পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি

দীপংকর চন্দ ১২ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ১১:৫৩:০০অপরাহ্ন বিবিধ ২১ মন্তব্য

12540332_10153850469958688_776516503_n2

 

গল্প? কাকে বলে গল্প? এলোমেলো কিছু শব্দের সমন্বয়কে নয় নিশ্চয়ই? নিশ্চয়ই নয় অসামঞ্জস্যতায় পূর্ণ কিছু বাক্যসমষ্টিকে? নিশ্চয়ই নয় আদি মধ্য অন্তহীন কিছু ব্যবচ্ছেদী বিচ্ছিন্ন ঘটনাবলীর অবিন্যস্ত উপস্থাপনকে? প্রথাগত রীতিনীতি অস্বীকার করার সুযোগ কি সীমিত নয় ভীষণ? ভীষণ অনৌচিত্য কি প্রবলভাবে বিদ্যমান নয় প্রচলিত গতানুগতিকতায়?

প্রশ্ন? প্রশ্নের পর প্রশ্ন? সারিবদ্ধ প্রশ্ন কেবল? প্রশ্নের মিছিল? ধ্বনিত প্রশ্নের প্রতিধ্বনিতে প্রশ্নের পুনরাবর্তন যদি হয় আবার? বারবার? বিধিবদ্ধ গল্পের স্বরূপ আসলে কেমন? কোন নির্ণায়কে আমরা নির্ধারণ করব গল্পকাঠামোর শুদ্ধাশুদ্ধ? কী ধরনের মানদণ্ড অনুসরণ করে আমরা নিশ্চিত করব গল্পবুননের বনেদিআনাকে?

গল্প? কোথায় গল্পের নিবিড় নিবাস? সভ্যতার অনিবার্য ক্রান্তিলগ্নে গল্প খুঁজে পাওয়াও কি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী প্রত্যাশা নয়? যন্ত্র এবং যান্ত্রিকতার যন্ত্রণায় কি ক্ষতবিক্ষত হয়নি গল্পের নান্দনিক শরীর? আশ্চর্য অদ্ভুত সমকালের ক্রমাগত কশাঘাতে গল্প কি পৌঁছে যায়নি মুমূর্ষুতার পাদপ্রান্তে? নিঃশেষের সীমারেখা কি স্পর্শ করেনি আমাদের নিজস্ব গল্পের নিরুপম ভাণ্ডার? বেগের অহংকারী আগ্রাসনে আবেগের বিলুপ্তি কি ত্বরান্বিত করেনি গল্পের অন্তর্জলী যাত্রাকে?

নাকি কোন দুর্জ্ঞেয় দেয়ালের দুর্ভেদ্যপ্রায় আড়ালে এখনও স্থিত আছে গল্পেরা অনিশ্চিতি পুঁজি করে? নাকি পুড়ে গেছে তারা ক্ষরতপ্ত অনলে হায়? নাকি ভস্ম হয়ে গেছে পুরাণ পাখির মতো সুতীব্র বেদনায়? ঐ দূরে জেগে আছে কারা? নির্বাক নিরাবেগ নিঃসঙ্গ প্রহরে অবিশ্বাস্য ঐন্দ্রজালিক প্রভাবে আবার কি উঠে আসবে তারা?

প্রশ্ন? প্রশ্নের পর প্রশ্ন? সারিবদ্ধ প্রশ্ন কেবল? প্রশ্নের মিছিল? ধ্বনিত প্রশ্নের প্রতিধ্বনিতে প্রশ্নের পুনরাবর্তন যদি হয় আবার? বারবার? সে এক অবিশ্বাস্য স্বপ্ন অথবা দুঃস্বপ্ন নাকি? পৌরাণিক ভস্ম থেকে যদি উঠে আসে বেদনার পাখি?

তখন?

প্রচ্ছদ: শিবু কুমার শীল।
প্রকাশক: বেহুলাবাংলা
স্টল নং : ২৭৬

সকলের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থনা রইলো।

বিনীত

৭৩২জন ৭৩১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ