কৌতুক ১ঃ
একলোক মহা ধুমধাম করে বিয়ে করলো!যেহেতু রাতে অনুষ্ঠান।শেষ হতে অনেক দেরি হয়ে গেলো।চোর ব্যাটা মহা আনন্দে খাটের তলায় লুকিয়ে থাকলো।
মনে মনে বললো,বর বৌ ঘুমালেই হয়!আমাকে আর পায় কে!সোনা গহনা নিয়ে ভোর হবার আগেই চম্পট দিবো!
যাই হোক বর বৌ চলে আসলো !দরজাও বন্ধ হলো!বর তো ঘোমটা খুলে দেখে,বৌ তো নয় অপ্সরী!কোন বিশেষণ খুঁজে পাচ্ছে না!
কিছুক্ষণ পর পর শুধুই বলে মুই এলা কি কং(আমি এখন কি বলবো)!
মহামুশকিল ,চোরের তো ধৈর্য ধরে না!
বর আবারও বলে, মুই এলা কি কং!
এদিকে ভোরও হয়ে আসছে!চোর খাটের নীচ থেকে বের হয়ে বলে,”কিছুই যখন কবার না পাইস(কিছু যখন বলতে না পারিস)!
তাহলে তুই মা ক মা(মা বল মা)!
বলেই ছিটকিনি খুলে,চোর দিলো এক দৌড়!
কৌতুক ২ঃ
আফগানরা যখন এদেশে আখরোট,খেজুর,কিসমিস বিক্রি করতে আসতো!সেই সময় গাছে কাঁঠাল ঝুলতে দেখে অবাক হয়েছিলো!এক বাঙালীকে জিজ্ঞেস করলো, “এটা কি?”বাঙাল বললো এটা আমাদের জাতীয় ফল,খুবই সুমিষ্ট !সেই সাথে শয়তানি বুদ্ধিও মাথায় আসলো!কেমনে ওর দাড়িতে কাঁঠালের আঠা মাখায় দেয়া যায়!আফগান খেতে চাওয়াতে ওর সুবিধাই হলো। বললো,খেয়ে দেখো!কিন্তু শিখালো না কীভাবে আঠা ছড়িয়ে খেতে হয়!আফগান কাঁঠালের মজা পেয়ে খেতেই থাকলো আর আঠা গিয়ে দাড়ি,মোচ সবখানে জটা পাকিয়ে দিলো।ছাড়ানোর চেষ্টা করেও পারলোনা!
এই সময় রাস্তায় এক জটাধারী এক বাউল যাচ্ছিলো।ওকে দেখে বললো,”তুম ভি কাঁঠাল খায়া!”
২৯টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হাহাহা, চোর বেচারার ধৈর্য্য পরীক্ষা নিলেন দেখছি। 😀 😀
মুই এলা কি কং, কোন অঞ্চলের ভাষা এটি আপু?
লেখার একটি শিরোনাম দিন, ব্রাকেটে ম্যাগাজিন উল্লেখ করে দিন আপু।
রিতু জাহান
রংপুরের ভাষা শুন্য।
আরজু মুক্তা
এটা রংপুরের ভাষা!চোরকে একটু ধৈর্যশীল হতেই হয়!
রিতু জাহান
হা হা হা। বেচারা বর!!
চোরেরও আর চুরি করা হইলো না।
আরজু মুক্তা
চোর নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে
ইঞ্জা
হো হো হো, হি হি হি, হা হা হা, বেচারা চোরের আর সহ্য হলোনা। 😂😂
আরজু মুক্তা
দুমাদুম খাওয়ার দরকার আছে।তার আগেই পলায়ন!
ইঞ্জা
হা হা হা 😂😂😂😃
ফজলে রাব্বী সোয়েব
হাসতে হাসতে পেটে খিল।
আরজু মুক্তা
হা হা হা হা
বন্যা লিপি
হাসতে হাসতে পেটে খিল,চোখে পানি, হাত কাঁপছে মন্তব্য করতেও বেগ পেতে হচ্ছে!! হা হা হা হা…… কিছু যদি না কবার পারো মা ডাক মা ” হা হা হা……. বরের মাথায়য় চাটি মেরে চোর ব্যাটা যে দৌড় দেয় নাই… এই বরের ভাগ্য।
দারুন হাসলাম আপু। ভালো থাকবেন।
আরজু মুক্তা
বর বেঁচে গেছে
😁😂
ছাইরাছ হেলাল
অল্প কথায় সুন্দর করেই সাজিয়েছেন।
আরজু মুক্তা
নহে বর্ণনার ছটা,ঘটনার ঘনঘটা!
সকাল স্বপ্ন
আমি চিন্তা করছি চোর এর ধৈয্য কতবেশি,
লিখা- মজার বটে।
আরজু মুক্তা
হুম,চুরি বিদ্যা বড় বিদ্যা
🎖প্রহেলিকা🎖
মজার ছিলো।
আরজু মুক্তা
কামিং সুন!😁
শামীম চৌধুরী
বেচার চোর…!
আরজু মুক্তা
হি হি হি
মেহেরী তাজ
হা হা হা হা
বেচারা বর !
চোরের অবস্থায় তো শেষ।।
আরজু মুক্তা
হি হি হি হি
মনির হোসেন মমি
হা হা হা চমৎকার।
আরজু মুক্তা
ধন্যবাদ আপু
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহা 🤣🤣🤣🤣🤣
বেচারা চোর।
আরজু মুক্তা
হা হা হা
সেডরিক
এখনকার বিয়েগুলোতে কনে যে পরিমান মেকআপ করে, যে কোন বরই তব্দা খেয়ে যাবে।
চোট্টার জন্য আফসোস, কিছুই চুরি করতে পারলো না।
আর বরের জন্য সমবেদনা। পরেরদিন মেকআপ ধুয়ে ফেললে আবার সে তব্দা খেয়ে বলতে থাকবে, “মুই এলা কি কং”
আরজু মুক্তা
ওয়াও!একদম খাঁটি কথা!
জাহিদ হাসান শিশির
ভালোই।
তবে চোর ব্যাটা মনে হয় আজকের দিনের নয়, বহু আগের ।