আজ রাতে স্বপ্নে দেখছি পাড়ার মোড়ে অনেক মানুষের জটলা। পুলিশের আর্মাড গাড়ি, চারিদিকে সশস্ত্র বাহিনীর সদস্য গিজগিজ করছে। এলাকার হেডম হেডম নেতারা রাস্তায় কারো জন্যে অপেক্ষারত।

আমি ভয়ে একটা বাসার এককোণে গুটিসুটি হয়ে লুকিয়ে আছি। মনে হচ্ছে কোন গণ্ডগোল হতে যাচ্ছে। আমার বাসায় যাওয়া দরকার, কি এক ঝামেলায় ফেঁসে গেলাম।

কিছুক্ষণ পরে পুলিশ চেকআপ শুরু হলো যেন অনাহুত কেউ আশেপাশে থাকতে না পারে। এক পুলিশ বলছে – এখানে সামাজিক মানুষ কারা কারা আছেন বাইরে চলে যান। সামাজিক মানুষ!!

আমি ভাবলাম যারা সামাজিক কর্মকাণ্ডে জড়িত তাদের কথা বলছে। কিন্তু আমিতো গৃহপালিত প্রাণীর মত বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা যাতায়াত করি। এর বাহিরে আমার সমাজের আর কোন দ্বায়িত্ব নেই।

তীব্র হুইসেলের সাথে আবার চিৎকার -যারা সামাজিক তারা চলে যান আর দু’মিনিট সময়। এবার সত্যি ভয় পেলাম। একজন পুলিশ কাছাকাছি আসাতে জিজ্ঞেস করলাম ভাই- আমরাতো সবাই সামাজিকভাবে বসবাস করি, সে অনুযায়ী সবাই সামাজিক তাইনা? তাহলে কিছু মানুষকে আটক করছেন কেন? তারা কি অসামাজিক?

পুলিশ মুচকি হেসে বলে- ভাই এখানে অসামাজিক মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হবে আজ। যারা সামাজিকতার মাঝে বসবাস করে তাদের আটক করে নির্দিষ্ট দূরুত্বে রেখে আসা হচ্ছে। সামাজিক মানুষদের জন্য অসামাজিকরা একটু শান্তিতে ঘোরাফেরা করতে পারছেনা আজকাল।

আপনি কি সামাজিক আমাকে প্রশ্ন করলো? আমি সামাজিক নই, তবে সামাজিক কাজকর্মে যারা অংশগ্রহন করে তাদের পাশে থাকার চেষ্টা করি।
তাহলে আপনি থাকতে পারেন, আপনিও লোক দেখানো সামাজিক মানুষের দলে – সে পুলিশ বললো।

একটু পরে দেখি একজন বয়স্ক নেতা তার সদ্যবিবাহিত হাঁটুর বয়সী স্ত্রীকে নিয়ে আসলেন সেখানে। হই হই রব পরে গেলো চারিদিকে। সবাই আনন্দিত, উত্তেজিত। আমি মাথা সামান্য উঁচু করে তাদের দেখতে লাগলাম।

আমিও তাহলে এসব মানুষের মত? সামাজিকতার আড়ালে সব অসামাজিক কাজে অংশগ্রহণকারীদের দলে। তা না হলে এই জাঁকজমক অনুষ্ঠানে আমার জায়গা হতোনা। আহা! আমার এলাকার সামাজিক মানুষজন কত দুর্ভাগা! এরম অনুষ্ঠান কেউ মিস করে?

আচ্ছা আমার স্বপ্নগুলো এরকম অদ্ভুত হয় কেন?

৮২০জন ৬৪২জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ