দায় থেকেই যায়

ছাইরাছ হেলাল ৬ মে ২০১৭, শনিবার, ০৩:৩৯:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আমার কোন দায় নেই,
পাখিডাকা-ভোর কাকডাকা-জ্যোৎস্না
নির্ঘুমের রাত গোনা;
নির্ঘাত বিভ্রান্ত হচ্ছে হুশ
সরোষে ছুঁড়তেও পারে জুতো,
খড়ম পায়ে বরাবর হেঁটে যায়
নির্ঘুমের খটখটে রাত;

বখে-যাওয়া বাচাল-রাতের আঁতলামো
শুধুই দাঁত-চেপে সহ্য করে যাওয়া,
মূক-কে-বাচাল, বাচাল-কে-মূক
সবই ঈশ্বর-লীলা,
হোক-না তা হাত-ছোঁয়া দূরত্ব!
রূপালী কাঁটায় বেঁধা রাতগুলো
আকাশের মতই অচেনা, এখনো,

১০৪৮জন ১০৪৮জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ