাই। ভালো থাকবেন
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
শুভ মালাকার
লেখাটা পড়তে পড়তে আমার মনেই হয়নি যে আমি একটি গল্প পড়ছি।
===>আবেগ প্রবন হয়ে গিয়েছিলা!
ধন্যবাদ আপনাকে
রাফি আরাফাত
স্বার্থকতা ভাই। ভালো থাকবেন। শুভ কামনা ভাই
শামীম চৌধুরী
অবিবাহিত বাবার কর্তব্যপরায়নতা দেখে বাকরুদ্ধ।
রাফি আরাফাত
যাক প্রিয় মানুষটার মন্তব্য পেয়ে যথেষ্ট খুশি। ভালো থাকবেন।।
শিরিন হক
কিছু জীবন এমনই হয়।শেষটা খুব ভালো লাগলো।
আরো গল্পো দেখতে যেনো পাই এমন।
শাহরিন
প্রতিটি পর্বেই চমক ছিল। শেষটা তো অকল্পনীয়। অনেক ভালো লেগেছে। নতুন গল্পের অপেক্ষায় রইলাম।
সাবিনা ইয়াসমিন
একটা লেখা শুরু করে কোনো রকম বিরতি না নিয়ে, একটানা লিখে যাওয়া একজন সুলেখকের গুন। ভালো লেগেছে পুরো গল্পটি।
শুভ কামনা 🌹🌹