ভাবনারাও ভাবায়……

আর্বনীল ৫ নভেম্বর ২০১৮, সোমবার, ১০:৩৬:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

ছেলেটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় বসে বসে ভাবছে দীর্ঘদিনের সংসার জীবনে একই মানুষের সাথে প্রায় একই রকম ভাবে থাকতে থাকতে কেমন একঘেয়েমি চলে আসছে। সারাক্ষণ একই মানুষের সাথে ল্যাপ্টে থাকাটা মোটেও আনন্দের নয়। তাই এবার শীতে একা দূরে কিছুদিন কাটিয়ে আসলে মন্দ হয়না। জীবনের স্বাদ একটু পালটানো দরকার।

ঐদিকে মেয়েটা পাশের বাসার ভাবীর সাথে গল্পগুজব শেষে সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসে ভাবছে – নাহ! এভাবে আর হচ্ছেনা। সাংসারিক কাজ কর্মের ফাকে ওকে ঠিকঠাক সময় দেয়া হচ্ছে না। ওকে আমার আরেকটু সময় দেয়া উচিত। ওর কাছাকাছি, পাশাপাশি থাকা উচিত আমার। আচ্ছা এবার শীতে ওকে নিয়ে কোথাও ঘুরে আসলে কেমন হয়?? দার্জিলিং থেকে ঘুরে আসতে পারলে মন্দ হতো না। ওখানে যাওয়ার ইচ্ছা অনেক দিনের। এবার সুযোগ করে যেতে পারলে দুজন একসাথে কিছুটা সময় কাটিয়ে আসা যেত……

এদিকে পাশের বাসার ভাবী ঘরে গিয়ে ভাবছে – আহা ওরা কত সুখে আছে। কত সুখী সংসার এদের। এমন সুখী সংসার সচরাচর দেখা যায়না। দেখলেই কেমন জানি হিংসে হয়…

১০৮৫জন ১০৭৬জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ