
১
এক সংখ্যাটা কত বিচিত্র,তাই না? এটি মৌলিক নয়, আবার যৌগিক ও নয়। কখনো কখনো পরীক্ষায় দেখবেন ১ নম্বরের জন্য ফার্স্টক্লাস ছুটে যাচ্ছে! কখনো আবার ফোনের নাম্বার ডায়াল করতে গিয়ে ১ টি ডিজিট এদিক সেদিক হলেই ফোন চলে যাচ্ছে অজানা কিংবা ভুল নাম্বারে! ওপাশ থেকে আমার মত রাগী কোন মেয়ে ফোন ধরলে তো কথাই নেই! ধমকের কষাঘাতে জীবন ঝালাপালা হবে আপনার!
আবার ধরুন, ১ টাকা ভাংতি নেই অযুহাতে দোকানী আপনাকে একটি চকলেট ধরিয়ে দিলো! এই চকলেট ১০ টা জমিয়ে তা দিয়ে আপনি এক প্যাকেট বিস্কুট কিনতে যান, তারা দিবে না। কারন ১ এর পাশে একটা শুন্য ০ চলে এসেছে যে!
ধরুন আপনার ১ জন বৌ আছে। তা সত্বেও আবার সুন্দরী আরেকজন কলিগের সাথে বৈশাখ উদযাপন করতে গেলেন, তা কিন্তু হবে না। ঘরে ফিরে ঐ ১ জনের অগ্নি মূর্তি আপনাকে সারাক্ষণ তাড়া করে ফিরবে।
আবার দেখুন, আপনি কারো মা, কারো বাবা, কারো সহযোদ্ধা তথাপি মানুষ কিন্তু একজনই। দিনশেষে কেউ কারো না, আপনি একা। জন্মেছেন ১ জন হয়ে, মরবেন ও ১ জন হয়েই।
এই যে আমাদের জীবন, এত সাধের জীবন। তাও কিন্তু একটাই। একটাই শৈশব, একটাই কৈশর, একটাই বার্ধক্য। এটাও একাধিকবার আসবে না।
প্রিয় জিনিস অনেক থাকবে, তার মধ্যে ১ টা জিনিস সবচেয়ে প্রিয় থাকবে। সেই ১ টা প্রিয় জিনিসের প্রতি যদি ঘেন্না চলে আসে কোন কারনে, তখন অন্য সব প্রিয় জিনিসগুলোর ওপর থেকেও মন উঠে যাবে। আর কখনো ঐ প্রিয় জিনিসে মুখ ফেরাতে ইচ্ছে করবে না। “নিজের প্রিয় জিনিসের ওপর যখন ঘেন্না ধরে যায়, তখন সেটা যে কী পরিমান ঘেন্না, তা ভাষায় প্রকাশ করার মত না।”
কখনো আবার কারো জীবন ধ্বংস করার জন্য ১ টি ভুলই যথেষ্ট। কাওকে পোড়াতে একজন মানুষই যথেষ্ট।
মানুষের মন থাকে ১ টি, এই একটির যন্ত্রনাতেই আমরা অতিষ্ঠ। ১ বার বলে এদিক চলো, আরেকবার বলে ওদিক। এদিক ওদিক করে করে আমাদের জীবন দিগ্বিদিক! কীয়েক্টাবস্থা!
অনেক তো হলো সিরিয়াস কথপোকথন এই ১ নিয়ে। খেয়াল করেছেন, এই লেখাটি যখন আপনি পড়ছেন, তখন আসেপাশের সবাই যার যার মত ব্যস্ত, আপনি ১আ (একা) বলেই আমার এ বাচালপনা মনযোগ সহকারে পড়ছেন!
আজকের তারিখটিও কিন্তু ১, ১লা, একলা, পহেলা। বছর শুরু হয় ১ তারিখ দিয়ে।
আমি ১ জন মানুষ, আপনাদেরকে জানাই ১টি মন থেকে নববর্ষের ১ বস্তা শুভেচ্ছা।
♥♥♥ নাহ, এক বস্তা কম হয়ে যায়, ১ আকাশ শুভেচ্ছা। ♥♥♥
শেষ হলো আমার লেখা
১ এর ১ টি রচনা।
শুভ কামনা,
১লা বৈশাখ, ১৪২৬।
২২টি মন্তব্য
বন্যা লিপি
মন্তব্য পরে করবো। আগে হাজিরা দিয়ে গেলাম। পরে পড়বো। শুভ নববর্ষ। 💕🌺🌺🌺
নীরা সাদীয়া
আচ্ছা, ঠিকাছে।
সময় পেলে পড়বেন।
শুভ নববর্ষ।
তৌহিদ
১ নিয়ে এতকিছু!! এভাবে আসলেও ভাবিনি কোনদিন। ধন্যবাদ এমন সুন্দরভাবে ১ কে উপস্থাপন করার জন্য।
নববর্ষের শুভেচ্ছা জানবেন।
নীরা সাদীয়া
একেকজনের ভাবনা একেক রকম। আমার ভাবনাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
শুভ নববর্ষ।
তৌহিদ
ধন্যবাদ আপু 🌹
জিসান শা ইকরাম
১ নিয়ে তোমার চিন্তা ভাবনার অভিনবত্বে মুগ্ধ হলাম,
১ টাই নীরা সাদিয়া, ১ টাই সোনেলা।
শুভ নববর্ষ নীরা।
নীরা সাদীয়া
আর একটাই জিসানদা।
শুভ নববর্ষ।
নিতাই বাবু
🌹বৈশাখী শুভেচ্ছা🌹
🌹আপনার নতুন বছর শুরু হোক 🌹
🌹 নতুন আলোয় 🌹নতুন আশায়🌹
🌹 শুভ নববর্ষ🌹
🌹১৪২৬ বাংলা🌹
নীরা সাদীয়া
শুভ নববর্ষ।
অনেক শুভেচ্ছা রইলো।
মাহমুদ আল মেহেদী
চমৎকার ভাবনা। এক দিয়ে জীবনের অনেক কিছুই বুঝিয়ে দিলেন।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপনাকে।
শুভ নববর্ষ।
ছাইরাছ হেলাল
১ নিয়ে দারুন এক ভবনা এই একবার ই এখানে নিয়ে এসেছেন।
বেশ ভাল লাগল, কত সহজে সুন্দর করেই উপস্থাপন করলেন।
শুভেচ্ছা নূতনের।
নীরা সাদীয়া
ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
শুভ নববর্ষ।
মনির হোসেন মমি
বাহ্ চমৎকার ভাবে এক ১ এর কত কিছুই না দেখালেন।ভাল লাগল ।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
১ জন মানুষ, ১ টাই মন, জন্ম ১ বার, মৃত্যু একটা। শুরু হয় ১ থেকে ০ পরে আবার গুনতে চাইলে শুরু করতে হয় ১ দিয়ে। কত বিচিত্র-বৈচিত্রময় !! ১ নিয়ে অভিনব এক লেখা দিয়েছো নীরা।
নববর্ষের শুভেচ্ছা তোমাকেও। ঘুরে-ফিরে বারবার জীবনে বৈশাখ আসুক কাঙ্খিত আনন্দ-সুখ নিয়ে। শুভকামনা+ভালোবাসা ❤❤
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। ১ টাই জন্ম, মৃত্যুটাও ১ বারই।
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
রিতু জাহান
অসাধারণ লিখেছো।
একটাই জীবন।
এক জীবনে একজনই যথেষ্ট কস্ট ও সুখ দিতে। একটা ভুলই যথেস্ট একটা জীবন নষ্ট করতে৷
চমৎকার ভাবনা নীরা।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ রিতুপি।
আসলেই আমাদের একটাই জীবন, একটাই মৃত্যু!
এক সত্যিই অনেক আজব সংখ্যা।
নীলাঞ্জনা নীলা
আমার একটাই আপুনি, নাম নীরা।
একলা নববর্ষের শুভেচ্ছা আপুনি। 💐🌾
নীরা সাদীয়া
একটাই নীলাদি,
অনেকটা ভালোবাসা। ♥
নীলাঞ্জনা নীলা
অনেক ভালো থেকো আপুনি। 💟💟