Image result for কালবৈশাখী ঝড়

আসছে ধেয়ে কালবৈশাখী

ভন্ডনষ্টপাপীরা হও সাবধানী।

ধর্মবর্ণে মাপিসনা, মাপো মানবপ্রেমে মাপুনী

মানবতার শত্রুতে হইয়না রুপান্তরী

হউনা পাপী ধর্মের নামে ভন্ডামী।

 

আসছে ধেয়ে কালবৈশাখী

লন্ডভন্ড হবে সব অকল্যানী

ভাঙ্গ সব শনি, ভাঙ্গ সব ভন্ডামী।

আসছে ধেয়ে কালবৈশাখী

বজ্রপাত বিদ্যুৎ চমকানী

ভাঙ্গবে যত ভন্ডামী

আউলফাউল নস্টমানুসের মনগুলী।

আসবে নিপিড়িতের বিজয় নিশানী।

৬২৮জন ৬২৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ