আজ ওর খবর পেলাম

নীলাঞ্জনা নীলা ১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ০৩:৫৯:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৪ মন্তব্য
অপেক্ষা...
অপেক্ষা…

“অপেক্ষায় থেকো, আমি আসবো”—নাহ এ কথা বলেনি সে, তবুও কেন জানি মনে মনে অপেক্ষা করে যেতেই থাকি। কখনো বসন্ত বেলায় কৃষ্ণচূড়া ফুল আমার খোঁপাতে পড়িয়ে দিয়ে বলেনি, “তোমাকে বেলী ফুলে নয়, এই কৃষ্ণচূড়াতেই মানায়।” যদিও জানি ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া নয়। ওর সাথে খুব কম কথা হতো, আমি বলে যেতেই থাকতাম, আর ও টুকটাক। ওর একটা প্রিয় শব্দ হলো “হুম!” আমার রাগ হতো খুব, কেন এতোটা চুপচাপ, শান্ত? তবে যখন পাগলামো শুরু করতো সেকেন্ডকে মনে হতো ঘন্টা, আর ঘন্টাকে আস্ত একটি দিন। অথচ দেখা যেতো সমস্ত দিনের এক সিকিভাগ সময় আমি পেয়েছি, তাতেই সন্তুষ্ট। আসলে এ জীবনে খুব বেশি কিছু চাইবার তালিকা আমার নেই। তাই হয়তো ওর যখন ইচ্ছে আসা-যাওয়ার ভেতরেই থেকে গেছি, বুঝে গেছি এভাবেই আমাকে নিয়ে আমার থাকতে হবে। আমি কেন যেনো ডুবেই যাচ্ছিলাম, ডুবতে ডুবতে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতো। তারপরেও মন চাইতো না, ভেসে উঠে বাঁচিয়ে রাখি নিঃশ্বাসকে। কোনো একদিন সে তো আসবেই। এসে জিজ্ঞাসা করবে, “আমার অপেক্ষায় কি থেকেছো? নাকি…অন্য কেউ!” তখন আমার এতোদিনের নীরবতা ভেঙ্গে দিয়ে ওর চুল টেনে ধরবো, মারবো, আঁচড়ে, খামচে ছলছল করা চোখ নিয়ে বলবো, যাও তুমি। কেন এসেছো?

তারপর ক্রমশ দিন গড়িয়ে যেতে লাগলো। অকস্মাৎ আমাকে আক্রমণ করলো বিষাক্ত অবসাদ, হৃদয় আক্রান্ত হলো বিবশতায়। অনুভূতিগুলো একটু একটু করে ব্ল্যাকহোলে পরিণত হলো। আর আমার আবেগ সেও নিখোঁজ! এতোকিছুর মধ্যেও অপেক্ষায় একটুকুও ফাটল ধরেনি, তুমি অবশ্যই আসবে। এসে দাঁড়াবে আমার এই চোখের সামনে, ডেকে বলবে, “এই মেয়ে এতো ভালোবাসো কেন তুমি আমায়?” ওই প্রশ্নের উত্তরে নিঃশব্দের শব্দ থাকবে।
অবশেষে আজ ওর খবর পেলাম।
হ্যামিল্টন, কানাডা
৫ এপ্রিল, ২০১৭ ইং।
৬০৪জন ৬০৪জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ