ঝরাপাতার অরণ্যে

ছাইরাছ হেলাল ৯ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৪:৪৪:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

পাতাঝরা দিনে মচমচ শব্দ তুলে সময় হেঁটে যায় আর হলদে পাতারা বাতাসে ভেসে ভেসে হাওয়ার নাচনে
হুটোপুটি লুটোপুটি খেতে খেতে আনন্দ-বিষাদে মাটির বুক-জুড়ে ঘুমোয়,
ঘুমোয়;

মচমচ শব্দ তুলে সময় হেঁটে যায়,

জলভূমির জলপরী ফ্যাকাসে-মলিন বিষণ্ন-চোখে অপলক চেয়ে চেয়ে নির্দোষ দিনগুলোর কথা ভাবে ও
আবার জলারণ্যে পথ হারায় কোন এক আগামীকালে গজিয়ে ওঠা সবুজ কুড়ি দেখবে বলে,

ফসলবিলাসী চাঁদ অরণ্যে লুকোয় লুকোচুড়িতে ভালোবাসবে বলে,
আমিও অরণ্য হবো প্রতিদিনের শেষে।

সময় হেঁটে যায় নিঃসীম নিঃশব্দে;

৪৫৯জন ৪৫৯জন

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ