গ্রীল চুঁইয়ে ঝরতে থাকে ক্লান্ত ফোঁটারা,
নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট ভিজে যায়- অথর্ব প্রেমিক যেন।
জল খুঁড়ে চলে বৃক্ষের প্রাচীণ শেকড়,
বৃষ্টির কাফনে মুড়ে যায় ঘুমন্ত মৃতের শোক!
এক জোড়া অন্ধ চোখ জমা হয় রাতের খাতায়।
জীর্ণ চৌকাঠের ওপারে শুধুই শূন্যতা,
প্রেমের মতো কবোষ্ণ বসে থাকে বিরান খাটে।
দূর থেকে ভেসে আসে বাঁধের পরাজয়
অবসন্ন হ্যারিকেনের কাঁচে কবিতার কালি জমে,
নিষিদ্ধ ইশতেহার লেখা হয় পালঙ্কে, চাদরে।
একটা চন্দ্রমল্লিকা একা পাঠ করে বিরহী এপিটাফ।
অতঃপর, হাই তুলে ঘুমুতে যায় নিস্পৃহ মেঘেরা…!
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রায় সারে তিন বছর পরে আবার পোস্ট দিলেন 😉
শুভ প্রত্যাবর্তন ☺
বোকা মানুষ
ধন্যবাদ ভাইজান! লাইগে থাকতে পারি কিনা সেইটাই দেখার বিষয় আসলে! আমি আবার চরম আইলসা কিনা! 😂😂😂
জিসান শা ইকরাম
আপনার কবিতাটি আমার মনের কথা প্রকাশ করলো,
এ যেনো আমারই কথা।
আইলসা আমরা সবাইই আসলে, তবে কিছু ভালোবাসার মানুষকে এড়ানো যায় না, বাসের মধ্যেও হঠাৎ দেখা হয়ে যেতে পারে 🙂
সময় পেলে মাঝে মাঝে আসবেন,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা প্রথম পড়লাম। এতোদিন লেখা বন্ধ রেখেছিলেন কেন?
বোকা মানুষ
ধন্যবাদ! উত্তরটা জিসান ভাইয়ের মন্তব্যের জবাবে দিয়েছি। ফেসবুকে লিখেছি, কিন্তু ব্লগে লেখা বন্ধের কারন স্রেফ আলসেমি। ফেসবুক এ্যাপের কল্যানে সহজে মোবাইল থেকে ব্যবহার করা যায় বলে। কিন্তু ব্লগে ব্রাউজার থেকে লগিন করতে হয়। যে কারনেই হয়তোবা এ আলসেমি! 🙂
সাবিনা ইয়াসমিন
আপনার আলসেমি কেটে যাক। শুভ কামনা 💐💐
শিরিন হক
জীবনের বাস্তবতা কবিতার মধ্যে দারুন ভাবে ফুটিয়ে তুলেধরেছন।
শুভকামনা রইলো।
বোকা মানুষ
ধন্যবাদ 🙂
মনির হোসেন মমি
একটা চন্দ্রমল্লিকা একা পাঠ করে বিরহী এপিটাফ।
অতঃপর, হাই তুলে ঘুমুতে যায় নিস্পৃহ মেঘেরা…
বহু বছর পর এলেও নিয়ে এলেন চমৎকার একটি কবিতা।আবার কবে হবে দেখা জিয়া ভাইয়া।
বোকা মানুষ
ধন্যবাদ ভাই! আবার যখন হাইবারনেশন কাটবে, তখন দেখা হবে! 🙂
রেহানা বীথি
চমৎকার কবিতা
বোকা মানুষ
ধন্যবাদ! 🙂
রাফি আরাফাত
ভালো ছিলো৷ নতুন কিছু। ধন্যবাদ
বোকা মানুষ
ধন্যবাদ! 🙂