তোমার সুরের তরে

রিতু জাহান ২৯ মার্চ ২০১৭, বুধবার, ০৬:৪২:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

দিনমান আকাশের মন খারাপের পরে
ঝলমলে বিকেল গড়িয়ে এক সন্ধ্যা নামল,
গোধূলী আমায় অপেক্ষার দ্বীপালী জালাতে বলল,
গোধূলীকে পলকে মিলাতে বললাম।
তোমার গানের অপরূপ সুরের মূর্ছণায় সেজে উঠার আশায়,
আজ এক ঝলমলে রাত্রির অপেক্ষায় আমি।
রাত্রির সেই ঝলমলে ভ্রমণপথে,
নিকোষ কালো এক দেয়াল তৈরি হলো,
কোলাহলে সূরের সে মূর্ছণা আমার বাঁধা পেল।
আমি তবু হাওয়ায় কান পেতে রইলাম,
তোমার বুকের ঢেউ খেলানো ছন্দময়তার তরে।
ভাসিয়ে নাও এ সুরের স্রোতে আমায়,
ঘুমহীনতা এ দু’চোখ আমার, স্বপ্নীল আবেশে নিমীলিত করো।
রাত্রির দরজা খুলে দাও,
হেঁটে চলো কল্পনায় আঁকানো মেসেডোনিয়ার  ঘন অরণ্যে ঘেরা সেই ঝিলের পাড়ে।
আমার এক টুকরো গোধূলী বেলা ও সাথে কিছু ছাইপাশ লীপির মালা মেলে ধরো।
ধুলো জমেছিল সেই কতোদিনে,
মরিচিকাও পড়েছিল তাতে,
তোমার হাতে সেজে উঠুক
পার্থিব রাতের এ অন্ধকার
তারা থেকে খসে পড়া শিশির বিন্দুতে সজীব হই,
ঝিলের জলে না হয় জলকেলী হোক।

,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,,,,,২৯/৩/১৭.

৪৯০জন ৪৮৯জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ