
সমাগত রৌদ্রোজ্জ্বলে সবুজ আরও গাঢ় সবুজ হয়ে
পাতার ভাঁজে ভাসছে, এখন এখানে,
এ-প্রভাত-সূর্য, প্রভাতের সূর্য কোথায় ছিলে?
ইন্মুল বিরহ-বিষাদে পরিস্রুত, বিনির্মাণের পরিচর্যায়
উজ্জ্বল মুখশ্রীর অপার সৌষ্ঠব, প্রায় দৃশ্যমান অদৃশ্যতা
ঠেলে ফেলে, ছলনাময় রূপ-অপরূপে এক্ষণ উঁকি দিচ্ছে
সূর্যালোকে ডাকিনীর নির্জন-প্রকাশে।
আলোটুকু নিভে যাবে, বিষ-রেখা জমাট করে
রয়ে যাবে, ছুঁয়ে যাবে ,উত্তরাধিকারের সূত্রে,
আদরণীয় ক্রুদ্ধতায়।
২৩টি মন্তব্য
রিতু জাহান
প্রথম
ছাইরাছ হেলাল
রিতুজি!!
বন্যা লিপি
দ্বিতীয়,
ছাইরাছ হেলাল
হুম।
প্রহেলিকা
উত্তরাধিকার সূত্রেই রয়ে যাক তাতে ক্ষতি নেই, এটা পৃথিবীর নিয়মের মাঝেই পড়ে। সবুজেরা সুবজ হয়ে থাকুক হোক তা পাতার ভাঁজে ভাঁজে।
দুদিন ঘাপটি মেরে থেকে এত্তো কুট্টি লেখা!
ছাইরাছ হেলাল
এইডাই কুট্টি!!
আপনাদের একটু রেস্টে রাখলাম, বলতে পারছেন না, মন্তব্য দিতে দিতে ক্লান্ত হচ্ছেন!!
ধন্যবাদ দিলেই পারতেন।
ক্ষতি অ-ক্ষতির কিচ্ছু না, বিষ তার নিয়মেই বয়ে যায়!! যে পথে যায়, সেই শুধু তা জানে/বুঝতে পারে,
থাকুক সবুজেরা সবুজ হয়েই।
আরজু মুক্তা
আলো তো সবসময় অন্ধকার দূরীভূত করে!
ছাইরাছ হেলাল
অবশ্যই আলো অন্ধকারের বিপরীত।
তবে আলোই অন্ধকার বহন করে।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
প্রভাত-সূর্য, প্রভাতের সূর্য প্রভাতেই থাকে
নিঝুম-রাতের অন্ধ ডাকিনীর বন্ধ দৃষ্টির অন্তরালে,
ঘুম চোখের অ-ঘুমে, ঘন কূয়াশার ছদ্মবেশে
ক্ষনজন্মা স্বপ্ন-সুখ গুলো ফিরে ফিরে আসে,
মোহনীয় সূর্য-কিরণ সবুজ পাতার ভাঁজে ভাঁজে রেখে যায় অপ্রত্যাশিত আদরের ছোঁয়া।
ছাইরাছ হেলাল
অন্ধ ডাকিনী-ও আগুন চোখে চোখ জ্বেলে রাখে
নিঘুম রাতের পাহারায়! প্রভাত এড়িয়ে;
বিবাগী স্বপ্ন, দূরে আরও দূরে ফিরে যায়
কোলাহলের ভয়ে।
পাতাদের উল্টো পিঠে আধার জড়িয়ে যায়
বেলার অ-বেলায়।
সাবিনা ইয়াসমিন
আঁধার যদি না-ইবা থাকে
প্রভাত সূর্যের মূল্য কি তবে!!
ছাইরাছ হেলাল
প্রভাত সূর্য প্রভাতের ছল করে পুষে রাখা বিষ ছুঁড়ে দেয় ক্রমাগত।
শুন্য শুন্যালয়
শেষটুকু বুঝিয়ে বলুন।
আলো নিভে গেলে কোথায় রয়ে যাচ্ছে বিষ-রেখা হয়ে!
ভেবেছিলাম একই সূর্য্য রোজ রোজ ওঠে। আজ ভাবালেন, প্রতিদিনের একটু একটু ক্ষয়ে যাওয়া সূর্যই হয়তো রেখে যাচ্ছে আলোর স্মৃতি, আবার জন্ম দিচ্ছে উত্তরাধিকারী।
এসব ভাবার সময় কই পান এতো কবি?
ছাইরাছ হেলাল
আপনাকে বোঝানোর সাধ্য কারো নেই,
যে বুঝবে-না বলে করেছে ভীষণ পণ!!
আলো নেভার প্রাক্কালে বিষ ফেলে রাখে, এই বিষ-ই আলোর উত্তরাধিকার।
যা আমদের টেনে নিয়ে যায় অন্ধকার থেকে অতল অন্ধকারে!!
আমি আর ভাবতে পারলাম কৈ!!
আপনার হয়ে ভেবে দিচ্ছি, আপনাকে এগিয়ে রাখছি, যা ব্যস্ত আপনি!! ভাবনায়!!
মাহমুদ আল মেহেদী
সবুজ আরও গাঢ় সবুজ হয়ে
পাতার ভাঁজে ভাসছে
আমার মনের ভাজে রয়ে গেলো।
সবুজ আমার ওরে সবুজ আমার সবুজ দেশ
মাঠের পরে মাঠ চলছে নেইকো মাঠের শেষ।
ছাইরাছ হেলাল
বাপ্রে!! এ কী লিখলেন!!
চোখে খালি সবুজ ফুল দেখছি।
ধন্যবাদ।
রিতু জাহান
প্রভাত না হলে প্রভাত সূর্য উঁকি দিবেই বা কি করে শুনি!
সবই থাকে উত্তরাধিকার সূত্রে। বিষাদ, ভালবাসা সব
ছাইরাছ হেলাল
আমরা তো আলোর অপেক্ষায় -ই থাকি/করি,
আলো পাই বা না-পাই।
উত্তরাধিকারে ভালোবাসা থাকে কী না জানিনা, বিষটুকু ঠি-ই থাকে।
জিসান শা ইকরাম
প্রভাতের সূর্য কোথায় আর যাবে?
ফিরে ফিরে আসবে, আসে সে বার বার।
ছবিটায় এত্ত সবুজ,
চোখ ধাঁধিয়ে যায়,
ছাইরাছ হেলাল
সূর্য নিয়ম করেই আসে, নিত্য-নুতনের বাহানা নিয়ে।
বেশি বেশিই সবুজ।
নীলাঞ্জনা নীলা
কবির সবুজ শয্যায় ছড়িয়ে পড়ুক কচি রোদ্দুর
ঘুম ভেঙ্গে জেগে ওঠা চোখে কিশলয় স্বপ্নগুলো দুরন্ত হয়ে উঠুক
অক্ষরের বুকে আঁকিবুঁকির পালক উড়ে বেড়াবে এভাবেই
সোনেলা উঠোনে
এ নীড় আরোও সবুজ হোক।
ছাইরাছ হেলাল
কচি রোদ্দুর সবার সয় না!!
একটু ঘোর হয়ে এলে জুত মত হয়,
বেশি বেশি সবুজ হয়ে উঠলে খাবি খাওয়ার ভয়-ও আছে।
নীলাঞ্জনা নীলা
অসহ্য! যান এইবার থাইক্যা খালি নেগেটিভ লেইখ্যা যামু। 😡😡