ফিরিয়ে দাও মোরে দশটি বছর,
আর একটি বার প্রেম করতে চাই!
তাঁর দীঘল কালো চুলের ভাঁজে
চার আংগুলের কাঁকন হতে চাই।

ভ্রমর কালো,
হরিণ ধাঁচের চোখের মাঝে
ঘুম হারাতে চাই।
আমি একবার শুধু
প্রেমে পরতে চাই!

হাজার রঙের স্বপ্ন বোনা,
বেলায় বেলায় প্রহর গোনা,
চোখ বুঁজে তার কন্ঠ শোনা,
লোকে বলে এসব কিছুর-
বয়স আমার নাই!
প্রভু! আর দশটি বছর চাই।

বয়স যখন কুরি ছিলো,
কথায় বড্ড আবেগ ছিলো,
জয়ের নেশায় দিগ ছুটেছি,
বই এর ভাঁজে মুখ বুজেছি,
প্রেমের নাকি বয়স ছিলো –
তখন বুঝি নাই।
তাই দশটি বছর চাই।

বেলা শেষের কাব্য লেখায়,
প্রেমের চিঠি হাতের মুঠোয়,
ফুল নিয়ে দাঁড়িয়ে থাকার,
তাঁর কোমল ঘ্রানে মন মাতাবার,
বয়স আমার নাই।

প্রভু!
জীবন থেকে হারিয়ে যাওয়া
দশটি বছর চাই!

#সিকদার_সাদ_রহমান
২৮-০৫-২০১৯

৩৫২১জন ৩৩৮০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ