অবিবাহিত বাবা (০৩)

রাফি আরাফাত ২৪ জুলাই ২০১৯, বুধবার, ০৪:০০:০০পূর্বাহ্ন গল্প ১৪ মন্তব্য

সেদিন আরিয়ান জোর করা সত্বেও আমি তাকে তার আন্টির সাথে দেখা করাতে নিয়ে যাই নি। অভিমানী আরিয়ানের সাথে আজ পথ চলা—-

– বাবা তুমি ভালো না।
– কেন?
– তুমি আমাকে আন্টির কাছে নিয়ে যাও নি।
– আমি নিয়ে যাইতে চেয়েছিলাম, কিন্তু তোমার আন্টি তো মানা করে দিলো।
– কেন?
– তোমার আন্টি বললো তার নাকি লজ্জা করে তোমার সামনে আসতে।
– লজ্জা কি বাবা?
– বড় হও তখন বুজবা বাবা।
– বাবা আমি বড় হবো কবে?
– এইতো আর বেশিদিন না বাবা।
– বাবা আমি বড় হয়ে যখন লজ্জা মানে কি জানবো তখন কি আন্টি আমার সাথে কথা বলবে?
– হ্যাঁ, অবশ্যই বলবে।কেন বলবে না।
– আচ্ছা বাবা সবাই ছোট বাচ্চাকে কষ্ট দেয় কেন?
– কই দেয় না তো।
– দেয় তো বাবা।তাই তো ছোটদের সাথে মা দেখা করতে চায় না। আন্টি লজ্জা পায়।কিন্তু কেউ ছোটদের কথা ভাবে না।
– চলো সামনে মাকে দেখি।
– আমি জানি বাবা আজও মাকে পাবো না।
– কিভাবে বুজলে তুমি?
– মা আমি বড় না হওয়া পর্যন্ত কোনদিন আসবে না।জানি আমি।
– কিন্তু তার আগেই আমরা খুজে বের করবো বাবা।
– আচ্ছা বাবা আন্টি প্রতিদিন রাতে কেন আসে? দিনে কেন আসেনা?

৬৯২জন ৫৮৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ