ছোট গল্প
আবির বিষের বোতল হাতে নিয়ে বাড়িতে ডুকে। উঠুনের এক কোণের জবা ফুলের গাছটিতে আজ অনেক ফুল ফুটেছে তার দৃষ্টিতে পরে।মাস খানেক থেকে এই গাছটিতে একটি ফুলও ফুটতো না।অথচ তার ছোট বোনটি নিয়মিত গাছটির পরিচর্যা করতো। আর সে ওরে খুব বকা দিতো।এই অকর্মা গাছে যত্ন খেটে কি হবে? সে ভাববতে লাগলো হয়তো নিয়মিত পরিচর্যার সুফলে আজ এতো ফুল ফুটেছে।আবার নিজেই মনে মনে বলে মরার প্রস্তুতি নিচ্ছি এখন এতো ভাবতে হবে না আমাকে।একটু আগাতেই দেখতে পায়।তার ছোট ভাগ্নিটি এক’পা দু’পা করে হেঁটে যাচ্ছে আর একটু পর পর মাটিতে পড়ছে,তা দেখে অনেকেই হাসাহাসি করছে আবার কখনো দু’চার পা হেঁটে যাচ্ছে তখন সবাই হাত তালি দিচ্ছে।
আবির ঘরে পা’রাখতেই শুনতে পায় যে,তার বাবা মা’কে বলতেছেন,তোমার ছেলেকে আমি একটু বকাঝকা করলাম যে এবছর ঠিকঠাক পড়তে বসেনি,তাই রেজাল্ট খারাপ হয়েছে। বকাঝকা শুনে না হয় এখন থেকে মনোযোগী হয়ে লেখাপড়া করার শপথ নিবে এইজন্য তো।একবার খারাপ করছে তো কি হয়েছে। সুযোগ তো চলে যায় নি।পরের বার তো ভালোই হবে।আর তোমার ছেলে আমার গালমন্দ শুনে না বাড়ি থেকে বের হয়ে গেল।সে কি না মরে যাবে।পাগলামি যত্তসব।
কেন যে এতোটা লেখাপড়া করালাম কিছুই শিখেনি আর বুঝেও না।এটাতো শেষ নয়।তাকে আরো পরিশ্রম করতে হবে সময় দিতে হবে লেখাপড়ায় তবেই তো সফল হবে।
আবির সব কিছু আড়াল থেকে শুনে চোখের জল ফেলে আর বিষের বোতলটি ছুড়ে ফেলে বলতে থাকে।আমি হার মানবো না জীবনের কাছে।আমাকে সফল হতে হবে।আরো আরো পরিশ্রম করতে হবে আমাকে।আমাকে বাঁচতে হবে জীবনের জন্য।
৯টি মন্তব্য
নাজমুল হুদা
গল্পের শেষে সব বলে দিলেন ।
ছোট গল্পে আরো আফসোস রাখতে হবে ।
ভালো লাগলো । জীবন নৌকার মতোই হাল ছেড়ে ডুবা যাবে না।
হাফেজ আহমেদ রাশেদ
ধন্যবাদ
শাহরিন
ভালো গল্প। বানান গুলোর দিকে একটু খেয়াল রাখবেন। মনে হচ্ছে একটু সময় দিলে আরো সুন্দর কিছু শব্দ পেতাম। সমসাময়িক বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
রেহানা বীথি
সঠিক পরিচর্যায় জীবনও ফুলের মতো সুন্দর হতে পারে। সুন্দর বক্তব্য।
ভালো লিখেছেন। তবে অণুগল্পের বক্তব্য আরও একটু গোছানো এবং ধারালো হওয়া প্রয়োজন।
ভালো থাকবেন।
শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়,
বেঁচে থাকা অত্যন্ত আনন্দের।
সফল হবার জন্য শেষ মুহুর্ত পর্যন্ত চেস্টা করতে হবে।
শুভ কামনা।
রাফি আরাফাত
চেষ্টা করাটাই শ্রেয়! ভালো থাকবেন
শিরিন হক
ভালো লাগলো। আরো লিখুন আরো পড়ুন।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
সব কিছুতেই ধৈর্য রাখতে হয়। জীবনে যাই ঘটুক, যদি ধৈর্য রেখে মনদিয়ে সমাধান খোঁজা হয়, তাহলে ফলাফল সবটাতেই ভালো আসে। হোক তা মৃতপ্রায় গাছ বাঁচানো অথবা চরম দুঃখে নিজেকে শেষ করার প্রস্তুতি।
অল্প কথায় ভালো লিখেছেন। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ছোট গল্প ভালো লিখেছেন ভাই। তবে আত্মহত্যা কোন সমাধান হতে পারেনা কিন্তু তাইনা?
শুভকামনা রইলো।