
আমি চিন্তা তুমি ভাবনা
আমি আবেগ তুমি সীমানা।
আমি কাগজ তুমি ডায়েরি
আমি কলম তুমি শায়েরী।
আমি চিঠি তুমি খাম
আমি ডাকটিকিট, তুমি দাম।
আমি পোস্টম্যান তুমি বাহন
আমি সীলমোহর তুমি কেতন।
আমি নীল তুমি কষ্ট
আমি অশ্রু তুমি ভ্রষ্ট।
আমি আলো তুমি ছায়া
আমি উজ্জ্বল তুমি মায়া।
আমি জল তুমি কেলী
আমি টগর তুমি বেলি।
আমি উৎপল তুমি দত্ত
আমি স্বপ্ন তুমি মত্ত।
আমি কায়া তুমি হুর
আমি কাছে তুমি দূর।
মধুমালতি ছিলে তুমি আর
আমি ছিলাম কাঁশ।
বিহঙ্গলতায় জড়ানো আমার
পুরোনো দীর্ঘশ্বাস।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পড়লাম, অপেক্ষা করি আমাদের কবি কী বলে তা দেখার জন্য।
প্রহেলিকা
কবিতা বিভাগ দেইখা কবি দেখি সবার আগেই হাজির! জিলাপি দিবে মনে হচ্ছে।
ছাইরাছ হেলাল
সহি কথা, কবিতা দেখলেই প্রাণডা ফাল দিয়ে উঠে!!
চিরতা দিলেও!!
তৌহিদ
প্রহেলিকা ভাই, কবিতা হবে আর কবি আসবেননা তাই কি হয়??
তৌহিদ
বলবেনতো আপনারা, আমি শুধু দেখবো আর জিলাপি খাব ভাই ☺☺
বন্যা লিপি
আপনি লেখক
আমি পাঠক
আপনি সুহৃদ
আমি বিপরিত
আপনি কবি
আমি শুধুই পড়ি
আপনি গাঢ়ো সবুজের প্রতীক
আমি কেবলই হেলায় হারাই দিক।
তৌহিদ
এইনা হলো কবি! আর আমি শুধু শুধু দৌড়াই কবিতার পিছনে। আর না, ক্ষ্যামা নিলাম আপু।
রিতু জাহান
আমি তুমি কবিতার ছন্দমালায় মুগ্ধ হলাম ভাই।
বেশ রোমান্টিকতায় পেয়ে বসেছে বোঝা যাচ্ছে।
চলুক প্রেম গাঁথা।
তৌহিদ
এই মাঝেমধ্যে কোত্থেকে যেন ভুরভুর করে রোমান্টিকতার ম ম ঘ্রান আসে। আমি সুবাস নেই একটু আধটু।
ভালো থাকবেন আপু।
প্রহেলিকা
শিশু কবির কবিতাতে বড়দের বিষয় আইনাইতো ঝামেলাটা প্যাচ খাইছে। শিশুর কবির কবিতায় তো থাকার কথা
আমি ব্যাট তুমি বল
আমি বন্দুক তুমি নল
আমি পুতুল তুমি ঘুড়ি
আমি নাটাই তুমি ঘুড়ি।
কবিতারে কেউ উদ্ধার করেন। আকাশেইতো উড়ছিলেন আবার মাটিতে কি পেলেন কে জানে।
তৌহিদ
শিশুরা আপনাদের মত বড় বড় কবিদের কবিতা পড়লে তার জ্ঞানের নাড়ি তো বড়দের মতন হবেই। নিস্পাপ শিশু কবি এখন বড়দের কবিতা লুকিয়ে লুকিয়ে পড়ে।
আমি চড়ুই তুমি ভাতি
আমি কুতকুত তুমি সাথী
আমি গোল্লা তুমি ছুট
আমি বাদাম তুমি বুট
আমি কানামাছি তুমি ভোঁ ভোঁ
আমি দূরে যাকে খুশি তাকে ছোঁ
ভান্ডারে আর কবিতা নেই, শিশু কবি ক্ষান্ত দিলো।☺
ছাইরাছ হেলাল
ছড়া ছড়া লাগে ক্যা!!
নাহ্, বোঝার বুল অইতারে!!
তৌহিদ
এটা ছড়াই হয়েছে, কবিতা বিভাগে শিশু কবি পোষ্ট করিচ্ছে।
বন্য
শিশু কবির কবিতা!
তৌহিদ
জ্বী বন্য, কবিতার মাঠে ব্যাটবল প্রাকটিস করছে শিশু কবি।☺☺
মনির হোসেন মমি
এতো দেখছি আমি তুমির খেলা।খুব ভাল হয়েছে লেখাটি।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাইটি।🌹
নীলাঞ্জনা নীলা
শিশু কবির কবিতায় শিশুত্ব তো রইলো না!!!
তৌহিদ
শিশুরা বড়দের আশেপাশে থাকলে একটু পাকনামো শেখেই আপু।☺☺
এইজন্যেই এই দশা! আমি মোটেই দায়ী নই এর জন্য।
নীলাঞ্জনা নীলা
তা অবশ্য ঠিক। আজকাল নবজাতক ছবি তোলার সময় চোখ খুলে রাখে।
তৌহিদ
তাহলেই বুঝুন, আজকালকার নবজাতক কত্ত পাকনা!!
শুন্য শুন্যালয়
কবিতা লেখার ইচ্ছাটাও মিটছেনা, আবার লিখলেও কবিরা আইসা পঁচাইতাছে, অতএব শিশু কবির কবিতা শিরোনাম। কেউ কিছু কইলেই কবেন আমি লিখিনাই। এত্তো চালাক! আর আমরা বুঝি অ-চালাক!
আপনি কবিতার শিরোনাম দেবেন ‘নো এন্ট্রি’। কেউ পঁচাইলেই উলটা ঝাড়ি দিবেন। ভালো বুদ্ধি দিছিনা?
তৌহিদ
আপনি এত্ত বুদ্ধি নিয়া ঘুমান ক্যামনে? ঘুম ধরে??
হ, বড় কবিগুলা শিশুদের পঁচায় খুব সোনেলায়। আসলে হিংসে করে হিংসে!! প্রতিদ্বন্দ্বী তৈরি হোক তারা চাননা বোধহয় 😜
নো এন্ট্রি আইডিয়া দারুন দিলেন আপু। থ্যাংকস ☺
এইবার দেখতাসি তাগোরে, কিছু কইলেই ঝাড়ি😃😃
জিসান শা ইকরাম
বাহ, ভালোই তো !
তৌহিদ
এসব আগের লেখা ভাই, আর স্টকে কবিতা নাই। ক্ষান্ত দিলাম।☺
প্রহেলিকা
শিশু কবির কবিতা ভাল হইসে
তৌহিদ
ধন্যবাদ ভাই, কেবল ক্লাস ওয়ানে উঠেছেতো। আর ক’ বছর গেলেই ম্যাট্রিক দিবে।
তখন শিশু কবি বড় কবিদের টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করবে কলেজে ইন্টারমেডিয়েট ভর্তির সাজেশনের জন্য।
বড় কবিরা সাজেশন দিতে চায়না আজকাল।