একদিন হঠাৎ করে চলে আসবো পশরা নিয়ে তোমার নগরে,
ঘুমন্ত শহরের ঘুম ভাঙ্গিয়ে দিতে, হাঁক দেবো “এই যে ওঠো, আমি এসেছি।”
যেভাবে সাগর অন্ধের মতো পথ তৈরী করে নিয়ে শহর-নগর পত্তন করে,
আমিও তৈরী করবো নোতুন বাজার।
যেখানে সানন্দচিত্তে ফেরিওয়ালারা বিক্রী হবে পাইকারী ক্রেতা হিসেবে—
ভোরবেলা দরোজায় কোনো শব্দ পেলে,
বুঝে নিও হাজির হয়ে গেছি আমি সেই ফেরিওয়ালাদেরই একজন;
যার কাছে অদরকারী সব আছে, কেবল বিলাসিতা নেই।
খোলা আকাশের নিচে সবুজ ঘাস, বন্যা-জলোচ্ছ্বাসহীন নদী-সমুদ্র, ধ্বংসযজ্ঞহীন বিশ্বায়ন, স্বাধীনভাবে শঙ্কাহীনচিত্তে ডানা মেলে দেয়া পাখী, উদারতাসমৃদ্ধ মানবতা, ধর্মহীন রাজনীতি ইত্যাদি অনেক কিছু চাইলেই পাওয়া যাবে।
এ বাজারে নঞর্থক কোনো জিনিস কোনোকিছুর বিনিময়েই পাবেনা কেউ—
ভয় নেই,
চিন্তা করোনা,
আমি হত্যা করে এসেছি সমস্ত দুঃখ, যন্ত্রণা, পরাজয়, কষ্ট, কান্না, ব্যথা, হাহাকার;
শুধু তোমার জন্য।
তোমাকে যেনো কিছুতেই স্পর্শ করতে না পারে ওসব;
ওদিকে দু:খ ভাইরাসের এন্টিসেপটিক ইঞ্জেকশন খুঁজছে যখন সবাই—
তখন সূর্যাস্তের কালে আমি বিনামূল্যে ফেরি করে বেড়াই এন্টিভাইরাস হাসি আর
মেটামর্ফিক আনন্দ
সেও শুধু তুমি ফেরি করতে বলেছো বলে, তাই;
তুমি জানোনা, বিনামূল্যে উদারতা তুমি-ই শিখিয়েছিলে আমাকে
তোমারই অজান্তে
যদিও তোমার ব্যাপারে আমি আজও স্বার্থপরই থেকে গেলাম।
হ্যামিল্টন, কানাডা
১৪ নভেম্বর, ২০১৭ ইং।
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চুড়ান্ত স্বার্থপরতা তো দেখতেই পাচ্ছি!!
পাইকারীর হাঁকডাকে তা বোঝা যাচ্ছি।
অমরত্ব বিলাতে এসে সব কিছু কেড়ে নিচ্ছেন না তো!!
ভালর থেকেও অনেক ভাল একটি কবিতা পড়লাম।
বেশ কড়া ছিল।
নীলাঞ্জনা নীলা
সবকিছু কেড়ে নেবার চিন্তা মাথাতেই তো নেই!
এটাকে বুঝি কবিতা বলে? আপনার ভালো লেগেছে? আচ্ছা কোন লেখাটা ভালো লাগেনি? সেটা তো একবার বলুন। আবার যেনো বলার জন্যই বলবেন না, তাইলে আবার সমস্যা।
কড়া কি শুধু আপনিই লিখবেন? অত্তো সোজা না! 😀
মৌনতা রিতু
“দুঃখ, কষ্ট, সকল পরাজয়কে শেখল পরিয়ে বন্দী করে রেখেছি আসলে”
ভালবাসা সে বড় এন্টিবায়োটিক দঃখ নামক ব্যাকটেরিয়ার জন্য।
কি মন্তব্য করি বলো তো! কতো ভালো লেখ তুমি। অনেক উঁচুমানের লেখা তোমার। (3
নীলাঞ্জনা নীলা
আপু তুমি তো দেখছি লেখাটি বুঝে গিয়েছো!
“দুঃখ নামক ব্যাক্টেরিয়া”, বাহ! দারুণ! (3
ইঞ্জা
অসাধারণ লিখলেন প্রিয় আপু
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব। পাশে থাকবেন।
ইঞ্জা
পাশে আছি আপু সবসময়।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া -{@
জিসান শা ইকরাম
পরপর তিনবার পড়লাম তোর এই কবিতা,
কত যে ভালো লিখেছ তা বুঝিয়ে বলতে পারবো না লিখে।
নীলাঞ্জনা নীলা
নানা আমি যে কী বলি ঠিক বুঝে উঠতে পারছিনা। ভালো লাগছে জেনে যে তোমার ভালো লেগেছে। -{@
গালিবা ইয়াসমিন
শেষ চরণ টা খুব চমৎকার (3
নীলাঞ্জনা নীলা
তাই?
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
আপন করে পাওয়া দুঃখ ঐ তাঁর হতে
তারে তুমি মাল্য দান করলে
দিলে নব বন্ধুত্বের আবহনে
অমর রইয়ো দিদি, রইয়ে।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই চারটি চরণে মুগ্ধ হয়ে গেলাম।
অসংখ্য ধন্যবা।
নীলাঞ্জনা নীলা
‘ধন্যবাদ’
শুন্য শুন্যালয়
অদ্ভুত অদ্ভুত সুন্দর লেখা।
বিলাসিতা অদরকারি না গো আপু, ওটাও লাগে মাঝে মাঝে, নইলে বিলাসি কবিরা তোমার মতো হা পিত্যেস করবে কি নিয়ে। এতো ভালো লিখলে তো মুশকিল..
নীলাঞ্জনা নীলা
আপু তোমার মন্তব্যের ভেতরে এমন এক রেশ পাই আমি, যাকে স্পর্শ করা যায়। এক গভীরতম আবেগ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভয় নেই,
চিন্তা করোনা,
আমি হত্যা করে এসেছি সমস্ত দুঃখ, যন্ত্রণা, পরাজয়, কষ্ট, কান্না, ব্যথা, হাহাকার;
শুধু তোমার জন্য।
তোমাকে যেনো কিছুতেই স্পর্শ করতে না পারে ওসব; -{@ (y)
বেশ অর্থবহ।দারুণ লেখা।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই এই লেখাটি স্বার্থক। আপনাদের ভালো লেগেছে। আর কি চাওয়া আমার!
ধন্যবাদ আপনাকে।
তৌহিদ ইসলাম
পাঠে মুগ্ধতা রেখে গেলাম আপু।
নীলাঞ্জনা নীলা
প্রতিটি লেখার পাশে আপনার মন্তব্য থাকে।
ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।