অন্যরকম ‘সে’

ছাইরাছ হেলাল ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১০:০১:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

একটু অন্যরকম সে এখন, একটু যেন রকমফের, একটু যেন কেমন-কেমন,
কেমন সে রকমটি? তা জানিনে, জানি, কিন্তু বলবো-না, বলত দিচ্ছে না-তো;
অনায়াস মসৃণ জবরদস্তি-হীন হাসিতে বিভাজিত, বিবর্তিত!

(আমি) ভাবি, রকম অবশ্যই অন্য, অনন্যতা বলছি-নে;
সে এখন কথা বলে পথপার্শ্বে জানা/অজানা ফুলেদের সাথে,
সে এখন কথা বলে দীর্ঘক্ষণ, ঝাল-মুড়ি ওয়ালা/ফুসকা বিক্রেতার সাথে,
মসজিদের হুজুরের সাথে, ফুটপাথের পাজামা বিক্রেতাদের সাথে,
কত কত আপন আপন সে পরণ-কথা!
গ্রিন-বাসে চড়ে চষে বেড়ায় জনারণ্যের এই শব্দ-শহরে;
অকস্মাৎ পেয়ে যায় দারুণ সাধের মরুভূমির কাঁচাপাকা খেজুর।

এতো এতো আলোর ঝড়েও আধখানা চাঁদ উঁকি দেয়, ঐ আড়াল-বাঁকে,
মনের গভীরে এঁকে রাখা একটি আধো-মসৃণ ছবি পিছু ডাকে বারে বারে;
প্রসন্ন হও হে অবিশ্বস্ত প্রতিশ্রুতি, অকৃপণ উত্তাপের উদ্দাম কলেবরে।

৮৮৮জন ৮৮৮জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ