–
সমুদ্র শোনে না কথা
অন্যের সব স্বর, যে কোনো আকুতি
অথবা আদেশ, কিছু অনুরোধ, আর, কিছু সাধারণ
কথা নিয়ে, যত অগণিত
মানুষ গিয়েছে তার কাছে,
সকলের সব ধ্বনি গিলে গিলে গিলে
চূর্ণ করেছে তার ঘূর্ণি-গহীনে…
তবুও মানুষ যায়
এখনো…
আরো যাবে আগত দিনেও…
রূঢ়জলে মিশে যাবে কত সুখ-দু:খের গোপন কাহিনী…
সে তো শুনবে না… শুধু
টেনে নিয়ে নিজের ভিতরে, উত্তরে দিবে উত্তাল গর্জন…
ঢেউমাঝে গ্রাস হবে সব আয়োজন………
ধীরে ধীরে
কবে হতে
একজন হয়ে গেছে তেমন সাগর…
কারো কথা শোনে না সে,
দায় তার নাই এতটুকু
আদেশ-মিনতি-অনুরোধ যাই হোক
সব ঠেলে দিয়ে তুচ্ছতায়
সে গর্জে তার মতো…
কখনো অধিক, কখনো অল্প;
সাবলীল অলসতা
তার ঢেউয়ে খেলা করে…
তারে আমি রোজ দেখি
লাল শাড়ি… নীল শাড়ি… কখনো সবুজে…
আয়নায় ষ্পষ্ট আলোতে…
– – –
সকাল ৬টা ৩০মিনিট
২৫.৯.২০১৩
–
–
–
১৬টি মন্তব্য
বনলতা সেন
এমন লেখা নিয়ে আপনি আমাদের ভুলে থাকেন ঐ
সমুদ্রের মতই ।
লাল নীল শাড়িতে আপনি দেখেন , দেখতে থাকুন ।
আমরা আপনাকে কিন্তু দেখি না ।
অন্তরা মিতু
আপুউউউ…….. আপনাদের জন্য ছবি দিয়েছি তো……. 🙂
নীলকন্ঠ জয়
সাবলীল অলসতা
তার ঢেউয়ে খেলা করে… (y)
অন্তরা মিতু
হু, খেলা করে….
অনেক ধন্যবাদ নীলকণ্ঠ… 🙂
তওসীফ সাদাত
তবুও মানুষ যায়
এখনো…
আরো যাবে আগত দিনেও…
রূঢ়জলে মিশে যাবে কত সুখ-দু:খের গোপন কাহিনী
অনুপ্রাণিত।
আদিব আদ্নান
বাহবা, দারুন কিছু পেলাম ।
বহু কাল বহু যুগ পরে ।
উত্তর না দিয়ে হাওয়া হবেন সে তো জানা কথাই ।
জিসান শা ইকরাম
সমুদ্র এমনই
সব কিছু নিয়ে নেয় নিজের মাঝে —
অনেক দিন পরে অন্তরা হাজির সুন্দর এক কবিতা নিয়ে —
খসড়া
কখনো অধিক, কখনো অল্প;
সাবলীল অলসতা
তার ঢেউয়ে খেলা করে…
ভাল লাগা রেখে গেলাম।
প্রিন্স মাহমুদ
ভাল লেগেছে
লীলাবতী
অনেক দিন পরে পড়লাম আপনার লেখা কবিতা । আমাদের কিন্তু বঞ্চিত করছেন এমন সুন্দর কবিতা থেকে।
প্রিন্স মাহমুদ
ঠিক ।
রকিব লিখন
-{@
জবরুল আলম সুমন
চমৎকার লেখা… লেখিকাকে ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
সীমান্ত উন্মাদ
চমৎকার কবিতায় ভালোলাগা একরাশ। শুভকামনা নিরন্তর।
নীতেশ বড়ুয়া
আপনি কি সমুদ্র? সবার সব কথা শুনছেন আর উত্তাল গরজনের মতো করে একেকবার এমন করে পোস্ট উগরে দিয়ে আবার সবার সব কথা শোনায় চুপ!!!
আপনিই তাহলে সেই সমুদ্র! ;?
মনির হোসেন মমি
তারে আমি রোজ দেখি
লাল শাড়ি… নীল শাড়ি… কখনো সবুজে…
আয়নায় ষ্পষ্ট আলোতে…
চমৎকার।