একটি জরুরী এলান

ছাইরাছ হেলাল ২৯ মার্চ ২০১৯, শুক্রবার, ০৮:৫৮:১০অপরাহ্ন রম্য ৩৫ মন্তব্য

 

ব্লগের ভাই-ব্রাদার, ভগ্নি, আত্মীয়-অনাত্মীয়, শত্রু-মিত্র ও স্নেহের কবি ।

শ্রেণি মত ছালাম;
আজ আমি আসলে আজ আমি না, ব্লগের একমাত্র হর্তাকর্তা কিশলয় কিশলয় থেকে আদিষ্ট হয়ে এই খত লিখছি,
এখানে আমার ভূমিকা শুধু মাত্র এক নগণ্য টাইপিস্টের, উনি বৃহৎ কাজ-কামে ব্যস্ততার জন্য সময়ের সাথে মিল-ঝিল করে উঠতে পারেন-নি। সমুদ্রে আছেন।

আরজ গুজার আমি নিজে।
তাং ২৯-৩-২০১৯

(ইহা একটি ভয়েজ মেসেজ, মাইন্ড ইট)

হাল্কা গলা খাঁকারি,

ভদ্রে,

এক বিশেষ ব্লগিয় ক্রান্তিকালে আপনাদের সাথে মতবিনিময় অত্যন্ত জরুরি হয়ে পড়ায় এ আয়োজন। আপনার লক্ষ্য করেছেন ও ইতোমধ্যে অবগত হয়েছেন সোনেলার একজন ব্লগারের চারশত পোস্টের উজ্জ্বাপন নিয়ে বেশ হৈ চৈ লম্ফ জম্ফ হচ্ছে, আরও করার চেষ্টা চলছে। ব্লগিয় নীতিমালার ৫৯-খ-২২৩-চ-১২ ধারা মোতাবেক পরিবেশ লঙ্ঘনের আওতায় পড়ে, সাথে কেউ কেউ বাতাস-ও দিচ্ছে, অণুকুল সময়ে তাদের ও দেখে নেয়া হবে। আপনারা নিশ্চিতে নাকে তৈল মর্দন করতে পারেন। দেখুন লেখা-লেখি আমি/আপনারা সবাই করি/করবেন ও, এমন চারশত/পাঁচশত লেখা কোন ব্যাপার না। আমি এবং আপনারা জানেন, এর থেকে হাজার গুণ ভাল কুটি কুটি (একটু বেশি বেশি হয়ে যায়) না মানে দশ/কুড়ি হাজার লেখা আমাদের আছে/থাকেও, আমরা দেখিয়ে বেড়াই না, লিখলেই কেন হুরমুর করে সবাই ডেকে ডেকে দেখাতে হবে, এ কেমন কথা। অন্যরা কী লেখক/কবি না? অবশ্য তার দৈবাৎ দু’একটি যে ভাল-লেখা লিখে ফেলেন-নি তা কিন্তু না, ভালকে তো আমরা ভালই বলি!! ভাবছি আপনাদের অনুমতি নিয়ে ব্লগিয় এমন কী অন্তর্দেশীয় বা আন্ত মহা দেশীয় ব্লগ সম্মেলন করে একটি নিরীক্ষা কমিটি গঠন করবো। এক সদস্য কমিটির আমিই হবো সর্বেসর্বা। ভাল কথা, মডু হিশেবে তার সমুদয় লেখা গভীর পর্যবেক্ষণ ও নিরীক্ষা করে দেখেছি, অবাক বিষয়, লেখায় সারবস্তু কিচ্ছু খুঁজে পাই নি। তবে হ্যাঁ তিনি সত্যবাদী, এ কথা আমদের মানতেই হবে, এই যে দেখুন নমুনা……।

“কবিদের দরবারে প্রবেশানুমতি মিলল বহু অনুনয় বিনয়ের পর। জানতে চাইল, ষড় বৃত্ত বোঝ, মাত্রা বৃত্ত, ছন্দ, পয়ার,পঙতি? সনেট? শায়েরি, শের? হরাইজেন্টলি মাথা নাড়াতে নাড়াতে বললাম কবি হতে আসি-নি, কবিদের সাথে থাকতে এসেছি, ও!! এই কথা!!(A+b)2= কত, বলতো? জোরে আরও জোরে মাথা নড়ে উঠল, গলা ধাক্কাটি এত্ত জোরে ছিল যে নিজেকে বাইরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় আবিষ্কার করলাম।”

নিজেই স্বীকার করে নিচ্ছেন তিনি ‘কোবি’। তবুও এ সব বললে তো কাজ হবে না, পার ও পাওয়া যাবে না। ক্রমাগত এ সব আউল/ফাউল বস্তা পচা ছাতামাতা আমাদের গেলানোর চেষ্টা করবে জাতি তা মেনে নিতে পারেন ।

আমার প্রাণের থেকেও প্রিয় ব্লগার গন,

আমি আমরা জানতে পেরেছি সে প্রকাশ্য, হুম প্রকাশ্যে প্রচ্ছন্ন হুমকি/ধমকি দিয়ে বেড়াচ্ছে, দশ দিনে শ’খানেক লেখা নামিয়ে আবার হৈ হৈ রৈ রৈ এর বাজনা বাজবে। আমার বিশ্বাস এমন হিমালয় কাম-কাইজ সে করে ফেলতে পারে, লেখা-প্রিয় হলে যা হয় আর কী!! আচ্ছা ভাবুন তো এই ব্লগারের কি কোন কাম কাইজ নেই, শুধুই লেখা এবং লেখা ? লিখে লিখে সোনেলায় ভরে ফেলার কোন সুগভীর ষড়যন্ত্রের অংশ হিশেবে এই মিশনে নেমেছে। তাই তাকে রুখে দেয়ার এই-ই মোক্ষম সময়।

আপনারা গভীর ভাবে ভেবে দেখুন, তার পোস্ট সংখ্যা কমিয়ে দেয়া যায় কী না (এর-ই মধ্য এ বিষয় মতামত এসেছে)। এবং একই সাথে কেউ মন্তব্য করবে না, শুধু আমি ছাড়া, এটি করলে কেমন হয়? আপনারা ভাবতে বসুন। কী-বোর্ড দাপালে/নাচালে, বাতাসে দোল খাওয়ালে আর যাই হোক কবিতা/লেখা কুট কুট করে বেড়িয়ে আসে না, এত্ত সোজা না। আমরা তা জানি। আর জানি বলেই এ লেখা-সন্ত্রাস রুখতে চাই। আসুন সবাই মিলে নিম্ন কণ্ঠে আওয়াজ তুলি সোনেলা তুমি এগিয়ে চল আমরা থাকি সাথে সাথে (আমি অবশ্য পেছনে থাকতে চাই)।

সবার মঙ্গল কামনা করি, আওয়াজ তুলুন, সোনেলার জয় হয়েছে নিশ্চয় (আমি শিউর না)।

{জানিনা সে হয়ত ইতোমধ্যে কিছুই হয়নি কিছুই জানিনা ভাব নিয়ে অচিরেই কোন উস্কানি মূলক লেখা নিয়ে হাজির হবে।}

পরিশেষে,
আপনাদের অতি পরিচিত
কিশলয় কিশলয় (মডু)
২৮-৩-২০১৯

৯৮১জন ৭১৬জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ