আপু হাসতে হাসতে মইরা যামু। কাঁঠালের আটা অনেক ত্যান্দর জিনিশ।
তবে আর একটু বড় করেরে গল্পের লিখলে ভালো হতো। ফেসবুকীয় লেখার মত হয়ে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ভাই হিসেবে এটুকুতো আমি বলতেই পারি তাইনা?
মুক্তা আপু, আপনি ম্যাগাজিনের জন্য একটি রম্য আগে দিয়েছেন। একটি বিভাগে একের অধিক পোস্ট দেয়া যাবেনা। আর কৌতুক কে রম্য লেখা বলতে নারাজ আমি। এটা আমার ব্যক্তিগত অভিমত, তবে আমি ভুলও হতে পারি। শুভকামনা।
২৬টি মন্তব্য
তৌহিদ
আপু হাসতে হাসতে মইরা যামু। কাঁঠালের আটা অনেক ত্যান্দর জিনিশ।
তবে আর একটু বড় করেরে গল্পের লিখলে ভালো হতো। ফেসবুকীয় লেখার মত হয়ে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ভাই হিসেবে এটুকুতো আমি বলতেই পারি তাইনা?
রমজানের শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
এই দেখুন বলতে ভুলেই গিয়েছিলাম আটা নয় আঁঠা হবে শব্দটি।
আর আমার মন্তব্যে করেরে নয় করে হবে। দুঃখিত আপু।
আরজু মুক্তা
ভাইয়া, আঁঠা নয় আঠা হবে। আপনি বাংলা একাডেমি দেখতে পারেন।তবে,আপনি বলাতে আমি ও শিয়র হয়ে নিলাম ডিকশনারি দেখে।
তৌহিদ
ধন্যবাদ আপু, আমার নিজেরও শেখা হলো।
আরজু মুক্তা
ভাইয়া, এটা তো কৌতুক! আমি হাসানোর চেষ্টা করেছি মাত্র!
তৌহিদ
আমার কিন্তু ভালো লেগেছে।
শামীম চৌধুরী
কাবলীওয়ালাকে উপযুক্ত শিক্ষা দিয়েছে বাঙাল। বেটা সুদখোরের কাঠাল খাওয়ার শখ। এবার বুঝুক মজাটা। হাসছি আর লিখছি আপু। সেহরীর আগে ভালো একটা বিনোদন পেলুম। মাহে রমজানুল মোবারক।
আরজু মুক্তা
জি ভাইয়া!আপনারা হাসবেন।এজন্যই লিখা! ভালো থাকবেন!
শুন্য শুন্যালয়
মুক্তা আপু, আপনি ম্যাগাজিনের জন্য একটি রম্য আগে দিয়েছেন। একটি বিভাগে একের অধিক পোস্ট দেয়া যাবেনা। আর কৌতুক কে রম্য লেখা বলতে নারাজ আমি। এটা আমার ব্যক্তিগত অভিমত, তবে আমি ভুলও হতে পারি। শুভকামনা।
আরজু মুক্তা
আপু,ইনবক্সে কথা হয়েছে! আমি এরপর গল্প দিবো! ধন্যবাদ!
ছাইরাছ হেলাল
আরও ভাল কৌতুক পড়তে চাই।
এটি খুব বেশি পরিচিত।
আরজু মুক্তা
চেষ্টা করবো।
🎖প্রহেলিকা🎖
হা হা মজা পেয়েছি। আজকাল তো কৌতুক তেমন পড়াই হয় না। আরও বেশি বেশি কৌতুক নিয়ে আসুন আমাদের জন্য।
আরজু মুক্তা
চেস্টা করবো।তবে এরপর গল্প নিয়ে আসবো।
মেহেরী তাজ
কৌতুক মজার ছিলো…হা হা হা হা
আরজু মুক্তা
ধন্যবাদ আপু
ইঞ্জা
হা হা হা হো হো হো, মজার কৌতুক, ভালো লাগলো আপু। 😂
আরজু মুক্তা
আপনাদের ভালোলাগা আমার উৎসাহ বাড়িয়ে দেবে।
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
মনির হোসেন মমি
হা হা হা দারুণ।
আরজু মুক্তা
হা হা হা
সিকদার সাদ রহমান
হা হা হা
নীলাঞ্জনা নীলা
কৌতুকে আমি খুবই কাঁচা। বলা শুরু করে নিজেই হাসতে হাসতে গড়িয়ে পড়ি।
বেশ হাসলাম আপনার কৌতুকে। 🤣🤣
আরজু মুক্তা
আপু সত্যি! আমার খুব ভালো লাগলো
জিসান শা ইকরাম
এটি বেশ প্রচলিত, নতুন কিছু চাই।
আরজু মুক্তা
নিশ্চয় পরেরবার!